হেসাখাল ইউনিয়ন
হেসাখাল বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত নাঙ্গলকোট উপজেলার একটি ইউনিয়ন।
হেসাখাল | |
---|---|
ইউনিয়ন | |
৭নং হেসাখাল ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে হেসাখাল ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°১০′২″ উত্তর ৯১°৯′৫০″ পূর্ব / ২৩.১৬৭২২° উত্তর ৯১.১৬৩৮৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | নাঙ্গলকোট উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫৮০ |
ওয়েবসাইট | heshakhalup |
আয়তন
সম্পাদনাজনসংখ্যা
সম্পাদনাঅবস্থান ও সীমানা
সম্পাদনানাঙ্গলকোট উপজেলার দক্ষিণ-পশ্চিমাংশে হেসাখাল ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে মক্রবপুর ইউনিয়ন, নাঙ্গলকোট পৌরসভা ও মৌকরা ইউনিয়ন; দক্ষিণে জোড্ডা পূর্ব ইউনিয়ন; পশ্চিমে আদ্রা দক্ষিণ ইউনিয়ন ও আদ্রা উত্তর ইউনিয়ন এবং উত্তর-পশ্চিমে লাকসাম উপজেলার আজগরা ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাহেসাখাল ইউনিয়ন নাঙ্গলকোট উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নাঙ্গলকোট থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৮নং নির্বাচনী এলাকা কুমিল্লা-১০ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাহেসাখাল ইউনিয়নের প্রতিটি স্কুল কলেজে ভালো মানের পাঠ দেওয়া হয়।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা১) হেসাখাল বাজার উচ্চ বিদ্যালয় ২) দায়েমছাতি উচ্চ বিদ্যালয় ৩) হেসাখাল বাজার নঈম নিজাম ডিগ্রি কলেজ ৪) সুহৃদ কারিগরি বিজ্ঞান ও কমার্স কলেজ ৫) পাটোয়ার ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা ৬) হেসাখাল বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসা ৭) পাটোয়ার মহিলা মাদ্রাসা ৮) হেসাখাল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ৯) হেসাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১০) উরুকচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১১) হেসাখাল পদুয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১২) পাটোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৩) হেসাখাল বাজার আইডিয়াল স্কুল,হেসাখাল ১৪) প্রত্যাশা একাডেমি, হেসাখাল ১৫) উদয়ন স্কুল, উরুকচাইল ১৬) হেসাখাল বাজার নুরানি মাদ্রাসা ১৭) আশ্রাফ নগর নুরানি মাদ্রাসা
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাহেসাখাল ইউনিয়ন এর মেইন কেন্দ্র হেসাখাল বাজার। নাংগলকোট থেকে হেসাখাল বাজারে যাতায়াত করার জন্য রিকশা, অটোরিকশা আছে। লাকসাম থেকে হেসাখাল বাজারে যাতায়াত করার জন্য সিএনজি আছে।
খাল ও নদী
সম্পাদনাহেসাখাল বাজারের উপর দিয়ে একটা খাল বয়ে গেছে, এটা অনেকে গাংগরী খাল হিসাবে চিনে
হাট-বাজার
সম্পাদনা- হেসাখাল বাজার
- দায়েমছাতি বাজার
- ওমরগঞ্জ বাজার
দর্শনীয় স্থান
সম্পাদনাজনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান- ইকবাল বাহার মজুমদার।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |