এখনই সময় (১৯৮০-এর চলচ্চিত্র)

(এখনই সময় থেকে পুনর্নির্দেশিত)

এখনই সময় ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী বাংলা ভাষার সামাজিক চলচ্চিত্র[২] ছায়াছবিটি পরিচালনা করেছেন আবদুল্লাহ আল মামুন[৩] এর কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই।[৪] এতে প্রধান চরিত্রে অভিনয় করেন আবদুল্লাহ আল মামুন ববিতা, উজ্জ্বল, আবুল খায়ের প্রমুখ। এই চলচ্চিত্রের জন্য ১৯৮০ সালে পরিচালক আবদুল্লাহ আল মামুন শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।

এখনই সময়
পরিচালকআবদুল্লাহ আল মামুন
প্রযোজকআফজালুর রহমান
চিত্রনাট্যকারআবদুল্লাহ আল মামুন
কাহিনিকারআবদুল্লাহ আল মামুন
শ্রেষ্ঠাংশে
সুরকারশেখ সাদী খান
চিত্রগ্রাহকরফিকুল বারী চৌধুরী
পরিবেশকএলকিউএম প্রডাকশনস
মুক্তি৪ জুলাই ১৯৮০[১]
দেশবাংলাদেশ
ভাষাবাংলা ভাষা

কাহিনী সংক্ষেপ সম্পাদনা

আবদুল্লাহ আল মামুন একজন প্রগতিশীল যুবক। সমাজের নানা কাজে সময় বের করতে গিয়ে নিজের স্ত্রীর কথাও ভুলে যান। নিজের স্ত্রীর রোজগারে চলেন। কিন্তু একসময় স্ত্রীর কাছে হাত পাততে লজ্জা বোধ করেন। এতে করে আর্থিক সংকটে পড়েন। স্ত্রী অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার টাকাও থাকে না তার কাছে। তখন সমাজের নষ্ট মানুষদের সঙ্গে মিশে বড়লোক হন। কিন্তু শ্রমিকদের বিক্ষোভে সময় সাধারণ মানুষের হাতে মারা যান।

শ্রেষ্ঠাংশে সম্পাদনা

সঙ্গীত সম্পাদনা

এখনই সময় চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন শেখ সাদী খান। গীত রচনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান। গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, আবিদা সুলতানা, ও প্রণব ঘোষ

পুরস্কার সম্পাদনা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Movie List 1980"বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. তপন বাগচী (১ ডিসেম্বর ২০০৮)। "বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে কিছু জানা কথা"বিডিনিউজ। ৩০ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৬ 
  3. "History of Bangladeshi Film [বাংলাদেশী চলচ্চিত্রের ইতিহাস]"চলচ্চিত্র.কম। ৫ অক্টোবর ২০০৭। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৬ 
  4. "'এখনই সময়' এবং তিনি"দৈনিক সমকাল। ১৩ জুলাই ২০১২। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ সম্পাদনা

ইন্টারনেট মুভি ডেটাবেজে এখনই সময় (ইংরেজি)