খিলা ইউনিয়ন
খিলা বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত মনোহরগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন।
খিলা | |
---|---|
ইউনিয়ন | |
৮নং খিলা ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে খিলা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°১০′২″ উত্তর ৯১°৮′৪″ পূর্ব / ২৩.১৬৭২২° উত্তর ৯১.১৩৪৪৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | মনোহরগঞ্জ উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫৭০ |
ওয়েবসাইট | khelaup |
আয়তন
সম্পাদনাখিলা ইউনিয়নের আয়তন ৪৩৬৪ একর বা ১৭.৬৭ বর্গকিলোমিটার।[১]
জনসংখ্যা
সম্পাদনাঅবস্থান ও সীমানা
সম্পাদনামনোহরগঞ্জ উপজেলার পূর্বাংশে খিলা ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের দক্ষিণে উত্তর হাওলা ইউনিয়ন ও লক্ষণপুর ইউনিয়ন; পশ্চিমে বাইশগাঁও ইউনিয়ন; উত্তর-পশ্চিমে ঝলম দক্ষিণ ইউনিয়ন; উত্তরে মৈশাতুয়া ইউনিয়ন, লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন ও উত্তরদা ইউনিয়ন এবং পূর্বে নাঙ্গলকোট উপজেলার আদ্রা উত্তর ইউনিয়ন ও আদ্রা দক্ষিণ ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাখিলা ইউনিয়ন মনোহরগঞ্জ উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম মনোহরগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৭নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৯ এর অংশ।
খিলা ইউনিয়নে মোট ১৬টি গ্রাম আছে। গ্রামগুলো হলোঃ
- খিলা
- পূর্ব বাতাবাড়িয়া
- পশ্চিম বাতাবাড়িয়া
- উল্লাপাড়া
- সাতেশ্বর
- বান্দুয়াইন
- পাঁচপুকুরিয়া
- হাতিয়ামুড়ী
- শিকচাইল
- তাহেরপুর
- দাড়াচৌ
- দিশাবন্দ
- লৎসর
- সালেহপুর
- কাশিপুর
- ভরনীখন্ড
[[১]]
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০২১ সনের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে খিলা আজিজ উল্লা উচ্চ বিদ্যালয়ের ৯ম স্থান অর্জন। এছাড়াও খিলা আজিজ উল্লা উচ্চ বিদ্যালয় ও গণ উদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থী ডাক্তার ইঞ্জিনিয়ার সহ অনেক বড় বড় পদে রয়েছেন।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা১. খিলা আজিজউল্লাহ উচ্চ বিদ্যালয়। ২. গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ। ৩. প্রগতি পাঠশালা। ৪. খিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৫. ইবনে খালদুন একাডেমী। ৬. মোহাম্মদিয়া ল্যাবরেটরি। ৭. স্বীদিপ মডার্ন স্কুল। ৮. আল-মানার মাদরাসা। ৯. দারুল কোরআন একাডেমি।
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনালাকসাম থেকে ৬.৮ কিঃমিঃ দক্ষিণে মনোহরগঞ্জ থেকে ৭.৫ কিঃমিঃ পূর্বে ও লাঙ্গলকোট থেকে ৮ কিঃমি পশ্চিমে তিন উপজেলার কেন্দ্রবিন্দু তে অবস্থিত
খাল ও নদী
সম্পাদনাহাট-বাজার
সম্পাদনাদর্শনীয় স্থান
সম্পাদনা১. খিলা আজিজ উল্লা উচ্চ বিদ্যালয় ও খিলা সরকারি হাসপাতালের মধ্যবর্তী স্থানে অবস্থিত বড় দিঘি ২. দিশাবন্দ নবীশ্শুর মসজিদ।
জনপ্রতিনিধি
সম্পাদনা- মোঃ আল আমিন ভূঁইয়া, চেয়ারম্যান
- ওমর ফারুক, মেম্বার ( ১ নং ওয়ার্ড )
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "মনোহরগঞ্জ উপজেলা - বাংলাপিডিয়া"। banglapedia.org। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |