উয়েফা ইউরো ২০২০ গ্রুপ ই

উয়েফা ইউরো ২০২০-এর গ্রুপ ই-এর সকল ম্যাচ ২০২১ সালের ১৪ হতে ২৩শে জুন তারিখ পর্যন্ত রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের ক্রেস্তভস্কি স্টেডিয়াম এবং স্পেনের সেভিয়ার লা কার্তুহা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।[১] এই গ্রুপে এই আসরের অন্যতম আয়োজক ও এই প্রতিযোগিতার অন্যতম সফল দল স্পেন, সুইডেন, পোল্যান্ড এবং স্লোভাকিয়া একে অপরের মুখোমুখি হয়েছে।[২]

স্পেনের সেভিয়ায় অনুষ্ঠিতব্য ম্যাচগুলো মূলত বিলবাওয়ের সান মামেস স্টেডিয়ামে এবং রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিতব্য প্রজাতন্ত্রী আয়ারল্যান্ডের ডাবলিনের আভিভা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে, কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর কারণে দর্শকদের ইপস্থিতি সম্পর্কে প্রতিশ্রুতির অভাবে, উয়েফা ২০২১ সালের ২৩শে এপ্রিল তারিখে এক ঘোষণায় জানিয়েছিল যে বিলবাওয়ে নির্ধারিত ম্যাচগুলো সেভিয়ায় এবং ডাবলিনে নির্ধারিত গ্রুপ পর্বের ম্যাচগুলো সেন্ট পিটার্সবার্গে স্থানান্তর করা হয়েছে।[৩]

দল সম্পাদনা

অব দল পাত্র পদ্ধতি তারিখ অংশগ্রহণ সর্বশেষ সেরা সাফল্য বাছাইপর্বে
অবস্থান
[টীকা ১]
র‍্যাঙ্কিংয়ে অবস্থান
(মে ২০২১ অনুযায়ী)
ই১   স্পেন (আয়োজক) গ্রুপ এফ চ্যাম্পিয়ন ১৫ অক্টোবর ২০১৯ ১১তম ২০১৬ চ্যাম্পিয়ন (১৯৬৪, ২০০৮, ২০১২)
ই২   সুইডেন গ্রুপ এফ রানার-আপ ১৫ নভেম্বর ২০১৯ ৭ম ২০১৬ সেমি-ফাইনাল (১৯৯২) ১৭ ১৮
ই৩   পোল্যান্ড গ্রুপ জি চ্যাম্পিয়ন ১৩ অক্টোবর ২০১৯ ৪র্থ ২০১৬ কোয়ার্টার-ফাইনাল (২০১৬) ২১
ই৪   স্লোভাকিয়া প্লে-অফ পথ বি চ্যাম্পিয়ন ১২ নভেম্বর ২০২০ ২য় ২০১৬ ১৬ দলের পর্ব (২০১৬) ২২ ৩৬

টীকা

  1. এই অবস্থানগুলো ২০১৯ সালের নভেম্বর মাস অনুযায়ী, কেননা নভেম্বর মাসে ইউরোপীয় বাছাইপর্বের সামগ্রিক অবস্থান চূড়ান্ত ড্রয়ের জন্য পাত্র নির্ধারণ করতে ব্যবহৃত হয়েছিল।

পয়েন্ট টেবিল সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  সুইডেন +২ নকআউট পর্বে উত্তীর্ণ
  স্পেন (H) +৫
  স্লোভাকিয়া −৫
  পোল্যান্ড −২
উৎস: উয়েফা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: গ্রুপ পর্বের টাইব্রেকার
(H) স্বাগতিক।

১৬ দলের পর্বে,[৪]

  • গ্রুপ ই-এর প্রথম স্থান অধিকারী দল (সুইডেন) গ্রুপ সি-এর তৃতীয় স্থান অধিকারী দলের (ইউক্রেন) মুখোমুখি হবে।
  • গ্রুপ ই-এর দ্বিতীয় স্থান অধিকারী দল (স্পেন) গ্রুপ ডি-এর দ্বিতীয় স্থান অধিকারী দলের (ক্রোয়েশিয়া) মুখোমুখি হবে।

