উইকিপিডিয়া:অধিকারের আবেদন/সফল/নিরীক্ষক/২০২২


  • অনুরোধের অবস্থা:    সফল

২০১৯ সাল থেকে সম্পাদনা করছি, আমার ২৩০০০+ সম্পাদনা আছে। উইকিপিডিয়ার পঞ্চস্তম্ভ ও WP:নিরীক্ষক, জীবিত ব্যক্তির জীবনী, ধ্বংসপ্রবণতা এবং ব্যক্তিগত আক্রমণ সম্পর্কে আমার ধারণা ও সয়ংক্রিয় পরীক্ষক হিসেবে সম্পাদনার অভিজ্ঞতা রয়েছে। নতুন নিবন্ধ তৈরীর পাশাপাশি ২০২১ হতে ভাল নিবন্ধআজাকি নিবন্ধ (৮০+) নিয়মিত পর্যালোচনা ও প্রধান পাতার জন্য আজাকি টেমপ্লেট তৈরী করে যাচ্ছি। বর্তমানে অমীমাংসিত সম্পাদনা পর্যালোচনা করার জন্য নিরীক্ষক অধিকার ব্যবহার করতে আগ্রহী। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২২) ২০:১১, ১২ জানুয়ারি ২০২২ (ইউটিসি) ‍‍‍[উত্তর দিন]

  করা হয়েছে রিয়াজ (আলাপ) ১৯:১৯, ১৩ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি বাংলা-উইকিপিডিয়ায় মোটামুটি নিয়মিত এবং প্রতিদিন সম্পাদনা করার চেষ্টা করি (শুধু এই দু-তিন দিন ব্যস্ত ছিলাম), অমীমাংসিত সম্পাদনাগুলি পর্যালোচনা করতে ইচ্ছুক (বিশেষ করে আমার নিজের করা কিছু)। অতীতে বেশ কয়েকবার অন্যের করা কিছু অমীমাংসিত সম্পাদনা পরীক্ষা করার পরও পরীক্ষিত হিসেবে চিহ্নিত করার জন্য প্রশাসকগণের কাছে বলেছি, এর থেকে প্রমাণ হয় আমি এই বিষয়টি সম্পর্কে অবগত। এছাড়াও আমার মতে, নিরীক্ষক সুবিধার জন্য উল্লেখিত বিশেষ ৬টি মানদণ্ডসমূহ আমি পূরণ করায় এই অধিকারের জন্য আবারও আবেদন করছি। উল্লেখ্য: স্বয়ংক্রিয় পরীক্ষক অধিকার আমার নেই কারণ আমি নিয়মিত নতুন নিবন্ধ তৈরি করি না, যখন দেখি একটা দুটো তৈরি নেই তখন সেটা করে দিই, আমার মতে বাংলায় অনেক পুরোনো অসম্পূর্ণ নিবন্ধ রয়েছে যাতে কাজ করা উচিত, তাই আমি নিবন্ধ তৈরির থেকে বেশি পুরোনো নিবন্ধের মান উন্নতির জন্য কাজ করে থাকি ( তাও এখন বিশেষ করে মধ্যযুগ সম্পর্কিত)। ধন্যবাদ -- ওহিদ (আলাপ) ২২:০১, ২২ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:৪৯, ২৩ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
অসংখ্য ধন্যবাদ আপনাকে নাহিদসুলতান ভাই, অবশেষে ৩-৪ মাস পরে সম্প্রদায়ের বিশেষ করে আপনার আস্থা অর্জন করতে পেরে নিজেকে খুব ভালো লাগছে। ছোটবেলা থেকেই কারও সাথে আমি কোনদিন ধোঁকাবাজি বা খারাপ আচরণ করিনি, এমন বিষয় যা ছোট থেকেই অপছন্দনীয়। কথা দিচ্ছি ও আশা করছি আপনার এবং সম্প্রদায়ের এই আস্থার ভবিষ্যতে কোনদিন বাজে ফলাফল আপনি দেখতে পাবেন না, এবং আমি একার দ্বারা যতদিন যতটা সম্ভব হবে বাংলা-উইকিপিডিয়ার মান উন্নয়নের কাজটি অব্যাহত রাখতে চেষ্টা করবো। আমার কোন ভুল লক্ষিত হলে নির্দ্বিধায় আমার আলাপ পাতায় বলবেন, আমি কিছু মনে করবো না; বরং ভুল থেকে নিজেকে শুধরাতে চেষ্টা করব যাতে পরবর্তীতে সেই ভুল না হয়। পরিশেষে সম্প্রদায়কে এবং বিশেষ করে দাদা আপনাকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আমার কথাটি শেষ করলাম। এবং আপনার জন্য আমার ভালোবাসা ও শুভেচ্ছা রইল। -- ওহিদ (আলাপ) ১০:০০, ২৩ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি ২০১৪ সাল থেকে উইকিপিডিয়ায় নিয়মিত অবদান রাখছি। আমি নিরীক্ষক অধিকারটির কাজ সম্পর্কে জানি এবং ধ্বংসপ্রবণতা, জীবিত ব্যক্তির জীবনী, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি এবং যাচাইযোগ্যতা সম্পর্কে আমার ধারণা রয়েছে। সুরক্ষিত পাতায় সাবলীল গতিতে অবদান রাখা, অমীমাংসিত সম্পাদনা পর্যালোচনা এবং পুনর্নির্দেশনা ব্যাতীত স্থানান্তরের সুবিধা ব্যবহার করার জন্য এই অধিকারটি আমার প্রয়োজন। আমার একাউন্টে ইতোমধ্যে রোলব্যাক ও স্বয়ংক্রিয় পরীক্ষণ অধিকার রয়েছে। সাজিদ রেজা করিম ০২:৩৬, ১৫ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৪:৩৩, ১৫ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

