বুলগেরীয় ফুটবল ইউনিয়ন
বুলগেরীয় ফুটবল ইউনিয়ন (বুলগেরীয়: Български Футболен Съюз, ইংরেজি: Bulgarian Football Union; এছাড়াও সংক্ষেপে বিএফএস এবং বিএফইউ নামে পরিচিত) হচ্ছে বুলগেরিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯২৩ সালে বুলগেরীয় ন্যাশনাল স্পোর্টস ফেডারেশনের ফুটবল বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, যা ১৯৪৪ সালের সোভিয়েত আগ্রাসনের আগ পর্যন্ত ছিল। ফুটবল পরিচালনা কমিটি ১৯৪৮ সাল পর্যন্ত কেন্দ্রীয় ফুটবল কমিটি হিসাবে পরিচিত ছিল, রিপাবলিকান বিভাগ ১৯৮৮ সাল থেকে ১৯৬২ সাল পর্যন্ত ফুটবলের জন্য এবং বুলগেরীয় ফুটবল ফেডারেশনের জন্য ১৯৬২ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত কাজ করেছে। ১৯৮৫ সালের ২রা জুন, সংগঠনটির নামকরণ করা হয় বুলগেরীয় ফুটবল ইউনিয়ন, যা আজ পর্যন্ত রয়েছে। এটি প্রতিষ্ঠার ১ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৩১ বছর পর ১৯৫৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর বুলগেরিয়ার রাজধানী সফিয়ায় অবস্থিত।
উয়েফা | |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯২৩[১] |
সদর দপ্তর | সফিয়া, বুলগেরিয়া |
ফিফা অধিভুক্তি | ১৯২৪[১] |
উয়েফা অধিভুক্তি | ১৯৫৪ |
সভাপতি | মিখাইল কাসাবভ |
সহ-সভাপতি | |
ওয়েবসাইট | www |
এই সংস্থাটি বুলগেরিয়ার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে প্রথম পেশাদার ফুটবল লীগ, বুলগেরীয় কাপ এবং বুলগেরীয় সুপার কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে বুলগেরীয় ফুটবল ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করছেন মিখাইল কাসাবভ এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন বরিস্লাভ পপভ।
কর্মকর্তা
সম্পাদনা- ৬ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | মিখাইল কাসাবভ |
সহ-সভাপতি | আতানাস ফুরনাদশিয়েভ |
এমিল কোস্তাদিনভ | |
রুমিয়ান ভালকভ | |
সাধারণ সম্পাদক | বরিস্লাভ পপভ |
কোষাধ্যক্ষ | এভা পারভানোভা |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | রিস্তো জাপ্রিয়ানভ |
প্রযুক্তিগত পরিচালক | লাতচেজার দিমিত্রভ |
ফুটসাল সমন্বয়কারী | দয়চিন বাহোভ |
জাতীয় দলের কোচ (পুরুষ) | গেওর্গি দেরমেন্দঝিয়েভ |
জাতীয় দলের কোচ (নারী) | ত্রোয়ান রাদুলভ |
রেফারি সমন্বয়কারী | রেফারিং বফুনিয়ন |
তথ্যসূত্র
সম্পাদনাআরও পড়ুন
সম্পাদনা- পেটাশেভ, রুমেন (২০০১)। ওয়ার্ল্ড ফুটবল এনসাইক্লোপিডিয়া, প্রথম সংস্করণ। Trud। আইএসবিএন 954-528-500-1।
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (বুলগেরীয়) (ইংরেজি)
- ফিফা-এ বুলগেরীয় ফুটবল ইউনিয়ন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ জানুয়ারি ২০১৯ তারিখে (ইংরেজি)
- উয়েফা-এ বুলগেরীয় ফুটবল ইউনিয়ন (ইংরেজি)