ম্যাচ সম্পাদনা

নিম্নে তালিকাভুক্ত ম্যাচগুলোর সময় মধ্য ইউরোপীয় গ্রীষ্মকালীন সময় অনুযায়ী উল্লেখ করা হয়েছে (ইউটিসি+২)। সেন্ট পিটার্সবার্গের অনুষ্ঠিত ম্যাচের জন্য স্থানীয় সময় (এমএসকে, ইউটিসি+৩) উল্লেখ করা হয়েছে।

পোল্যান্ড বনাম স্লোভাকিয়া সম্পাদনা

 
 
 
 
 
 
 
 
 
 
পোল্যান্ড[৬]
 
 
 
 
 
 
 
 
 
স্লোভাকিয়া[৬]
গো ভয়চেখ শ্চেসনি
রা.ব্যা. ১৮ বার্তশ বেরেশিনস্কি
সে.ব্যা. ১৫ কামিল গ্লিক
সে.ব্যা. ইয়ান বেদনারেক
লে.ব্যা. ১৩ মাচেই রিবুস   ৭৪'
সে.মি. কারোল লিনেত্তি   ৭৪'
সে.মি. ১০ জেগজ ক্রিখোভিয়াক   ২২'   ৬২'
সে.মি. ১৪ মাতেউশ ক্লিখ   ৮৫'
রা.ফ. ২১ কামিল ইয়জভিয়াক
সে.ফ. রবের্ত লেভানদোভস্কি (অধি:)
লে.ফ. ২০ পিয়ত্র জিলিনস্কি   ৮৫'
বদলি খেলোয়াড়:
১৯ পশেমিস্লাভ ফ্রাঙ্কোভস্কি   ৭৪'
২৬ তিমোতেউশ পুখাচ   ৭৪'
১৬ ইয়াকুব মদের   ৮৫'
১১ কারোল সভিদেরস্কি   ৮৫'
ম্যানেজার:
  পাওলো সুসা
গো মার্তিন দুব্রাভকা
রা.ব্যা. পেতের পেকারিক   ৭৯'
সে.ব্যা. লিয়বমির শাতকা
সে.ব্যা. ১৪ মিলান স্ক্রিনিয়ার
লে.ব্যা. ১৫ তমাশ হুবচান   ২০'
রা.মি. ১৮ লুকাশ হারাসলিন   ৮৭'
সে.মি. ১৯ ইয়ুরাই কুৎস্কা
সে.মি. ২৫ ইয়াকুব রমাদা   ৭৯'
লে.মি. ২০ রবের্ত মাক   ৮৭'
সে.স্ট্রা. ১৭ মারেক হামশিক (অধি:)
সে.ফ. অন্দ্রেই দুদা   ৯০+২'
বদলি খেলোয়াড়:
১৩ পাত্রিক রশভস্কি   ৭৯'
২৪ মার্তিন কসচেলনিক   ৭৯'
২১ মিখাল দিয়ুরিশ   ৮৭'
১০ তমাশ সুসলভ   ৮৭'
ইয়ান গ্রেগুশ   ৯০+২'
ম্যানেজার:
  স্টেফান তারকোভিচ

ম্যান অব দ্য ম্যাচ:
মিলান স্ক্রিনিয়ার (স্লোভাকিয়া)[৭]

সহকারী রেফারি:[৬]
রাদু গিঙ্গুলেয়াক (রোমানিয়া)
সেবাস্তিয়ান গেয়র্গে (রোমানিয়া)
চতুর্থ রেফারি:
ইস্তভান কোভাচস (রোমানিয়া)
সংরক্ষিত সহকারী রেফারি:
ভাসিলে মারিনেস্কু (রোমানিয়া)
ভিডিও সহকারী রেফারি:
মার্কো দি বেল্লো (ইতালি)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
জেরোম ব্রিসার (ফ্রান্স)
ফিলিপ্পো মেলি (ইতালি)
মাসসিমিলিয়ানো ইররাতি (ইতালি)

স্পেন বনাম সুইডেন সম্পাদনা

স্পেন  ০–০  সুইডেন
প্রতিবেদন
 
 
 
 
 
 
 
 
 
 
স্পেন[৯]
 
 
 
 
 
 
 
 
 
