আলভীনা গার্ডেন
বাংলাদেশের সিলেটের গোলাপগঞ্জে অবস্থিত একটি কৃষি পর্যটন কেন্দ্র।
আলভীনা গার্ডেন বাংলাদেশের সিলেটের গোলাপগঞ্জে অবস্থিত একটি কৃষি পর্যটন কেন্দ্র।[১] ১৭ একর জমিতে গড়ে ওঠা আনারস বাগান। টিলার মধ্যে এ বাগানের মাঝ বরাবর আনারসের চারা দিয়ে বড় অক্ষরে লেখা রয়েছে আলভিনা গর্ডেন।[২][৩]
আলভীনা গার্ডেন | |
---|---|
সাধারণ তথ্যাবলী | |
ধরন | কৃষি পর্যটন কেন্দ্র |
অবস্থান | লক্ষণাবন্দ, গোলাপগঞ্জ, সিলেট |
ঠিকানা | পাহাড়লাইন রোড |
শহর | সিলেট |
দেশ | বাংলাদেশ |
কারিগরি বিবরণ | |
উপাদান | আনারস,লেবু |
অবস্থান
সম্পাদনাআলভিনা গার্ডেন সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের পাহাড়লাইন রোডের চক্রবর্তী পাড়ার মধ্যে অবস্থিত গ্রামে অবস্থিত। অতিতে এই টিলায় বিভিন্ন প্রজাতির পশুপাখি ও বন্যপ্রাণীর বসবাস ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো শিয়াল, বানর, ছেদা, সাপ,বাঘ, বিভিন্ন প্রজাতির পাখি সহ নানা ঔষধি গাছ। এইসকল জীববৈচিত্র্য বিলুপ্ত করে এখনো এখন আনারস চাষ শুরু হয়েছে।
বিবরণ
সম্পাদনাটিলাকে ব্যবহার করে উৎপাদিত হচ্ছে আনারস, লেবু এবং আদা। সাথে সাথে গড়ে তোলা হয়েছে পর্যটন শিল্প। অসংখ্য পর্যটক প্রতিদিন টিকেট নিয়ে ভ্রমণ করে এ স্থানে।[৪][১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ সুমনকুমার দাশ, সিলেট (১৪ জুলাই ২০২৩)। "কৃষি পর্যটনের নতুন স্বপ্ন দেখাচ্ছে সিলেটের পতিত টিলা"। দৈনিক প্রথম আলো। ৫ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২৩।
- ↑ "সিলেটে পরিত্যক্ত টিলায় ফসলের বাগান"। সময় টিভি। ২৭ সেপ্টেম্বর ২০২৩। ৪ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২৩।
- ↑ "দর্শনীয় স্থান, গোলাপগঞ্জ উপজেলা"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৪ অক্টোবর ২০২৩। ৪ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২৩।
- ↑ প্রতিনিধি, গোলাপগঞ্জ, সিলেট (৩০ অক্টোবর ২০২২)। "টিলায় টিলায় আনারস বাগান"। দৈনিক সমকাল। ৪ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২৩।