  • অনুরোধের অবস্থা:    সফল

বটটি যখন কোন নিরীক্ষণ সুরক্ষা যুক্ত নিবন্ধে সম্পাদনা করে তখন এর অবদান অমীমাংসিত হিসেবে প্রদর্শিত হয়। ইন্টারনেট আর্কাইভ বট দীর্ঘদিন ধরে বাংলা সহ বিভিন্ন প্রকল্পে সম্পাদনা করছে এবং এটি খুবই বিশ্বস্ত। বটটি যেহেতু শুধুমাত্র তথ্যসূত্র উদ্ধার নিয়ে কাজ করে তাই আমি এই অ্যাকাউন্টে নিরীক্ষক সুবিধা যোগ করার প্রস্তাব রাখছি, এতে করে এর সম্পাদনাগুলো আর নিরীক্ষা করার প্রয়োজন হবে না। —শাকিল (আলাপ · অবদান) ১৪:৪৮, ২৩ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

  সমর্থনSHEIKH (আলাপন) ১৮:১৩, ২৩ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
  করা হয়েছে -- রিয়াজ (আলাপ) ১৭:২৬, ২৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি উইকিপিডিয়ায় গত এক বছর ধরে যুক্ত আছি। আমি নিয়মিত নিবন্ধ মানোন্নয়ন ও নতুন নিবন্ধ তৈরির চেষ্টা করি। তবে আমি এই কাজের পাশাপাশি অমীমাংসিত সম্পাদনা সম্পাদনা পর্যালোচনা করতে, পুনর্নির্দেশ ছাড়া স্থানান্তর করতে, সুরক্ষিত পাতায় অবদান রাখতে আগ্রহী, তাই আমার উইকিপিডিয়া:নিরীক্ষক অধিকারটি থাকা প্রয়োজন। উল্লেখ্য, আমি নিবন্ধ মানোন্নয়নে কাজ করি বলে আমার নতুন নিবন্ধ সংখ্যা তুলনামুলকভাবে কম। এছাড়াও, আমার উইকিপিডিয়া:স্বয়ংক্রিয় পরীক্ষক অধিকারটি আছে। ধন্যবাদ। কৃষক (আলাপ) ০৩:৩৭, ১ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

  মন্তব্য আপনি নিরীক্ষক হলেও আপনি পূর্ণ সুরক্ষিত পাতায় সম্পাদনা করতে পারবেন না। কেবল প্রশাসকরাই এমন পাতা সম্পাদনাটি করতে পারবেন। আবার অর্ধ-সুরক্ষিত পাতা স্বয়ংনিশ্চিতকৃত যেকোনো ব্যবহারকারীই সম্পাদনা করতে পারবেন। ~ খাত্তাব , , ... ০৮:২৪, ১ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@খাত্তাব হাসান, এখানে আমার কথাটির উদ্দেশ্য হল আধা-সুরক্ষিত পাতায় অপ্রকাশিত সম্পাদনা প্রকাশ/বাতিল করে দিয়ে ঐ পাতায় ব্যবহারকারীর সম্পাদনায় এক ধরণের সাহায্য করে অবদান রাখা। -- কৃষক (আলাপ) ১১:২১, ১ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@FARMER: সুধী, আপনার অবদান পর্যালোচনা করে দেখলাম অন্যের সম্পাদনা পর্যালোচনা করার হার তুলনামূলক কম, এখন পর্যন্ত মাত্র ১৫টি। আপনাকে নতুন নিবন্ধ ও অন্যের সম্পাদনা পর্যালোচনা, সংশোধন, অর্থাৎ নিরীক্ষণ বিষয়ক সম্পাদনায় সক্রিয় হওয়ার অনুরোধ রইলো। কারণ, আপনার আবেদনটি আপাতত স্থগিত রাখলাম। কারণ, নিরীক্ষক, অধিকারটি মূলত নিরীক্ষণ সংক্রান্ত কাজে অবদান রাখা ব্যবহারকারীদের দেওয়া হয়ে থাকে। ভালো অবদান অব্যাহত থাকলে মাসখানেক পর আপনাকে অধিকারটি দেওয়া হবে। ধন্যবাদ রিয়াজ (আলাপ) ১২:০৪, ৬ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
  করা হয়েছে, নিরীক্ষণ সংক্রান্ত অবদান অব্যাহত রাখায় ১ মাস পর অধিকারটি প্রদান করা হলো। রিয়াজ (আলাপ) ০৮:৩২, ২ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]