 
সুইডেন[৯]
গো ২৩ উনাই সিমোন
রা.ব্যা. মার্কোস ইয়োরেন্তে
সে.ব্যা. ২৪ এমেরিক লাপোর্ত
সে.ব্যা. পাও তোরেস
লে.ব্যা. ১৮ জর্দি আলবা (অধি:)
সে.মি. কোকে   ৮৭'
সে.মি. ১৬ রোদ্রি   ৬৬'
সে.মি. ২৬ পেদ্রি
রা.ফ. ১১ ফেরান তোরেস   ৭৪'
সে.ফ. আলভারো মোরাতা   ৬৬'
লে.ফ. ১৯ দানি ওলমো   ৭৪'
বদলি খেলোয়াড়:
১০ থিয়াগো   ৬৬'
২২ পাবলো সারাবিয়া   ৬৬'
২১ মিকেল ওয়ারসাবাল   ৭৪'
জেরার্ত মোরেনো   ৭৪'
১৭ ফাবিয়ান রুইস   ৮৭'
ম্যানেজার:
  লুইস এনরিকে
গো রবিন ওলসেন
রা.ব্যা. মিকায়েল লুস্তিগ   ৫৫'   ৭৫'
সে.ব্যা. ভিক্তর লিন্দেলফ
সে.ব্যা. ২৪ মার্কুস দানিয়েলসন
লে.ব্যা. লুদভিগ আউগুস্তিনসন
রা.মি. সেবাস্তিয়ান লারসন (অধি:)
সে.মি. ২০ ক্রিস্তোফার ওলসন   ৮৪'
সে.মি. আলবিন একদাল
লে.মি. ১০ এমিল ফশবার্গ   ৮৪'
সে.ফ. মার্কুস বার্গ   ৬৯'
সে.ফ. ১১ আলেক্সান্দার ইসাক   ৬৯'
বদলি খেলোয়াড়:
২২ রবিন কুয়েসন   ৬৯'
১৭ ভিক্তর ক্লাসন   ৬৯'
১৬ এমিল ক্রাফথ   ৭৫'
২৬ ইয়েন্স কায়ুস্তে   ৮৪'
পিয়ের বেংতসন   ৮৪'
ম্যানেজার:
  ইয়ানে আন্দারসন

ম্যান অব দ্য ম্যাচ:
ভিক্তর লিন্দেলফ (সুইডেন)[৭]

সহকারী রেফারি:[৯]
তোমাশ ক্লানচনিক (স্লোভেনিয়া)
আন্দ্রাশ কোভাচিচ (স্লোভেনিয়া)
চতুর্থ রেফারি:
দাভিদে মাসসা (ইতালি)
সংরক্ষিত সহকারী রেফারি:
স্তেফানো আলাসসিও (ইতালি)
ভিডিও সহকারী রেফারি:
বাস্টিয়ান ডানকার্ট (জার্মানি)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
ক্রিস কাভানাগ (ইংল্যান্ড)
লি বেটস (ইংল্যান্ড)
কেভিন ব্লম (নেদারল্যান্ডস)

সুইডেন বনাম স্লোভাকিয়া সম্পাদনা

 
 
 
 
 
 
 
 
 
 
সুইডেন[১১]
 
 
 
 
 
 
 
 
 
স্লোভাকিয়া[১১]
গো রবিন ওলসেন
রা.ব্যা. মিকায়েল লুস্তিগ
সে.ব্যা. ভিক্তর লিন্দেলফ
সে.ব্যা. ২৪ মার্কুস দানিয়েলসন
লে.ব্যা. লুদভিগ আউগুস্তিনসন   ৮৮'
রা.মি. সেবাস্তিয়ান লারসন (অধি:)
সে.মি. ২০ ক্রিস্তোফার ওলসন   ২৩'   ৬৪'
সে.মি. আলবিন একদাল   ৮৮'
লে.মি. ১০ এমিল ফশবার্গ   ৯০+৩'
সে.ফ. মার্কুস বার্গ   ৬৪'
সে.ফ. ১১ আলেক্সান্দার ইসাক
বদলি খেলোয়াড়:
১৭ ভিক্তর ক্লাসন   ৬৪'
২২ রবিন কুয়েসন   ৬৪'
১৩ গুস্তাভ সভেনসন   ৮৮'
পিয়ের বেংতসন   ৮৮'
১৬ এমিল ক্রাফথ   ৯০+৩'
ম্যানেজার:
  ইয়ানে আন্দারসন
গো মার্তিন দুব্রাভকা   ৭৬'
রা.ব্যা. পেতের পেকারিক   ৬৪'
সে.ব্যা. লিয়বমির শাতকা
সে.ব্যা. ১৪ মিলান স্ক্রিনিয়ার
লে.ব্যা. ১৫ তমাশ হুবচান   ৮৪'
সে.মি. ১৯ ইয়ুরাই কুৎস্কা
সে.মি. ১৩ পাত্রিক রশভস্কি   ৮৪'
রা.উ. ২৪ মার্তিন কসচেলনিক
অ্যা.মি. ১৭ মারেক হামশিক (অধি:)   ৭৭'
লে.উ. ২০ রবের্ত মাক   ৭৭'
সে.ফ. অন্দ্রেই দুদা   ৮০'
বদলি খেলোয়াড়:
১৮ লুকাশ হারাসলিন   ৬৪'
ভ্লাদিমির ভাইস   ৮৭'   ৭৭'
১১ লাশলো বেনেস   ৭৭'
২১ মিখাল দিয়ুরিশ   ৮৪'
১৬ দাভিদ হানৎস্কো   ৮৪'
ম্যানেজার:
  স্টেফান তারকোভিচ

