আলাপ:বাংলাদেশ/সংগ্রহশালা ২

সাম্প্রতিক মন্তব্য: খাত্তাব হাসান কর্তৃক ৬ মাস আগে "সম্পাদনার অনুরোধ, ৫ অক্টোবর ২০২৩" অনুচ্ছেদে
সংগ্রহশালা ১ সংগ্রহশালা ২

ঘুরি সাম্রাজ্য

ঘুরি সাম্রাজ্য ছিল প্রথম মুসলিম সাম্রাজ্য যা বাংলা জয় করেছিল।[৯] The Ghurid Empire extended in the east till Bengal. Could someone add this piece in the article?In addition, the history section does not mention about the Bengal Sultanate and Mughal Bengal at all. Please expand it. If i do it, I am sure you guys will just revert it. Thanks--Plaitmuffs (আলাপ) ১৫:৫৩, ৬ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)

@Plaitmuffs: আপনি কি বাঙালি? বাঙালি হলে অনুগ্রহ করে বাংলায় আপনার অনুরোধ, কথাগুলি লিখে জানান। (সাহায্য:বাংলা টাইপ করা দেখতে পারেন) আফতাবুজ্জামান (আলাপ) ১৯:২৫, ৮ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
I did. We can add the term ghurid ie. ঘুরি বখতিয়ার খলজীর গৌড় জয়ের পরে ও দিল্লি সালতানাত.....--Plaitmuffs (আলাপ) ১৫:৪৪, ১৩ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)

Human history's first industrial revolution was going to occur in Bengal, but England became the one after the Bengal conquest.

The proto-industrialised Mughal Bengal showed signs of the first Industrial revolution,[১][২].

তথ্যসূত্র:

  1. Indrajit Ray (২০১১)। Bengal Industries and the British Industrial Revolution (1757-1857)। Routledge। পৃষ্ঠা 57, 90, 174। আইএসবিএন 978-1-136-82552-1 
  2. Shombit Sengupta, Bengals plunder gifted the British Industrial Revolution, The Financial Express, 8 February 2010

Should this significant informantion be added in Bangla?--Plaitmuffs (আলাপ) ১২:১৪, ৭ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)

Plaitmuffs অনুগ্রহ করে বিস্তারিত বলুন। হ্যাঁ, বাংলায় লিখুন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৩৯, ৮ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
বেঙ্গালি নেটিভ না, দয়া করে এটি অনুবাদ করুন, আমি যদি সবকিছু করি, বাকিরা কি করবে? বাংলা ছিল protoindustrialised। england বিশ্বের প্রথম শিল্পায়িত জাতি হয়ে ওঠে বেঙ্গল এর হস্তক্ষেপ পরে see the lede. আপনি এই সংক্ষেপে উল্লেখ করতে পারেন?--Plaitmuffs (আলাপ) ১৫:৫২, ১৩ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)

সম্পাদনার অনুরোধ, ১৪ জুন ২০২১

There is some mistakes Pŕasàđ9832 (আলাপ) ০৬:১৯, ১৪ জুন ২০২১ (ইউটিসি)

@Pŕasàđ9832: ভুলটি কোথায়, ব্যাখ্যা করে বলবেন কি? — Meghmollar2017আলাপ০৭:২৬, ১৪ জুন ২০২১ (ইউটিসি)
  করা হয়নি। অনুরোধ অবোধগম্য। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৩৩, ১৫ জুন ২০২১ (ইউটিসি)

পাতায় অতিরিক্ত চিত্র সংযোগ প্রসঙ্গে

এই নিবন্ধটিতে অতিরিক্ত চিত্র প্রদর্শিত হয়েছে যা একটি নির্বাচিত নিবন্ধের (বা কোনো মানসম্পন্ন নিবন্ধ) সাথে অসামঞ্জস্যপূর্ণ। ‘বাংলাদেশ’ ধরনের নিবন্ধে তো এটি আরও কদর্য কারণ একটি দেশের নিবন্ধে প্রায় প্রতিটি অনুচ্ছেদ একটি স্বতন্ত্র নিবন্ধের সারসংক্ষেপ (যেমন: অর্থনীতি – বাংলাদেশের অর্থনীতি, সংস্কৃতি – বাংলাদেশের সংস্কৃতি, ইত্যাদি)। তাই প্রতিটি অনুচ্ছেদের জন্য খুব বিস্তারিত ধারণার জন্য দুই-তিনটি চিত্রের একদম-ই প্রয়োজন নেই (তা যতো সুন্দর-ই হোক না কেনো), কারণ সে বিষয়ে বিস্তারিত জানাতে স্বতন্ত্র নিবন্ধ-ই রয়েছে। আমার মতে এই নিবন্ধের পূর্ণাঙ্গ পর্যালোচনা ও নিরীক্ষা প্রয়োজন এবং কোনো অনুচ্ছেদের ক্ষেত্রে মূলত একটি ও ক্ষেত্র বিশেষে সর্বোচ্চ দুইটি চিত্রের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত। উল্লেখ্য, এই নিবন্ধটি একটি নির্বাচিত নিবন্ধ তাই এই বিষয়টি আরও দ্রুত নজর দেওয়া প্রয়োজন, কারণ অতিরিক্ত চিত্রের ব্যবহার স্পষ্টত-ই নির্বাচিত নিবন্ধের নীতিলামার বিরোধী। @Barind: আপনি সম্প্রতি এই নিবন্ধে বেশ কিছু চিত্র যোগ করায় এই আলোচনায় আপনার দৃষ্টি আকর্ষণ করছি। এছাড়াও অভিজ্ঞ ও আগ্রহী সকল সম্পাদকের দৃষ্টিও আকর্ষণ করছি। ধন্যবাদ। — তানভির২১:৩৭, ১১ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)

শুধু সুন্দর্য দেখে নয় বরং প্রাসঙ্গিক বলেই চিত্র সংযোজন করা হয়েছে ! কোন ছবিটা অপ্রাসঙ্গিক আর অতিরিক্ত বলে মনে হচ্ছে জানাবেন আর পুরোনো কিছু ছবি আমি সড়িয়ে দিবো !—Barind (আলাপ) ২১:৪৪, ১১ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)
@Barind: আমি বলছি না চিত্র অপ্রাসঙ্গিক, আমি বলছি প্রাসঙ্গিক চিত্র প্রাসঙ্গিক নিবন্ধে যোগ করে (বিষয়বস্তুর পরিমাণের সাথে সামঞ্জস্য রেখে), এই মূল বাংলাদেশ নিবন্ধে প্রতিটি অনুচ্ছেদের জন্য একটি থেকে সর্বোচ্চ দুইটি চিত্র যোগ করার কথা বলেছি। মূল ইতিহাস অনুচ্ছেদে আটটি চিত্র রয়েছে (বড় বড় ক্যাপশনসহ), যেখানে উপ অনুচ্ছেদে-ই রয়েছে ৭টি। আত্মসমর্পণের চিত্রটি ফেয়ার ইউজের আওতায় যা আসলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিবন্ধের জন্য অপরিহার্য, বাংলাদেশ নিবন্ধের জন্য নয়। উন্মুক্ত নয় এমন চিত্র ব্যবহারের নীতিমালাই হচ্ছে যদি একেবারে অপরিহার্য হয় তবেই ব্যবহার করা যায়। এই অনুচ্ছেদে থাকতে পারে বড়ো জোর দুইটি চিত্র। অর্থনীতি অনুচ্ছেদে ঢাকা ও চট্টগ্রামের চিত্র ছাড়া বাকি সবগুলোই অপ্রাসঙ্গিক। তার বাংলাদেশের অর্থনীতি নিবন্ধে থাকতে পারে, কিন্তু বাংলাদেশ নিবন্ধকে তারা ক্রাউডেড করছে। চিত্রের অতিরিক্ত ব্যবহারের মাধ্যমে (তা যতো প্রাসঙ্গিক-ই হোক না কেনো) একটি নিবন্ধকে কদর্য করা কোনো নির্বাচিত নিবন্ধের বৈশিষ্ট্য না। আমার মূলভাষ্য হচ্ছে, প্রাসঙ্গিক চিত্র অনেক থাকতে পারে, কিন্তু সেটিকে এ নিবন্ধেই থাকতে হবে এমন নয়, আমাদের অবশ্যই ফিল্টারিং করে চিত্র ১-২টিতে সীমাবদ্ধ রাখতে হবে। অনুচ্ছেদ খুব বড়ো হলে সর্বোচ্চ তিনটি। প্রতিটি উপ অনুচ্ছেদ ব্যাখ্যা করতেই চিত্র প্রয়োজন হয় না। — তানভির২২:২২, ১১ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)
আমি এই নিবন্ধের কাজ করার আগে ৩২ টি ছবি ছিল আর সেগুলো কতটা প্রাসঙ্গিক ছিল তও আমরা জানা আছে। এখন মাত্র ৩১টি আছে। ইতিহাস বিভাগে মূর্তির ছবিসহ যা ছিলো তা দেখে নিবেন ! আর প্রতি সেক্শনে সর্বোচ্চ ২ টি ছবি রাখার নিয়ম কে তৈরী করেছে জানাবেন ! ইংরিজে উইকিতেও শুনি নি !! আর তৈরী পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির মেরুদন্ড সেটা বাংলাদেশ ছাড়াই সারা বিশ্ব জানে।—Barind (আলাপ) ২২:৩২, ১১ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)
@Barind: আমার ধারণা আমার মন্তব্য আপনি ব্যক্তিগতভাবে নিচ্ছেন, আমি তো বলিনি সর্বোচ্চ ২টি চিত্র রাখার নিয়ম রয়েছে; আমি এটিও বলিনি সব চিত্র আপনি যোগ করেছেন। আমি আমার মতামত দিয়েছি যে এই নিবন্ধে চিত্রের অতিরিক্ত ব্যবহার হয়েছে যা নির্বাচিত নিবন্ধ হিসেবে এটিকে দৃষ্টিকটু করেছে। সম্পাদকরা আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন, আর এ সম্পাদকদের একটি অংশ আপনিও। আমি তাই আমার মতামত ব্যক্তিগতভাবে না নিয়ে গঠনমূলকভাবে নিয়ে আলোচনা করার অনুরোধ করছি। আর আমাদের পাশাপাশি অন্যদেরও মতামত রাখার অনুরোধ করছি। আমাদের কাছে অনেক কিছুই প্রাসঙ্গিক লাগতে পারে, কিন্তু সেগুলো যোগ করতে গিয়ে অতিরিক্ত ব্যবহারের ফলে কদর্য করা অনুচিত। সব দিকে একটি ভারসাম্য রাখা প্রয়োজন। — তানভির২২:৪৭, ১১ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)
@Wikitanvir:যখন প্রসঙ্গ বাংলাদেশ তখন সবকিছুই আমার কাছে ব্যক্তিগত। তাই দেশ থেকে হাজার মাইল দূরে, গুগল ট্রান্সলেটের দিয়ে বাংলা লিখে এই পেজ এ কাজ করেছি। রাষ্ট্র ও জাতীয় ভাষা বাংলা তারপরও ইংরেজি নিবন্ধটি থেকেও বাংলা নিবন্ধটি উন্নত মনে হয়নি ! যাই হউক আলোচনার জন্যই প্রশ্ন, ব্যক্তিগত কোনো রাগ বিরাগ থেকে নয়। আমার যতটুকু করার করলাম। ভালো থাকবেন !—Barind (আলাপ) ২২:৫৮, ১১ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)
@Barind: সফটওয়্যার ছাড়াই বাংলা লিখতে সাহায্য:বাংলা টাইপ করা দেখুন। এখন পূর্বে যে কয়টি ছিল তার অনেকগুলি সরিয়ে ফেলা হয়েছে দেখছি। আমার মতে কিছু ক্ষেত্রে পাশাপাটি দুটি চিত্র না দিয়ে একটির নিচে একটি করে দিলে ভালো দেখায় (অবশ্য তা অনুচ্ছেদের আকারের উপর নির্ভর করে)। আমরা বাঙালিরা যদি বাংলা উইকিতে না করি তবে কে করবে বলুন, অন্য উইকি থেকে কোন বিদেশী এসে করবে না। তাই বাংলা উইকিকে সাহায্যের জন্য ধন্যবাদ। আশা করি অন্য নিবন্ধেও সাহায্য করবেন। --আফতাবুজ্জামান (আলাপ) ২৩:০৬, ১১ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)

বাংলাদেশ নিবন্ধে ছবি অতিরিক্ত আছে কি কম আছে সে বিষয়ে এখনই মন্তব্য করছি না। তবে যৌক্তিকীকরণের সুযোগ আছে। এ বিষয়ে কিছু অভিমত তুলে ধরছি। দয়া করে বিবেচনা করুন। (ক) নওগাঁর পাহাড়পুরের প্রাচীন বৌদ্ধপীঠের ধ্বংস স্তুপ, বগুড়ার মহাস্থানগড়ের একাংশ এবং একাদশ শতাব্দীর বুদ্ধ মূর্তি - এই তিনটি বঙ্গে বৌদ্ধ শাসনের প্রতীক। নিচে আরো একটি আছে যথা বগুড়ার মহাস্থানগড়। এ চারটি থেকে একটি রাখাই সমীচীন। পরিবর্তে বৌদ্ধ শাসনামলে বঙ্গ নামে নিবন্ধ লেখা দরকার। পরিবর্তে হিন্দু শাসনামলের ও সুলতানী আমলের প্রতীক সংযোজন করা যেতে পারে।
(খ) বাংলার প্রথম স্বাধীন সাম্রাজ্য গৌড় রাজ্য এর মানচিত্র এবং ৫৫১ খ্রিস্টাব্দে বঙ্গ (প্রাচীন রাজ্য) মহাজনপদ — উভয়টি বাদ দেয়া যায়। এদের স্থান হবে প্রাচীন বাংলার ইতিহাস নামীয় নিবন্ধে। আমাদের মনে রাখতে হবে যে এই নিবন্ধটি আধুনিক বঙ্গের একটি অংশ নিয়ে যার নাম বাংলাদেশ।
(গ) আহসান মঞ্জিলের ছবিটি উনবিংশ শতাব্দীর ঢাকার ইতিহাসের প্রতীক হিসাবে থাকতে পারে।
(ঘ) পলাশীর যুদ্ধের শেষে মীরজাফর ও লর্ড ক্লাইভের সাক্ষাৎ, ফ্রান্সিস হেম্যান (১৭৬২) - এই ছবিটি স্পষ্টতঃ অপ্রসাঙ্গিক। এটি যাবে ব্রিটিশ শাসনে বঙ্গ নামীয় নিবন্ধে।
(ঙ) লালবাগের কেল্লার মোগল আমলের ঢাকার প্রতীক হিসাবে থাকতে পারে।
(চ) ১৯৫৩ সালে মওলানা ভাসানীর পাশে শেখ মুজিবুর রহমানের ছবিটি এই নিবন্ধে প্রাসঙ্গিক নয়।
(ছ) ১৬ ডিসেম্বরে সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানের আত্মসমর্পনের ছবিটি গুরুত্বপূর্ণ, অবশ্যই থাকবে।
(জ) শহীদ মিনারে ছবিটি একদিকে ঐতিহাসিক, অন্যদিকে আধুনিক সংস্কৃতির প্রতীক। অবশ্যই থাকবে।
(ঝ) কৃত্রিম উপগ্রহ থেকে তোলা বাংলাদেশের আলোকচিত্র অপ্রাসঙ্গিক। বাদ যাবে।
(ঞ) Urban-Rural Population and Land Area Estimates 2010 ছবিটি অর্থনীতি বা জনমিতিক অন্য কোনো ছবি/গ্রাফ দিয়ে প্রতিস্থাপন করলে ভালো হবে। (ট) তিনটি বিশ্ববিদ্যালয়ের ছবি আছে। একটি বিশ্ববিদ্যালয়ের ছবিই যথেষ্ট। আমাদের লেখঅপড়ার অবস্থা খুবই খারাপ। কার্জন হলের ঐতিহাসিক ছবিটিই থাকুক। (ঠ) স্বাস্থ্যখাতে একটি প্রাসঙ্গিক ছবি প্রয়োজন। অথবা, নারী স্বাধীনতার প্রতীক কোনো ছবি।
(ড) বাংলাদেশের সামরিক বাহিনী অংশের জন্য কোনো ছবি আবশ্যক নয়।
(ঢ) বাংলাদেশের খনিজ সম্পদের মানচিত্র বাদ দিলে এ নিবন্ধের অঙ্গ হানি হয় না। কারণ বাংলাদেশের খনিজ সম্পদ সামান্য।
(ণ) জাতীয় পতাকা, কাজী নজরুল, সংসদ ভবন, পাট, ধানক্ষেত, রিকশা, রেডিমেইড গার্মেন্টস, সবুজ পাসপোর্ট, কক্সবাজার, সুন্দরবন, লুঙ্গি, ক্রিকেট, পুতুল, নৌকা, একটি ডাকটিকেট, একটি মুদ্রা, — এগুলো বিংশ শতাব্দীর বাংলাদেশের প্রতীক। এগুলোর মধ্যে যেগুলো নেই সেগুলো সংযোজন করতে হবে। তবে জাতীয় পতাকার অতিরিক্ত ছবির দরকার নেই।
(ত) পরিবর্তে যে সকল ছবি সংযোজন করা দরকার: ১. ঈদের প্রতীক কোলাকুলির ছবি, ২. জয়নুল আবেদীনের আঁকা একটি ছবি, ৩. একটি প্রাণী, ইলিশ মাছ ও একটি পাখীর ছবি, ৪. বুড়িগঙ্গায় লঞ্চ, ৫. রাষ্ট্রপতির দপ্তর বঙ্গভবন, ৬. কাজী নজরুল ও অধ্যাপক ইউনূসের সঙ্গে হুমায়ূন আহমেদের ছবি প্রাসঙ্গিক, ৭. একটি মসজিদ, ৮. হাতির ছিল, ৯. প্রাচীন বই বা মুদ্রণযন্ত্র, ১০. রাজশাহীর আম, ১১. সিলেটের চা বাগান, ১২. চিংড়ী মাছের কারখানা, ১৩. হাডুডু খেলা, ১৪. জামদানী শাড়ী বয়ন, (থ) বাংলা বর্ণমালা (দ) কুরবানীর হাট, (ধ) মিষ্টির দোকানের ছবি এবং (ন) জায়গায় কুলালে মসলিন।
Faizul Latif Chowdhury (আলাপ) ১৩:৪৪, ৬ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)

ভালো নিবন্ধ পর্যালোচনা

আমি {{নিবন্ধ ইতিহাস}} ব্যবস্থাপনার সময় লক্ষ্য করলাম এতে ভালো নিবন্ধ পর্যালোচনার কোনো উল্লেখ নেই। আলাপ পাতায় গিয়েও দেখলাম তার কোনো উল্লেখ নেই। এটি আসলেই ভালো নিবন্ধ হিসেবে কখনো পর্যালোচিত হয় নি? হলে অনুগ্রহপূর্বক পর্যালোচনা পাতার সংযোগ প্রদান করুন। ধন্যবাদ --নকীব সরকার বলুন... ০৯:৫০, ৩০ মে ২০২০ (ইউটিসি)

নির্বাচিত নিবন্ধ

@আফতাবুজ্জামান: নির্বাচিত নিবন্ধে প্রচুর লাল সংযোগ, তথ্যসূত্র প্রয়োজন ট্যাগ, হালনাগাদহীন তথ্য রয়েছে!!–ধর্মমন্ত্রী (আলাপ) ০৬:৫৩, ৬ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)

তথ্য আপডেইট করা

বাংলা উইকিতে বাংলাদেশ নিবন্ধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর তথ্য-উপাত্তগুলো প্রতিবছর আপডেইট করার কথা আগেও বলেছি; আবারও সবার দৃষ্টি আকর্ষণ করছি। — Faizul Latif Chowdhury (আলাপ) ১৩:৪৭, ৬ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)

হালনাগাদ

@Sajib Babu: হালনাগাদকৃত তথ্যের সূত্র দিলে ভালো হয়!–ধর্মমন্ত্রী (আলাপ) ১৮:২৪, ১৬ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)

ইতোমধ্যে অর্থনৈতিক সমীক্ষা ২০২১ প্রকাশিত হয়েছে। সমীক্ষা রিপোর্ট অনুয়ায়ী তথ্য হালনাগাদ করেছি।যদিও আরো তথ্য হালনাগাদ বাকি। এডমিশন পরীক্ষার্থীদের জন্য দ্রুতই তথ্য হালনাগাদ করা জরুরি বলে মনে করছি।আমার হালনাগাদ করা তথ্যের তথ্যসূত্রঃ https://www.newsarticleinfo.com/2021/09/blog-post.html?m=1 Sajib Babu (আলাপ) ০০:৫৮, ১৭ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)

@Sajib Babu: আপনার দেওয়া সূত্রটি নির্ভরযোগ্য নয়। আপনি সরাসরি অর্থনৈতিক সমীক্ষার রিপোর্টটি সূত্র হিসেবে ব্যবহার করুন। — Meghmollar2017আলাপ০৪:৩৯, ১৭ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)

আপাতত কোনো সাইটের লিংক আমার সংগ্রহে নাই তবে জুলাই মাসে "কারেন্ট অ্যাফেয়ার্স" এর ২০ নং পৃষ্ঠাতে প্রায় সব তথ্যই দেওয়া আছে। ~ Sajib Babu (আলাপ) ০১:৫৮, ১৮ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)

@Sajib Babu: কারেন্ট অ্যাফেয়ার্স তথ্যসূত্র হিসেবে দিতে নিরুৎসাহিত করবো। (এই আলোচনা অনুসারে) বাংলাদেশ সরকারের ওয়েবসাইটে অর্থনৈতিক সমীক্ষার প্রতিবেদন প্রকাশিত হয়। কীভাবে পিডিএফ ফাইল থেকে উদ্ধৃতি দিতে হয়, তা দেখতে এখানে যান: Wikipedia:Citing sources#Linking to pages in PDF files। আপনার জন্য শুভকামনা। — Meghmollar2017আলাপ০৫:৩৩, ১৮ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)

এডমিশন পরীক্ষার জন্য এগুলোই অনুসরণ করছি এবং কোচিং এর শিক্ষকরাও এগুলোই অনুসরণ করতে বলছে। এজন্যই তথ্যগুলো হালনাগাদে হাত বাড়িয়েছিলাম। ভুল ধরিয়ে দেওয়ায় অসংখ্য ধন্যবাদ ভাইয়া। পরবর্তীতে সতর্ক থাকবো ইনশাআল্লাহ। ~ Sajib Babu (আলাপ) ০৮:২১, ১৮ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)

জনসংখ্যার উপাত্ত হালনাগাদ

জনসংখ্যার উপাত্ত অনুচ্ছেদটি সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী হালনাগাদ করা প্রয়োজন —শাকিল (আলাপ · অবদান) ০৫:২২, ২৮ জুলাই ২০২২ (ইউটিসি)

সম্পাদনার অনুরোধ, ৩০ সেপ্টেম্বর ২০২২

বাংলাদেশের ভাষা: বাংলা? সত্যি কি বাংলাদেশের ভাষা বাংলা? আব্বা, ফুফু, আদাব, দাওয়াত, এমন হাজারো শব্দ বাংলা অভিধানে নেই৷ বাংলাদেশের ভাষায় বাংলা শব্দ কম বিদেশী শব্দ বেশী৷ তাই একে বাংলা ভাষা নাম দিয়ে আসলে বাংলা ভাষা অস্তিত্ব সংকটে৷ 103.157.36.186 (আলাপ) ১৪:২০, ৩০ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)

সম্পাদনার অনুরোধ, ২ অক্টোবর ২০২২

ইসলাম রাষ্ট্র ধর্ম 37.111.215.47 (আলাপ) ১২:৫৬, ২ অক্টোবর ২০২২ (ইউটিসি)

জাতীয় প্রতীক

জাতীয় প্রতীকটি সোনালী রঙের জায়গায় সবুজ রঙ করা হয়েছে এটা কি সঠিক? যদি সঠিক হয় তাহলে‌ ধানের আঁশের ভিতর সাদা রং করা আছে ডার্ক মোডে সেটি দেখা যায়। যেটি সঠিক সেই অনুযায়ী ঠিক করা উচিত। 27.147.204.217 (আলাপ) ০৪:৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)

বাংলাদেশী বনাম বাংলাদেশি এবং বাঙালী বনাম বাঙালি

আপনাদেরকে উইকিপিডিয়া উইকিপিডিয়া আলোচনা:বাংলা বানানের নিয়ম#বাংলাদেশী বনাম বাংলাদেশি এবং বাঙালী বনাম বাঙালি-এ আলোচনার জন্য আমন্ত্রিত করা হয়েছে। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ০৮:২৮, ৬ এপ্রিল ২০২৩ (ইউটিসি)

সম্পাদনার অনুরোধ, ৩ জুলাই ২০২৩

116.58.202.53 (আলাপ) ০৭:৪৯, ৩ জুলাই ২০২৩ (ইউটিসি)

কোথায় কি সংশোধন করা উচিত? পরিষ্কার করে বলতে পারেন কি? → Tanbiruzzaman 💬 ০৮:২০, ৩ জুলাই ২০২৩ (ইউটিসি)

সম্পাদনার অনুরোধ, ১০ আগস্ট ২০২৩

বাংলাদেশের আয়তন অফিসিয়ালি ১৪৭৫৭০.সরকারিভাবে এটি এখনো ঘোষণা করা হয়নি।আশাকরি,এটি পরিবর্তন করে বাধিত করবেন। 202.134.10.142 (আলাপ) ১০:০৭, ১০ আগস্ট ২০২৩ (ইউটিসি)

এখানে দেখুনশাকিল (আলাপ · অবদান) ১৭:৪১, ১১ আগস্ট ২০২৩ (ইউটিসি)

নৃগোষ্ঠী শিরোনাম

কীভাবে মীতৈ মনিপুরী শীর্ষক পাতা যুক্ত করতে পারবো জানাবেন। ধন্যবাদ ইবুঙো চাউবা (আলাপ) ১৬:১৫, ১৬ আগস্ট ২০২৩ (ইউটিসি)

@ইবুঙো চাউবা, মৈতৈ মণিপুরী ভাষা খুঁজছেন? আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৩৬, ১৬ আগস্ট ২০২৩ (ইউটিসি)
শুধোমাত্র মৈতৈ মনিপুরী। ধন্যবাদ ইবুঙো চাউবা (আলাপ) ১৬:৩৮, ১৬ আগস্ট ২০২৩ (ইউটিসি)
মৈতৈ মনিপুরী ভাষা পাতাও দেখলাম এখানেও কতগুলা ভূল আছে ইবুঙো চাউবা (আলাপ) ১৬:৪১, ১৬ আগস্ট ২০২৩ (ইউটিসি)
@ইবুঙো চাউবা, মানে আপনি শুধু মৈতৈ মনিপুরী নামক পাতা চাচ্ছেন? যদি তা ভাষা বিষয়ক না হয়, তাহলে আপনি আপনি এই লাল লিঙ্কে ক্লিক করে তৈরি করতে পারেন। মৈতৈ মণিপুরী ভাষা নিবন্ধে কোন ভুল থাকলে সংশোধন করে দিতে পারেন :) আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৪৩, ১৬ আগস্ট ২০২৩ (ইউটিসি)

সম্পাদনার অনুরোধ, ৫ অক্টোবর ২০২৩

বাংলাদেশের বর্তমান আয়তন ২,৪৬,০৩৭ বর্গকিলোমিটার। 116.58.200.81 (আলাপ) ০৪:১৪, ৫ অক্টোবর ২০২৩ (ইউটিসি)

তথ্যসূত্র প্রদান করুন ‍~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ০৬:০৪, ৫ অক্টোবর ২০২৩ (ইউটিসি)
"বাংলাদেশ/সংগ্রহশালা ২" পাতায় ফেরত যান।