ওয়াজেদ আলীর মসজিদ

ওয়াজেদ আলীর মসজিদ (পোষাকি নাম শাহী ইমাম মসজিদ) হল কলকাতার মেটিয়াবুরুজ অঞ্চলে অবস্থিত একটি মসজিদ। অবধের নবাব ওয়াজিদ আলি শাহ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক রাজ্যচ্যূত ও কলকাতায় নির্বাসিত হয়ে গার্ডেনরিচ-মেটিয়াবুরুজ অঞ্চলে তাঁর বাসগৃহ নির্মাণের সময় সার্কুলার গার্ডেনরিচ রোডে এই মসজিদটি নির্মাণ করেন। ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে নির্মিত এই মসজিদের স্থাপত্যে ইঙ্গ-ভারতীয় প্রভাব স্পষ্ট।

একটি সিরিজের অংশ
মসজিদ

স্থাপত্য
স্থাপত্য শৈলী
মসজিদের তালিকা
অন্যান্য
মসজিদের নির্মাতা ওয়াজেদ আলী শাহ

তথ্যসূত্র

সম্পাদনা
  • কলকাতার মন্দির-মসজিদ : স্থাপত্য-অলংকরণ-রূপান্তর, তারাপদ সাঁতরা, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, কলকাতা, ২০০২