ম্যান অব দ্য ম্যাচ:
আলেক্সান্দার ইসাক (সুইডেন)[৭]

সহকারী রেফারি:[১১]
ইয়ান সাইডেল (জার্মানি)
রাফায়েল ফল্টিন (জার্মানি)
চতুর্থ রেফারি:
গেয়র্গি কাভাকভ (বুলগেরিয়া)
সংরক্ষিত সহকারী রেফারি:
মার্তিন মার্গারিতভ (বুলগেরিয়া)
ভিডিও সহকারী রেফারি:
মার্কো ফ্রিৎস (জার্মানি)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
ক্রিস্টিয়ান ডিনগার্ট (জার্মানি)
লি বেটস (ইংল্যান্ড)
স্টুয়ার্ট অ্যাটওয়েল (ইংল্যান্ড)

স্পেন বনাম পোল্যান্ড সম্পাদনা

 
 
 
 
 
 
 
 
 
 
স্পেন[১৩]
 
 
 
 
 
 
 
 
 
 
পোল্যান্ড[১৩]
গো ২৩ উনাই সিমোন
রা.ব্যা. মার্কোস ইয়োরেন্তে
সে.ব্যা. ২৪ এমেরিক লাপোর্ত
সে.ব্যা. পাও তোরেস   ৮১'
লে.ব্যা. ১৮ জর্দি আলবা (অধি:)
সে.মি. কোকে   ৬৮'
সে.মি. ১৬ রোদ্রি   ৯০+৫'
সে.মি. ২৬ পেদ্রি
রা.ফ. জেরার্ত মোরেনো   ৬৮'
সে.ফ. আলভারো মোরাতা   ৮৭'
লে.ফ. ১৯ দানি ওলমো   ৬১'
বদলি খেলোয়াড়:
১১ ফেরান তোরেস   ৬১'
১৭ ফাবিয়ান রুইস   ৬৮'
২২ পাবলো সারাবিয়া   ৬৮'
২১ মিকেল ওয়ারসাবাল   ৮৭'
ম্যানেজার:
  লুইস এনরিকে
গো ভয়চেখ শ্চেসনি
সে.ব্যা. ১৮ বার্তশ বেরেশিনস্কি
সে.ব্যা. ১৫ কামিল গ্লিক
সে.ব্যা. ইয়ান বেদনারেক   ৮৫'
রা.মি. ২১ কামিল ইয়জভিয়াক   ৫৯'
সে.মি. ১৬ ইয়াকুব মদের   ৫৭'   ৮৫'
সে.মি. ১৪ মাতেউশ ক্লিখ   ৩৬'   ৫৫'
লে.মি. ২৬ তিমোতেউশ পুখাচ
রা.উ. ১১ কারোল সভিদেরস্কি   ৬৮'
লে.উ. ২০ পিয়ত্র জিলিনস্কি
সে.ফ. রবের্ত লেভানদোভস্কি (অধি:)   ৯০+৩'
বদলি খেলোয়াড়:
কাৎসপের কোজুয়োভস্কি   ৫৫'
১৯ পশেমিস্লাভ ফ্রাঙ্কোভস্কি   ৬৮'
পাভেল দাভিদোভিচ   ৮৫'
কারোল লিনেত্তি   ৮৫'
ম্যানেজার:
  পাওলো সুসা

ম্যান অব দ্য ম্যাচ:
জর্দি আলবা (স্পেন)[৭]

সহকারী রেফারি:[১৩]
আলেসসান্দ্রো জাল্লাতিনি (ইতালি)
ফাবিয়ানো প্রেতি (ইতালি)
চতুর্থ রেফারি:
স্তেফান ফ্রাপার (ফ্রান্স)
সংরক্ষিত সহকারী রেফারি:
মিকায়েল বের্শেব্রু (ফ্রান্স)
ভিডিও সহকারী রেফারি:
মাসসিমিলিয়ানো ইররাতি (ইতালি)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
মার্কো দি বেল্লো (ইতালি)
ফিলিপ্পো মেলি (ইতালি)
পাওলো ভালেরি (ইতালি)

স্লোভাকিয়া বনাম স্পেন সম্পাদনা

 
 
 
 
 
 
 
 
 
স্লোভাকিয়া[১৫]
 
 
 
 
 
 
 
 
 
 
স্পেন[১৫]
গো মার্তিন দুব্রাভকা
রা.ব্যা. পেতের পেকারিক
সে.ব্যা. লিয়বমির শাতকা
সে.ব্যা. ১৪ মিলান স্ক্রিনিয়ার   ৯০+৪'
লে.ব্যা. ১৫ তমাশ হুবচান
রা.মি. ১৮ লুকাশ হারাসলিন   ৬৯'
সে.মি. ১৯ ইয়ুরাই কুৎস্কা
সে.মি. ২৫ ইয়াকুব রমাদা   ৪৬'
লে.মি. ২০ রবের্ত মাক   ৬৯'
অ্যা.মি. ১৭ মারেক হামশিক (অধি:)   ৯০'
সে.ফ. অন্দ্রেই দুদা   ১২'   ৪৬'
বদলি খেলোয়াড়:
২১ মিখাল দিয়ুরিশ   ৪৬'
২২ স্তানিস্লাভ লবতকা   ৪৬'
ভ্লাদিমির ভাইস   ৬৯'
১০ তমাশ সুসলভ   ৬৯'
১১ লাশলো বেনেস   ৯০'
ম্যানেজার:
  স্টেফান তারকোভিচ
গো ২৩ উনাই সিমোন
রা.ব্যা. সেসার আসপিলিকুয়েতা   ৭৭'
সে.ব্যা. ১২ এরিক গার্সিয়া   ৭১'
সে.ব্যা. ২৪ এমেরিক লাপোর্ত
লে.ব্যা. ১৮ জর্দি আলবা   ৬০'
সে.মি. কোকে
সে.মি. সের্হিও বুস্কেৎস (অধি:)   ৪০'   ৭১'
সে.মি. ২৬ পেদ্রি
রা.ফ. ২২ পাবলো সারাবিয়া
সে.ফ. আলভারো মোরাতা   ৬৬'
লে.ফ. জেরার্ত মোরেনো   ৭৭'
বদলি খেলোয়াড়:
১১ ফেরান তোরেস   ৬৬'
১০ থিয়াগো   ৭১'
পাও তোরেস   ৭১'
২০ আদামা ত্রায়োরে   ৭৭'
২১ মিকেল ওয়ারসাবাল   ৭৭'
ম্যানেজার:
  লুইস এনরিকে

ম্যান অব দ্য ম্যাচ:
সের্হিও বুস্কেৎস (স্পেন)[৭]

সহকারী রেফারি:[১৫]
সান্ডার ভান রোকেল (নেদারল্যান্ডস)
এরউইন জিনস্ট্রা (নেদারল্যান্ডস)
চতুর্থ রেফারি:
স্তেফান ফ্রাপার (ফ্রান্স)
সংরক্ষিত সহকারী রেফারি:
মিকায়েল বের্শেব্রু (ফ্রান্স)
ভিডিও সহকারী রেফারি:
পল ভান বোকেল (নেদারল্যান্ডস)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
কেভিন ব্লম (নেদারল্যান্ডস)
ক্রিস্টিয়ান গিটেলমান (জার্মানি)
বাস্টিয়ান ডানকার্ট (জার্মানি)

সুইডেন বনাম পোল্যান্ড সম্পাদনা

 
 
 
 
 
 
 
 
 
 
সুইডেন[১৭]
 
 
 
 
 
 
 
 
 
