পাও ফ্রান্সিস্কো তোরেস

স্পেনীয় ফুটবল খেলোয়াড়

পাও ফ্রান্সিস্কো তোরেস (টেমপ্লেট:IPA-va, স্পেনীয় উচ্চারণ: [ˈpaw ˈtores], ইংরেজি: Pau Torres; জন্ম: ১৬ জানুয়ারি ১৯৯৭; পাও তোরেস নামে সুপরিচিত) হলেন ভিয়ারিয়ালে জন্মগ্রহণকারী একজন স্পেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়[১] তিনি বর্তমানে স্পেনের পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর লা লিগায় ভিয়ারিয়াল এবং স্পেন জাতীয় ফুটবল দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত একজন কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

পাও তোরেস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম পাও ফ্রান্সিস্কো তোরেস
জন্ম (1997-01-16) ১৬ জানুয়ারি ১৯৯৭ (বয়স ২৭)
জন্ম স্থান ভিয়ারিয়াল, স্পেন
উচ্চতা ১.৯১ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ভিয়ারিয়াল
জার্সি নম্বর
যুব পর্যায়
২০০২–২০১৬ ভিয়ারিয়াল
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৬ ভিয়ারিয়াল সি (০)
২০১৬–২০১৮ ভিয়ারিয়াল বি ৬৫ (২)
২০১৭– ভিয়ারিয়াল ২৯ (২)
২০১৮–২০১৯মালাগা (ধার) ৪০ (১)
জাতীয় দল
২০১৯ স্পেন অনূর্ধ্ব-২১ (০)
২০১৯– স্পেন (১)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৯:০৪, ২৩ জুন ২০২০ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৯:০৪, ২৩ জুন ২০২০ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০০২–০৩ মৌসুমে, স্পেনীয় ফুটবল ক্লাব ভিয়ারিয়ালর যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে তোরেস ফুটবল জগতে প্রবেশ করেন এবং এই ক্লাবের হয়ে খেলার মাধ্যমেই নিজের খেলার বিকাশ করেছেন। ২০১৬–০৭ মৌসুমে, প্রথমে ভিয়ারিয়াল সি এবং ভিয়ারিয়াল বি-এর হয়ে খেলার পর পরবর্তীতে ভিয়ারিয়ালের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন শুরু করেন, বালেনসিয়ার হয়ে তিনি এপর্যন্ত ২ মৌসুম অতিবাহিত করেছেন; এই ক্লাবের হয়ে তিনি ২৯ ম্যাচে ২টি গোল করেছেন। মাঝে তিনি এক মৌসুমের জন্য [২]র হয়ে ধারে খেলেছেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "পাও তোরেস"ইএসপিএন এফসি। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২০ 
  2. "ধারে মালাগার হয়ে খেলা"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা