এম রোস্তম আলী

বাংলাদেশী শিক্ষাবিদ

এম রোস্তম আলী (জন্ম: ১৬ মার্চ ১৯৬০) একজন বাংলাদেশী শিক্ষাবিদ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) চতুর্থ উপাচার্য ছিলেন।[১][২]

অধ্যাপক ড.
এম রোস্তম আলী
চতুর্থ উপাচার্য
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
কাজের মেয়াদ
৭ মার্চ ২০১৮ – ৬ মার্চ ২০২২
পূর্বসূরীআল-নকীব চৌধুরী
উত্তরসূরীহাফিজা খাতুন
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1960-03-16) ১৬ মার্চ ১৯৬০ (বয়স ৬৪)
নাটিয়াবাড়ী, বেড়া, পাবনা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
দাম্পত্য সঙ্গীশারমীন আলী
সন্তান
পিতাএম মামুদ আলী
প্রাক্তন শিক্ষার্থীরাজশাহী বিশ্ববিদ্যালয়
টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজি, জাপান
লেস্টার বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য
পেশাঅধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক

প্রারম্ভিক জীবন ও শিক্ষা সম্পাদনা

এম রোস্তম আলী ১৯৬০ সালের ১৬ মার্চ পাবনার বেড়া উপজেলার নাটিয়াবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম এম মামুদ আলী।

তিনি রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে ১৯৭৬ সালে মাধ্যমিক ও ঈশ্বরদী সরকারি কলেজ থেকে ১৯৭৯ সালে উচ্চমাধ্যমিক পাস করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগ থেকে তিনি ১৯৮২ সালে বিএসসি (সম্মান) ও ১৯৮৩ সালে এমএসসি ডিগ্রি লাভ করেন। তিনি জাপানের টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ১৯৯২ সালে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা এবং ১৯৯৬ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যের লেস্টার বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।[৩][৪]

কর্মজীবন সম্পাদনা

রোস্তম আলী ১৯৮৭ সালে তৎকালীন বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি), চট্টগ্রামের রসায়ন বিভাগে প্রভাষক পদে যোগদানের মাধ্যমে শিক্ষকতা জীবন শুরু করেন।

১৯৮৯ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। তিনি ১৯৯২ সালে সহকারী অধ্যাপক, ১৯৯৭ সালে সহযোগী অধ্যাপক এবং ২০০২ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন।

অধ্যাপনা ও গবেষণার পাশাপাশি ড. রোস্তম আলী বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহ্‌রাওয়ার্দী হল ও শাহ্ মাখদুম হলের হাউস টিউটর, প্রকৌশল অনুষদের নির্বাচিত ডিন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।

এম রোস্তম আলী ২০১৮ সালের ৭ মার্চ থেকে ২০২২ সালের ৬ মার্চ পর্যন্ত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[৩][৫][৬]

গবেষণা ও প্রকাশনা সম্পাদনা

রোস্তম আলী দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে ৩৫টির বেশি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশ করেছেন। তিনি দেশ-বিদেশের উল্লেখযোগ্য সংখ্যক সম্মেলনে যোগদান ও গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া তিনি স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণা তত্ত্বাবধান করেন।[৩]

সদস্যপদ সম্পাদনা

তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর দ্যা এডভান্সমেন্ট অব সায়েন্স এবং বাংলাদেশ কেমিক্যাল সোসাইটিসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সক্রিয় সদস্য।[৩]

পুরস্কার ও সম্মাননা সম্পাদনা

রোস্তম আলী শিক্ষা ও গবেষণার জন্য জেএএসএসও ফেলোশিপ, জেএসপিএস ফেলোশিপ, ইউনেস্কো ফেলোশিপ, কমনওয়েলথ অ্যাকাডেমিক স্টাফ ফেলোশিপ ও মনবুশো স্কলারশিপসহ বেশ কয়েকটি ফেলোশিপ ও স্কলারশিপ লাভ করেন।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "পাবিপ্রবির নতুন উপাচার্য ড. রোস্তম আলী"সমকাল। ৮ মার্চ ২০১৮। ৯ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২১ 
  2. "পাবিপ্রবির নতুন ভিসি ড. হাফিজা খাতুন"বাংলাদেশ প্রতিদিন। ১৩ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০২২ 
  3. "CURRICULUM VITAE - PROFESSOR DR. M. ROSTOM ALI" [জীবন বৃত্তান্ত – অধ্যাপক ড. এম. রোস্তম আলী] (পিডিএফ)পাবিপ্রবি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২১ 
  4. "পাবিপ্রবিতে নতুন উপাচার্য : সকালে নিয়োগ, দুপুরে কাজে"এনটিভি অনলাইন। ৭ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২১ 
  5. "পাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক এম রোস্তম আলী"জাগোনিউজ২৪.কম। ৭ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২১ 
  6. "উপাচার্য নেই এক মাস, বেতন বন্ধ, বাড়ছে সেশনজট"প্রথম আলো। ৬ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০২২