 
পোল্যান্ড[১৭]
গো রবিন ওলসেন
রা.ব্যা. মিকায়েল লুস্তিগ   ৬৮'
সে.ব্যা. ভিক্তর লিন্দেলফ
সে.ব্যা. ২৪ মার্কুস দানিয়েলসন   ১০'
লে.ব্যা. লুদভিগ আউগুস্তিনসন
রা.মি. সেবাস্তিয়ান লারসন (অধি:)
সে.মি. আলবিন একদাল
সে.মি. ২০ ক্রিস্তোফার ওলসন
লে.মি. ১০ এমিল ফশবার্গ   ৭৮'
সে.ফ. ২২ রবিন কুয়েসন   ৫৫'
সে.ফ. ১১ আলেক্সান্দার ইসাক   ৬৮'
বদলি খেলোয়াড়:
২১ দেয়ান কুলুসেভস্কি   ৫৫'
মার্কুস বার্গ   ৬৮'
১৬ এমিল ক্রাফথ   ৬৮'
১৭ ভিক্তর ক্লাসন   ৭৮'
ম্যানেজার:
  ইয়ানে আন্দারসন
গো ভয়চেখ শ্চেসনি
সে.ব্যা. ১৮ বার্তশ বেরেশিনস্কি
সে.ব্যা. ১৫ কামিল গ্লিক   ৮৩'
সে.ব্যা. ইয়ান বেদনারেক
রা.মি. ২১ কামিল ইয়জভিয়াক   ৬১'
সে.মি. ১০ জেগজ ক্রিখোভিয়াক   ৭৪'   ৭৮'
সে.মি. ১৪ মাতেউশ ক্লিখ   ৭৩'
লে.মি. ২৬ তিমোতেউশ পুখাচ   ৪৬'
অ্যা.মি. ১১ কারোল সভিদেরস্কি
অ্যা.মি. ২০ পিয়ত্র জিলিনস্কি
সে.ফ. রবের্ত লেভানদোভস্কি (অধি:)
বদলি খেলোয়াড়:
১৯ পশেমিস্লাভ ফ্রাঙ্কোভস্কি   ৪৬'
২৪ ইয়াকুব শভিয়েসচক   ৬১'
কাৎসপের কোজুয়োভস্কি   ৭৩'
১৭ পশেমিস্লাভ পুয়াখেতা   ৭৮'
ম্যানেজার:
  পাওলো সুসা

ম্যান অব দ্য ম্যাচ:
এমিল ফশবার্গ (সুইডেন)[৭]

সহকারী রেফারি:[১৭]
স্টুয়ার্ট বার্ট (ইংল্যান্ড)
সিমন বেনেট (ইংল্যান্ড)
চতুর্থ রেফারি:
অ্যান্থনি টেইলর (ইংল্যান্ড)
সংরক্ষিত সহকারী রেফারি:
গ্যারি বেসউইক (ইংল্যান্ড)
ভিডিও সহকারী রেফারি:
ক্রিস কাভানাগ (ইংল্যান্ড)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
ক্রিস্টিয়ান ডিনগার্ট (জার্মানি)
লি বেটস (ইংল্যান্ড)
স্টুয়ার্ট অ্যাটওয়েল (ইংল্যান্ড)

শাস্তিমূলক পয়েন্ট সম্পাদনা

গ্রুপ পর্বের খেলা শেষে যদি সামগ্রিক তথ্য ও হেড-টু-হেড ম্যাচের তথ্যের নিয়ম ব্যবহার করার পরও যদি একাধিক দল একই সমতায় থাকে (এবং যদি পেনাল্টি শুট-আউট টাইব্রেকার হিসেবে প্রযোজ্য না হয়), তবে সুশৃঙ্খলভাবে খেলার মাধ্যমে অর্জিত পয়েন্টের উপর ভিত্তি করে দলীয় অবস্থান নির্ধারণ করা হবে। গ্রুপ ম্যাচে প্রাপ্ত হলুদ ও লাল কার্ডের উপর ভিত্তি করে এই পয়েন্ট নির্ণয় করা হবে, যা নিম্নে উল্লেখ করা হয়েছে:[৪]

  • হলুদ কার্ড = ১ পয়েন্ট
  • দুইটি হলুদ কার্ডের ফলে লাল কার্ড = ৩ পয়েন্ট
  • সরাসরি লাল কার্ড = ৩ পয়েন্ট
  • একটি হলুদ কার্ডের পর সরাসরি লাল কার্ড = ৪ পয়েন্ট

উপর্যুক্ত নিয়মের মধ্যে এক ম্যাচে কেবল একজন খেলোয়াড়ের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছিল।

