উত্তরফল্গুনী (চন্দ্রনিবাস)
নক্ষত্র
(উত্তর ফল্গুনী থেকে পুনর্নির্দেশিত)
উজ্জ্বল একক তারকা উত্তরফল্গুনী ভারতীয় জ্যোতির্বিজ্ঞানএর ২৮ নক্ষত্রের ১২শ সদস্যা । ঋগ্বেদীয় ঋষিদের দেয়া নাম অর্য্যমা , সৈন্ধান্তিকরা যাকে উত্তরফল্গুনী নামে চিহ্নিত করছে । আধুনিক জ্যোতির্বিজ্ঞান অনুসারে এই নক্ষত্রের তারাটির নাম দানয়িত্রী ।
আকাশে অবস্থান
সম্পাদনাসিংহ নক্ষত্রমন্ডলভুক্ত এর বিস্তৃতি আকাশমন্ডলের ৩৬০ অংশের ১৪৬ অংশ ৪০ কলা(কোণ পরিমাপ একক) থেকে ১৬০ অংশ পর্যন্ত ।
ঋগ্বেদীয় ঋষিদের উত্তরফল্গুনী-চিন্তা
সম্পাদনানর উত্তরফল্গুনী তথা অর্য্যমাকে বলছেন : ' অর্য্যমা সাথে বরুণ মিত্রের দিব্যোজ্জ্বলত্রয় ! যে তোমাদের জন্য অগ্নিকে দূত ক'রে আদিভূত ইন্ধনে আহুতি দেয় সেই মর্ত্য বিশ্বকে জয় করে তার ধনের সাথে '। [১]
তথ্যসূত্র
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনা
২৮
অশ্বিনী • ভরণী • কৃত্তিকা • রোহিণী • মৃগশিরা • আর্দ্রা • পুনর্বসু • পুষ্যা • অশ্লেষা • মঘা • পূর্ব ফল্গুনী • উত্তর ফল্গুনী • হস্তা • চিত্রা • স্বাতী • বিশাখা • অনুরাধা • জ্যেষ্ঠা • মূলা • পূর্বাষাঢ়া • উত্তরাষাঢ়া • অভিজিৎ • শ্রবণা • ধনিষ্ঠা • শতভিষা • পূর্ব ভাদ্রপদ • উত্তর ভাদ্রপদ • রেবতী •