লেক টাউন হল হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার উত্তরপূর্বপ্রান্তে অবস্থিত একটি পরিকল্পিত অঞ্চল। এটি পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা জেলার দক্ষিণ দমদম পৌরসভার অন্তর্গত।

লেক টাউন
অঞ্চল
রাত্রিকালীন লেক টাউন
রাত্রিকালীন লেক টাউন
লেক টাউন কলকাতা-এ অবস্থিত
লেক টাউন
লেক টাউন
লেক টাউন পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
লেক টাউন
লেক টাউন
স্থানাঙ্ক: ২২°৩৬′১৮″ উত্তর ৮৮°২৪′১৮″ পূর্ব / ২২.৬০৫০০° উত্তর ৮৮.৪০৫০০° পূর্ব / 22.60500; 88.40500
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাকলকাতা
এলাকাকলকাতা মহানগর অঞ্চল
মেট্রো স্টেশনবেলগাছিয়াযশোর রোড(নির্মানাধীন)
সরকার
 • ধরনপৌরসভা
 • শাসকদক্ষিণ দমদম পৌরসভা
ভাষা
 • সরকারিবাংলা, ইংরেজি
ডাক সূচক সংখ্যা৭০০ ০৮৯
এলাকা কোড+৯১ ৩৩
যানবাহন নিবন্ধনডব্লিউবি
লোকসভা কেন্দ্রবারাসত

অবস্থান সম্পাদনা

লেক টাউন দ্বারা বেষ্টিত বাঙ্গুর এভিনিউ, দমদম পার্ক এবং কেষ্টপুর উত্তরে, সল্ট লেক পূর্বাঞ্চলে, বেলগাছিয়া, উল্টোডাঙ্গা দক্ষিণ ও পাতিপুকুর, পশ্চিমে পাইকপাড়া। যশোর রোডের অপর পাশে লেক টাউনের পশ্চিমে কালিদহ (কালিন্দী) অবস্থিত।

ভারত স্বাধীন হওয়ার পর পরিকল্পিতভাবে এই এলাকাটি গড়ে উঠেছিল। আজ, এটি পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ খাদ্য এবং অবসর কেন্দ্র, যেখানে অনেক আন্তর্জাতিক ফাস্ট ফুড রেস্তোরাঁ এবং শপিং মল রয়েছে। [১] 

অর্থনীতি সম্পাদনা

 
অ্যালকোভ গ্লোরিয়া আবাসিক এলাকা, ভিআইপি রোড, লেক টাউন

বৃহৎ খোলা জায়গা, পার্ক এবং একটি হ্রদ সহ একটি পরিকল্পিত জনপদ, লেক টাউন হল কলকাতার উত্তর প্রান্তের অন্যতম আবাসিক এলাকা। দমদম, বিধাননগর এবং নিউ টাউনের মতো বাণিজ্যিক কেন্দ্রগুলির নিকটবর্তীতা সাম্প্রতিক বছরগুলিতে বাড়তি সম্পত্তির দামগুলির অনুঘটক।

পরিবহন সম্পাদনা

যশোর রোড, লেক টাউন রোড এবং লেক টাউনের ভিআইপি রোড ধরে বাস চলাচল করে। এছাড়াও রয়েছে উল্টোডাঙা ফ্লাইওভার যা ২০১১ সালে উদ্বোধন করা হয়েছিল। ফ্লাইওভার সংযোগ ইএম বাইপাস (বিধান শিশু উদ্যান, উল্টোডাঙ্গা) সঙ্গে ভিআইপি রোড (দক্ষিণদাঁড়ি, লেক টাউন) এবং "আরো হুডকো" এ ট্রাফিক জ্যাম কমে গেছে উল্টোডাঙ্গা[২]

বিধাননগর রোড, পাতিপুকুর, কলকাতা এবং দমদম জংশন লেক টাউনের নিকটতম রেলওয়ে স্টেশন। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর লেক টাউন থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে অবস্থিত।

বিগ বেন কলকাতা সম্পাদনা

 
লেক টাউনে লন্ডনের বিগ বেন স্থাপত্যের প্রতিরূপ

লেক টাউন অঞ্চলে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের বিগ বেন স্থাপত্যের আদলে একটি ক্লক টাওয়ার তৈরি হয়েছিল। লন্ডনের বিরুদ্ধে কলকাতাকে অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেক টাউনে ক্লক টাওয়ারের পরিকল্পনা করেছিলেন। দক্ষিণ দমদম পৌরসভার উদ্যোগে ডিসেম্বর ২০১৫ সালে স্থাপত্যটির নির্মাণ শেষ হয়েছিল এবং এর জন্য ১.৩৬ কোটি খরচ হয়েছিল। খরচ এবং সাংস্কৃতিক অনুপযোগিতার জন্য স্থাপত্যের নির্মাণের বিরুদ্ধে এলাকাব্যাপী বিক্ষোভ হয়েছিল।[৩]

স্থাপত্যটির উচ্চতা ৩০ মিটার (৯৮ ফু), যেখানে লন্ডনের বিগ বেনের উচ্চতা ৯৬ মিটার (৩১৫ ফু)। স্থাপত্যটি দশটি তল এবং চারটি ক্লক ফেস দ্বারা গঠিত। প্রতিটি ক্লক ফেসের ব্যাস ৩.৬ মিটার (১২ ফু), যেখানে লন্ডনের বিগ বেনের প্রতিটি ক্লক ফেসের ব্যাস ৭ মিটার (২৩ ফু)।[৪]

উল্লেখযোগ্য বাসিন্দা সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Fast food chain spreads wings"The Telegraph। ১ জুলাই ২০১০। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১১ 
  2. "Ultadanga Flyover" 
  3. "Big Ben Kolkata: The London clock tower replica is not a Durga Puja marquee"www.indiatoday.in (ইংরেজি ভাষায়)। India Today / Living Media India Limited। ১৭ অক্টোবর ২০১৫। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২২ 
  4. Majumder, Arindam (৭ নভেম্বর ২০১৫)। "Kolkata's 'Big Ben'"www.business-standard.com (ইংরেজি ভাষায়)। Business Standard Private Ltd। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২২ 
  5. Shamik Bag (১৩ আগস্ট ২০১০)। "Not another brick in the wall"Mint। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৩ 
  6. Khan, Charu (৪ জুলাই ১৯৮৯)। "Charu Khan, Portrait of an Artist"। M C Sarkar Sons Pvt Ltd – Google Books-এর মাধ্যমে।