দল ১ম ম্যাচ ২য় ম্যাচ ৩য় ম্যাচ পয়েন্ট
                                   
  সুইডেন −৩
  স্পেন −৪
  স্লোভাকিয়া −৬
  পোল্যান্ড −৯

তথ্যসূত্র সম্পাদনা

  1. "UEFA Euro 2020: 2021 match schedule" [উয়েফা ইউরো ২০২০: ২০২১-এর ম্যাচের সময়সূচী] (পিডিএফ)UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। মে ২০২১। ৭ মে ২০২১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মে ২০২১ 
  2. "UEFA Euro 2020 Group E: Spain, Sweden, Poland, Slovakia" [উয়েফা ইউরো ২০২০ গ্রুপ ই: স্পেন, সুইডেন, পোল্যান্ড, স্লোভাকিয়া]। UEFA.com। ২০২১-০১-২৮। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১১ 
  3. "Change of venues for some UEFA EURO 2020 matches announced" [উয়েফা ইউরো ২০২০-এর কিছু ম্যাচের মাঠ পরিবর্তন বিষয়ক ঘোষণা]। UEFA। ২৩ এপ্রিল ২০২১। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২১ 
  4. "Regulations of the UEFA European Football Championship 2018–20" [উয়েফা ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০১৮–২০-এর নিয়ম]। UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ৯ মার্চ ২০১৮। ১১ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মে ২০২১ 
  5. "Full Time Summary – Poland v Slovakia" [ম্যাচের সারাংশ – পোল্যান্ড বনাম স্লোভাকিয়া] (পিডিএফ)UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ১৪ জুন ২০২১। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২১ 
  6. "Tactical Line-ups – Poland v Slovakia" [ম্যাচের লাইন-আপ – পোল্যান্ড বনাম স্লোভাকিয়া] (পিডিএফ)UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ১৪ জুন ২০২১। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২১ 
  7. "Every EURO 2020 Star of the Match" [উয়েফা ইউরো ২০২০-এর সকল ম্যাচের সেরা খেলোয়াড়]। UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ১১ জুন ২০২১। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২১ 
  8. "Full Time Summary – Spain v Sweden" [ম্যাচের সারাংশ – স্পেন বনাম সুইডেন] (পিডিএফ)UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ১৪ জুন ২০২১। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২১ 
  9. "Tactical Line-ups – Spain v Sweden" [ম্যাচের লাইন-আপ – স্পেন বনাম সুইডেন] (পিডিএফ)UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ১৪ জুন ২০২১। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২১ 
  10. "Full Time Summary – Sweden v Slovakia" [ম্যাচের সারাংশ – সুইডেন বনাম স্লোভাকিয়া] (পিডিএফ)UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ১৮ জুন ২০২১। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২১ 
  11. "Tactical Line-ups – Sweden v Slovakia" [ম্যাচের লাইন-আপ – সুইডেন বনাম স্লোভাকিয়া] (পিডিএফ)UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ১৮ জুন ২০২১। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২১ 
  12. "Full Time Summary – Spain v Poland" [ম্যাচের সারাংশ – স্পেন বনাম পোল্যান্ড] (পিডিএফ)UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ১৯ জুন ২০২১। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২১ 
  13. "Tactical Line-ups – Spain v Poland" [ম্যাচের লাইন-আপ – স্পেন বনাম পোল্যান্ড] (পিডিএফ)UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ১৯ জুন ২০২১। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২১ 
  14. "Full Time Summary – Slovakia v Spain" [ম্যাচের সারাংশ – স্লোভাকিয়া বনাম স্পেন] (পিডিএফ)UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ২৩ জুন ২০২১। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২১ 
  15. "Tactical Line-ups – Slovakia v Spain" [ম্যাচের লাইন-আপ – স্লোভাকিয়া বনাম স্পেন] (পিডিএফ)UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ২৩ জুন ২০২১। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২১ 
  16. "Full Time Summary – Sweden v Poland" [ম্যাচের সারাংশ – সুইডেন বনাম পোল্যান্ড] (পিডিএফ)UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ২৩ জুন ২০২১। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২১ 
  17. "Tactical Line-ups – Sweden v Poland" [ম্যাচের লাইন-আপ – সুইডেন বনাম পোল্যান্ড] (পিডিএফ)UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ২৩ জুন ২০২১। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২১ 

বহিঃসংযোগ সম্পাদনা