আদ্রা দক্ষিণ ইউনিয়ন
আদ্রা দক্ষিণ বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত নাঙ্গলকোট উপজেলার একটি ইউনিয়ন।
আদ্রা দক্ষিণ | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে আদ্রা দক্ষিণ ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৭′৫৬″ উত্তর ৯১°৭′৫৩″ পূর্ব / ২৩.১৩২২২° উত্তর ৯১.১৩১৩৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | নাঙ্গলকোট উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫৮০ |
ওয়েবসাইট | adrasouthup |
অবস্থান ও সীমানা
সম্পাদনানাঙ্গলকোট উপজেলার পশ্চিমাংশে আদ্রা দক্ষিণ ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে আদ্রা উত্তর ইউনিয়ন, পূর্বে হেসাখাল ইউনিয়ন ও জোড্ডা পূর্ব ইউনিয়ন, দক্ষিণে জোড্ডা পশ্চিম ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমে মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়ন এবং পশ্চিমে মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়ন ও খিলা ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাআদ্রা দক্ষিণ ইউনিয়ন নাঙ্গলকোট উপজেলার আওতাধীন ৯নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নাঙ্গলকোট থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৮নং নির্বাচনী এলাকা কুমিল্লা-১০ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাএখানে রয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন স্কুল কলেজ ও কওমি ও আলিয়া মাদরাসা, বর্তমানে সর্বোপরি শিক্ষার জন্য সবাই আগ্রহী।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনাপুজকরা আদর্শ উচ্চ বিদ্যালয়, পুজকরা ইসলামিয়া কারিগরি মাদ্রাসা, পুজকরা পূর্ব সরকারী প্রাথমিক বিদ্যালয়, পুজকরা পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয়, পুজকরা মোহাম্মদিয়া হাফেজিয়া মাদরাসা, পুজকরা অক্সফোর্ড কিন্ডার গার্ডেন পুজকরা হাজি আমানুল্লাহ ইসলামিক ইনস্টিটিউট পুজকরা দক্ষিণ পাড়া তালিমুল কুরআন নূরানী মাদরাসা, ভোলাইন বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ, ভোলাইন বাজার আলিম মাদ্রাসা, চাটিতলা উচ্চ বিদ্যালয়, আদ্রা সরকারী প্রাথমিক বিদ্যালয়, তুগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় তুগুরিয়া বেসরকারি ছাত্র কল্যাণ পরিশোধ, দারুল উলূম তুগুরিয়া, কালাচৌঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনালাকসাম থেকে নোয়াখালী রাস্তার তুগুরিয়া বাজার আদ্রা দক্ষিণ ইউনিয়নের অন্তর্ভুক্ত। এছাড়াও ঢাকা নোয়াখালী হাইওয়ে এর পাশে অবস্থিত পুজকরা জেঠার দোকান ও জামাইর দোকান হয়ে আপনি আদ্রা দক্ষিণ ইউনিয়নে প্রবেশ করতে পারবেন।
হাট-বাজার
সম্পাদনাভোলাইন বাজার, তুগুরিয়া বাজার।
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান : আবু ইউসুফ কোম্পানি
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |