অশ্লেষা
নক্ষত্র
অনতিউজ্জ্বল ৫ তারা মিলে গড়েছে অশ্লেষা নামের ভারতীয় জ্যোতির্বজ্ঞানের ২৮ নক্ষত্রের ৯ম এ সদস্যাকে। প্রাচীন তথা ঋগ্বেদীয় ঋষিদের দেয়া নাম অহি বা সাপ,[১] সৈন্ধান্তিকরা বলে অশ্লেষা। আধুনিক জ্যোতির্বিজ্ঞান অনুসারে এই নক্ষত্রের নাম ঈষিতিনী, মালতিনী, অতিনী, রোদিনী ও পীনোন্নতিনী ।
আকাশে অবস্থান
সম্পাদনাবাসুকি নক্ষত্রমন্ডলভুক্ত অশ্লেষা পৃথিবী থেকে দৃশ্য আকাশমন্ডলের ১০৬ অংশ ৪০ কলা থেকে ১২২ অংশ (16°40'-30° Hydra) পর্যন্ত বিস্তৃত ।
ঋগ্বেদীয় ঋষিদের অশ্লেষা-চিন্তা
সম্পাদনাঋগ্বেদীয় ঋষি ঋজিস্বা অহি তথা সাপ তথা অশ্লেষা নক্ষত্রের বন্দনায় বলছে : ' সূর্যতল্য সুজ্যোতিষ্ক অগ্নিজিভী দ্বিজন্মা ঋতসাপ, সত্যপালক এই দক্ষপিতৃনাগ তার সুমহান তেজোবীথি দেবতাদের সর্বান্তে প্রয়াণ করতে দিয়েছে।[২]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Archived copy"। ৮ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১২।
- ↑ ঋগ্বেদ ৬.৫০.২
২৮
অশ্বিনী • ভরণী • কৃত্তিকা • রোহিণী • মৃগশিরা • আর্দ্রা • পুনর্বসু • পুষ্যা • অশ্লেষা • মঘা • পূর্ব ফল্গুনী • উত্তর ফল্গুনী • হস্তা • চিত্রা • স্বাতী • বিশাখা • অনুরাধা • জ্যেষ্ঠা • মূলা • পূর্বাষাঢ়া • উত্তরাষাঢ়া • অভিজিৎ • শ্রবণা • ধনিষ্ঠা • শতভিষা • পূর্ব ভাদ্রপদ • উত্তর ভাদ্রপদ • রেবতী •