হেসাখাল ইউনিয়ন

কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার একটি ইউনিয়ন

হেসাখাল বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত নাঙ্গলকোট উপজেলার একটি ইউনিয়ন

হেসাখাল
ইউনিয়ন
৭নং হেসাখাল ইউনিয়ন পরিষদ
হেসাখাল চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
হেসাখাল
হেসাখাল
হেসাখাল বাংলাদেশ-এ অবস্থিত
হেসাখাল
হেসাখাল
বাংলাদেশে হেসাখাল ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°১০′২″ উত্তর ৯১°৯′৫০″ পূর্ব / ২৩.১৬৭২২° উত্তর ৯১.১৬৩৮৯° পূর্ব / 23.16722; 91.16389 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকুমিল্লা জেলা
উপজেলানাঙ্গলকোট উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রতিষ্ঠা২০০২
আয়তন
 • মোট১৩.৩০ বর্গকিমি (৫.১৪ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট২০,৪৯২
 • জনঘনত্ব১,৫০০/বর্গকিমি (৪,০০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৫৮০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটheshakhalup.comilla.gov.bd
মানচিত্র
মানচিত্র

হেসাখাল ইউনিয়নের মোট আয়তন প্রায় ১৩.৩০ বর্গ কি.মি.।

ইতিহাস

সম্পাদনা

২০০২ সালে তৎকালীন নাঙ্গলকোট ইউনিয়নের দক্ষিণ-পূর্বাংশ নিয়ে নাঙ্গলকোট পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ফলে নাঙ্গলকোট ইউনিয়নকে বিলুপ্ত করে পৌরসভার পশ্চিমের অংশ নিয়ে ১২ নং হেসাখাল ইউনিয়ন এবং উত্তরের অংশ নিয়ে ৫ নং মক্রবপুর ইউনিয়ন নামে দুইটি আলাদা ইউনিয়ন গঠন করা হয়।[]

অবস্থান ও সীমানা

সম্পাদনা

নাঙ্গলকোট উপজেলার দক্ষিণ-পশ্চিমাংশে হেসাখাল ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে মক্রবপুর ইউনিয়ন, নাঙ্গলকোট পৌরসভামৌকরা ইউনিয়ন; দক্ষিণে জোড্ডা পূর্ব ইউনিয়ন; পশ্চিমে আদ্রা দক্ষিণ ইউনিয়নআদ্রা উত্তর ইউনিয়ন এবং উত্তর-পশ্চিমে লাকসাম উপজেলার আজগরা ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

হেসাখাল ইউনিয়ন নাঙ্গলকোট উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নাঙ্গলকোট থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৮নং নির্বাচনী এলাকা কুমিল্লা-১০ এর অংশ।

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা
  • হেসাখাল বাজার উচ্চ বিদ্যালয়
  • দায়েমছাতি উচ্চ বিদ্যালয়
  • হেসাখাল বাজার নঈম নিজাম ডিগ্রি কলেজ
  • সুহৃদ কারিগরি বিজ্ঞান ও কমার্স কলেজ
  • পাটোয়ার ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা
  • হেসাখাল বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসা
  • পাটোয়ার মহিলা মাদ্রাসা
  • হেসাখাল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হেসাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উরুকচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হেসাখাল পদুয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পাটোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হেসাখাল বাজার আইডিয়াল স্কুল
  • প্রত্যাশা একাডেমি, হেসাখাল
  • উদয়ন স্কুল, উরুকচাইল
  • হেসাখাল বাজার নুরানি মাদ্রাসা
  • আশ্রাফ নগর নুরানি মাদ্রাসা

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

নাঙ্গলকোট উপজেলা সদর থেকে ৫ কি.মি. দূরে অবস্থিত হেসাখাল বাজারে যাতায়াত করার জন্য রিকশা, অটোরিকশা আছে। লাকসাম থেকে হেসাখাল বাজারে যাতায়াত করার জন্য সিএনজি রয়েছে।

খাল ও নদী

সম্পাদনা

এই ইউনিয়নে কোনো নদী নেই। আর উল্লেখযোগ্য খালের মধ্যে রয়েছে ঘাঘরিয়া খাল। স্থানীয়রা এটিকে "গাংগরী খাল" হিসাবে চিনে। খালটি যথাক্রমে পাটোয়ার, হেসাখাল বাজার, উরুকচাইল গ্রাম দিয়ে বয়ে গিয়েছে।

হাট-বাজার

সম্পাদনা
  • হেসাখাল বাজার
  • দায়েমছাতি বাজার
  • ওমরগঞ্জ বাজার

জনপ্রতিনিধি

সম্পাদনা
  • বর্তমান চেয়ারম্যান- ইকবাল বাহার মজুমদার।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা