বাংলাদেশ রসায়ন সমিতি

বাংলাদেশ কেমিক্যাল সোসাইটি বা বাংলাদেশ রসায়ন সমিতি হলো রসায়নবিদদের একটি সংগঠন।[১]

বাংলাদেশ রসায়ন সমিতি
গঠিত১৯৭৩
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা
ওয়েবসাইটBangladesh Chemical Society

ইতিহাস সম্পাদনা

১৯৭২ সালে মোকাররম হুসেন খুন্দকার বাংলাদেশ কেমিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা কাউন্সিলের অধ্যাপকগণও অন্তর্ভুক্ত ছিলেন। বাংলাদেশের রসায়নবিদ ও রাসায়নিক প্রযুক্তিবিদদের রসায়ন শিক্ষা ও গবেষণা এবং শিল্প ও প্রযুক্তি উৎপাদনের মান উন্নয়ন এবং তাদের সার্বিক কল্যাণ সাধন এই সংগঠনের লক্ষ্য।এটি রসায়নবিদদের নিয়ে সম্মেলন ও সেমিনার আয়োজন করে থাকে। সমিতি থেকে বার্ষিক একাডেমিক জার্নাল প্রকাশ করে এবং বাংলাদেশী রসায়নবিদদের উল্লেখযোগ্য গবেষনাপত্রকে পুরস্কার দেয়। [২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Bangladesh Chemical Society"facs-as.org। Federation of Asian Chemical Societies। ২০ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৮ 
  2. এস.জেড হায়দার (২০১২)। "বাংলাদেশ রসায়ন সমিতি"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743