অনতিউজ্জ্বল ৩ তারা মিলে গড়েছে পুষ্যা বা তিষ্যা নামের ভারতীয় জ্যোতির্বজ্ঞানের ২৮ নক্ষত্রের ৮ম এ সদস্যাকে । প্রাচীন তথা ঋগ্বেদীয় ঋষিদের দেয়া নাম ব্রহ্মণস্পতি , বাচস্পতি , বৃহস্পতি ইত্যাদি , সৈন্ধান্তিকরা যাকে পুষ্যা বা তিষ্যা নামে চিহ্নিত করেছে । আধুনিক জ্যোতির্বিজ্ঞান অনুসারে এই নক্ষত্রের নাম Delta (ডেল্টা ক্যাংক্রাই) Gama (গামা ক্যাংক্রাই) Theta (থেটা ক্যাংক্রাই) ।

কর্কট তারামণ্ডলের পুষ্যা

আকাশে অবস্থান

সম্পাদনা

কর্কট নক্ষত্রমন্ডলভুক্ত পুষ্যা বা তিষ্যা পৃথিবী দৃশ্য আকাশমন্ডলের ৩৬০ অংশের ৯৩ অংশ ২০ কলা থেকে ১০৬ অংশ ৪০ কলা (3°20-16°40 Cancri) পর্যন্ত বিস্তৃত । শীতবসন্ত নিশায় এ নক্ষত্রের অনতিদীপ্ত তারাদিবেষ্টিত অগণিত নীহারিকাপুঞ্জের আভাস মনোযোগী দৃষ্টিতে ধরা পড়ে ।

ঋগ্বেদীয় ঋষিদের পুষ্যা/তিষ্যা-চিন্তা

সম্পাদনা

আরও দেখুন

সম্পাদনা

নক্ষত্র (চন্দ্রনিবাস)