উইকিপিডিয়া:এ মাসের নির্বাচিত নিবন্ধ
এ মাসের নির্বাচিত নিবন্ধ বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতায় "এ মাসের নির্বাচিত নিবন্ধ" বা "এ মাসের ভাল নিবন্ধ" নামে একটি অনুচ্ছেদ রয়েছে। এই অনুচ্ছেদে উইকিপিডিয়ার নির্বাচিত বা ভাল নিবন্ধগুলো প্রদর্শন করা হয়, অবশ্যই একসাথে নয়। প্রতি মাসে একটি করে নির্বাচিত বা ভাল নিবন্ধ এই পাতায় স্থান পায়। এ বছরের নির্বাচিত নিবন্ধের মধ্যে যেগুলো প্রধান পাতায় আসার জন্য অপেক্ষা করছে সেগুলোর তালিকা এখানে পাওয়া যাবে। প্রধান পাতায় কখন কোন নিবন্ধ আসবে তা উইকিপিডিয়ার প্রশাসকবৃন্দ নির্ধারণ করেন। আর এ বিষয়ে আলোচনা হয় প্রশাসকদের আলোচনাসভায়। আপনি নতুন কোন নির্বাচিত নিবন্ধকে প্রধান পাতায় স্থান দেয়ার জন্য অনুরোধ করতে পারেন বা অন্য নিবন্ধের এ ধরণের অনুরোধ এবং মনোনয়ন বিষয়ে মন্তব্য করতে পারেন। এজন আপনাকে যেতে হবে এখানে। প্রধান পাতায় আসার জন্য একটি নিবন্ধকে প্রথমে অবশ্যই উইকিপিডিয়ার নির্বাচিত বা ভাল নিবন্ধ হতে হবে। উইকিপিডিয়ার নির্বাচিত নিবন্ধের মনোনয়ন দেয়ার জন্য উইকিপিডিয়া:প্রস্তাবিত নির্বাচিত নিবন্ধ পৃষ্টাটি ব্যবহার করা হয়। নির্বাচিত নিবন্ধ হওয়ার পাশাপাশি এতে এমন বড় একটি ভূমিকাও থাকতে হবে যা প্রধান পাতায় দেয়ার মত। ভাল নিবন্ধগুলোও প্রধান পাতায় আসতে পারে। এ বিষয়ক আলোচনার জন্য দেখুন: উইকিপিডিয়া:এ মাসের ভাল নিবন্ধ। |
নির্বাচিত নিবন্ধ মনোনয়ন সহায়িকা:
|
বাংলা ভাষা আন্দোলন |
|
|
|