আশআরি
(আশআরী থেকে পুনর্নির্দেশিত)
আশ'আরি হল সুন্নি ইসলামের অন্তর্গত অন্যতম প্রধান ধর্মতাত্ত্বিক মাজহাব। এর প্রতিষ্ঠাতা হলেন আবুল হাসান আল-আশআরি যিনি সংখ্যাগরিষ্ঠ সুন্নিদের মধ্যে ইতোমধ্যে বিদ্যমান আকীদাগুলোকে একটি সুসংবদ্ধ কালামশাস্ত্রীয় চিন্তাধারায় উপনীত করেন এবং যৌক্তিকতা ও যুক্তিবাদের ওপর গুরুত্বারোপ করেন। আশআরী মতবাদকে মাতুরিদি মতবাদের পাশাপাশি সর্বজনগৃহীত বা অর্থডক্স সুন্নি আকীদা হিসেবে বিবেচনা করা হয়। শাফিঈ ও মালিকি মাজহাবের অনুসারীদের মধ্যে এই মতবাদ অধিক প্রচলিত।
বিশ্বাসসম্পাদনা
আশআরী মতবাদে আল্লাহর ৮ টি বিশেষণকে স্বীকার করা হয়। সেগুলো নিম্নরূপ:
- হায়াত (الحياة) বা জীবন
- কুদরত (القدرة) বা ক্ষমতা
- ইলম (العلم) বা জ্ঞান
- ইরাদা (الإرادة) বা ইচ্ছা
- সামউ (السمع) বা শ্রবণ
- বাসার (البصر) বা দর্শন
- কালাম (الكلام) বা কথা
- তাকবীন (التكوين) বা তৈরি করা।
আশআরীদের তালিকাসম্পাদনা
শাফিসম্পাদনা
- ইমাম গাজ্জালী,
- ফখরুদ্দীন আল রাযি,
- জালালুদ্দীন সুয়ুতী,
- আল-বায়হাকী
- আন-নববী
- ইবনে হাজার আসক্বালানী
- আহমেদ দিদাত
- আবু মনসুর আল-বাগদাদী
- শিহাবুদ্দীন আল কাস্তালানী
- আল-দারাকুতনী
- খতিব বাগদাদী