হেসাখাল ইউনিয়ন
হেসাখাল বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত নাঙ্গলকোট উপজেলার একটি ইউনিয়ন।
হেসাখাল | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে হেসাখাল ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°১০′২″ উত্তর ৯১°৯′৫০″ পূর্ব / ২৩.১৬৭২২° উত্তর ৯১.১৬৩৮৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | নাঙ্গলকোট উপজেলা ![]() |
প্রতিষ্ঠা | ২০০২ |
আয়তন | |
• মোট | ১৩.৩০ বর্গকিমি (৫.১৪ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২০,৪৯২ |
• জনঘনত্ব | ১,৫০০/বর্গকিমি (৪,০০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫৮০ |
ওয়েবসাইট | heshakhalup |
আয়তন
সম্পাদনাহেসাখাল ইউনিয়নের মোট আয়তন প্রায় ১৩.৩০ বর্গ কি.মি.।
ইতিহাস
সম্পাদনা২০০২ সালে তৎকালীন নাঙ্গলকোট ইউনিয়নের দক্ষিণ-পূর্বাংশ নিয়ে নাঙ্গলকোট পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ফলে নাঙ্গলকোট ইউনিয়নকে বিলুপ্ত করে পৌরসভার পশ্চিমের অংশ নিয়ে ১২ নং হেসাখাল ইউনিয়ন এবং উত্তরের অংশ নিয়ে ৫ নং মক্রবপুর ইউনিয়ন নামে দুইটি আলাদা ইউনিয়ন গঠন করা হয়।[১]
অবস্থান ও সীমানা
সম্পাদনানাঙ্গলকোট উপজেলার দক্ষিণ-পশ্চিমাংশে হেসাখাল ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে মক্রবপুর ইউনিয়ন, নাঙ্গলকোট পৌরসভা ও মৌকরা ইউনিয়ন; দক্ষিণে জোড্ডা পূর্ব ইউনিয়ন; পশ্চিমে আদ্রা দক্ষিণ ইউনিয়ন ও আদ্রা উত্তর ইউনিয়ন এবং উত্তর-পশ্চিমে লাকসাম উপজেলার আজগরা ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাহেসাখাল ইউনিয়ন নাঙ্গলকোট উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নাঙ্গলকোট থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৮নং নির্বাচনী এলাকা কুমিল্লা-১০ এর অংশ।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- হেসাখাল বাজার উচ্চ বিদ্যালয়
- দায়েমছাতি উচ্চ বিদ্যালয়
- হেসাখাল বাজার নঈম নিজাম ডিগ্রি কলেজ
- সুহৃদ কারিগরি বিজ্ঞান ও কমার্স কলেজ
- পাটোয়ার ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা
- হেসাখাল বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসা
- পাটোয়ার মহিলা মাদ্রাসা
- হেসাখাল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হেসাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উরুকচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হেসাখাল পদুয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পাটোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হেসাখাল বাজার আইডিয়াল স্কুল
- প্রত্যাশা একাডেমি, হেসাখাল
- উদয়ন স্কুল, উরুকচাইল
- হেসাখাল বাজার নুরানি মাদ্রাসা
- আশ্রাফ নগর নুরানি মাদ্রাসা
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনানাঙ্গলকোট উপজেলা সদর থেকে ৫ কি.মি. দূরে অবস্থিত হেসাখাল বাজারে যাতায়াত করার জন্য রিকশা, অটোরিকশা আছে। লাকসাম থেকে হেসাখাল বাজারে যাতায়াত করার জন্য সিএনজি রয়েছে।
খাল ও নদী
সম্পাদনাএই ইউনিয়নে কোনো নদী নেই। আর উল্লেখযোগ্য খালের মধ্যে রয়েছে ঘাঘরিয়া খাল। স্থানীয়রা এটিকে "গাংগরী খাল" হিসাবে চিনে। খালটি যথাক্রমে পাটোয়ার, হেসাখাল বাজার, উরুকচাইল গ্রাম দিয়ে বয়ে গিয়েছে।
হাট-বাজার
সম্পাদনা- হেসাখাল বাজার
- দায়েমছাতি বাজার
- ওমরগঞ্জ বাজার
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান- ইকবাল বাহার মজুমদার।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |