২৩ আগস্ট
তারিখ
(আগস্ট ২৩ থেকে পুনর্নির্দেশিত)
<< | আগস্ট | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ | ||
২০২৩ |
২৩ আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৩৫তম (অধিবর্ষে ২৩৬তম) দিন। বছর শেষ হতে আরো ১৩০ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী সম্পাদনা
- ১৩২৮ - ফ্রান্সের রাজা ষষ্ঠ ফিলিপ সিংহাসনে অভিষিক্ত হন।
- ১৬১৭ - লন্ডনে প্রথম ওয়ানওয়ে রাস্তা চালু হয়।
- ১৭৯৯ - নেপোলিয়ন মিসর ত্যাগ করে ফ্রান্সের উদ্দেশে যাত্রা করেন।
- ১৮২১ - মেক্সিকো স্বাধীনতা ঘোষণা করে।
- ১৮২৫ - বেঙ্গল চেম্বার অব কমার্স প্রতিষ্ঠিত হয়।
- ১৮৩৩ - ব্রিটেন তার উপনিবেশগুলোতে ক্রীতদাস প্রথা বাতিল করে। ফলে ৭০ লাখ ক্রীতদাস মুক্ত হয়।
- ১৮৩৯ - ব্রিটেন চীনের কাছ থেকে হংকং দখল করে নেয়।
- ১৮৬৬ - প্রুশিয়া এবং অষ্ট্রিয়ার মধ্যে ঐতিহাসিক প্রাগ চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৮৭৫ - বাংলার প্রথম অভিনেত্রী-নাট্যকার গোলাপের সুকুমারী দত্ত সাহায্যার্থে তার রচিত ‘অপূর্ব্ব সতী’ মঞ্চস্থ হয়। এটিই বাংলার প্রথম ফিল্মী-সহায়তা অভিনয় রজনী।
- ১৯১৪ - জাপান জার্মানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
- ১৯২১ - প্রথম ফয়সাল ইরাকের বাদশা পদে অভিষিক্ত হন।
- ১৯২৫ - বেঙ্গল চেম্বার অব কমার্স প্রতিষ্ঠিত হয়।
- ১৯৩৯ - হিটলারের নেতৃত্বে জার্মানী এবং ষ্ট্যালিনের নেতৃত্বে রাশিয়ার মধ্যে যুদ্ধ বিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৯৪২ - স্তালিনগ্রাদের ঐতিহাসিক যুদ্ধ শুরু হয়।
- ১৯৪৪ - রুমানিয়ার সামরিক শাসক উৎখাত।
- ১৯৬২ - বাংলাদেশে প্রথম প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া যায়।
- ১৯৭৩ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় আইভরি কোস্ট।
- ১৯৮৬ - পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের জন্য মস্কো ওয়াশিংটন চুক্তি স্বাক্ষরিত হয়
- ১৯৯১ - “ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন” প্রতিষ্ঠিত হয়।
- ১৯৯১ - রুশ প্রজাতন্ত্রে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করেন।
- ১৯৯১ - সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রাসাদ ষড়যন্ত্র ব্যর্থ হয় এবং গর্বাচেভ পুনরায় ক্ষমতা ফিরে পান।
- ২০০৭ - ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস নামে পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে সেনাবাহিনী ও পুলিশের আক্রমণের প্রতিবাদে এ দিনটি কালো দিবস হিসাবে চিহ্নিত করা হয়।
- ২০১৬ - ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় কলকাতার রাজভবনে আকাশবাণী মৈত্রী চ্যানেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
- ২০২৩ - ভারতের পাঠানো চন্দ্রযান-৩এর ল্যান্ডার বিক্রম ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুর পৃষ্ঠ স্পর্শ করে - এক ঐতিহাসিক মুহূর্ত এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা - ইসরো'র অন্যতম কৃতিত্ব।
জন্ম সম্পাদনা
- ১৭৪০ - রুশ সম্রাট ষষ্ঠ আইভান।
- ১৭৭৩ - জার্মান দার্শনিক জ্যাকব এফ ফ্রাইস।
- ১৮৫২ -রাধাগোবিন্দ কর ব্রিটিশ ভারতের একজন খ্যাতনামা চিকিৎসক ।(মৃ.১৯/১২/১৯১৮)
- ১৯০৮ - আর্থার আদমভ, রুশ-ফরাসি নাট্যকার।
- ১৯১৮ - আন্না মনি, ভারতীয় পদার্থবিদ ও আবহাওয়াবিজ্ঞানী। (মৃ.২০০১)
- ১৯২৩ - এডগার কড, ইংরেজ কম্পিউটার বিজ্ঞানী।
- ১৯৩১ - হ্যামিল্টন ওথানেল স্মিথ, নোবেলজয়ী মার্কিন অণুজীববিজ্ঞানী।
- ১৯৬৮ - কৃষ্ণকুমার কুন্নথ, ভারতীয় নেপথ্য সঙ্গীতশিল্পী, কে কে নামে সুপরিচিত।(মৃ.২০২২)
- ১৯৭৮ - কোবি ব্রায়ান্ট, প্রখ্যাত মার্কিন বাস্কেটবল খেলোয়াড়।
মৃত্যু সম্পাদনা
- ৬৩৪ - ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক [রা.]।
- ১৮০৬ - চার্লস অগাস্টিন কুলম্ব, ফরাসি পদার্থবিজ্ঞানী।
- ১৮৮৬ - পণ্ডিত দ্বারকানাথ বিদ্যাভূষণ বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক এবং সমাজসেবক।(জ.১৮১৯)
- ১৯২৭ - সাদ জগলুল পাশা, মিশরের জাতীয় নেতা। (জ. ১৮৫৯)
- ১৯৪৪ - দ্বিতীয় আবদুল মজিদ, সর্বশেষ উসমানীয় খলিফা।
- ১৯৭৫ - অমল হোম, বাঙালি সাংবাদিক এবং সাহিত্যিক।(জ.১০/১১/১৮৯৩)
- ১৯৮৭ - সমর সেন, ভারতীয় বাঙালি কবি এবং সাংবাদিক।(জ.১০/১০/১৯১৬)
- ২০১৮ - কুলদীপ নায়ার, প্রথিতযশা প্রবীণ ভারতীয় সাংবাদিক।(জ.১৯২৩)
- ২০১৯ -
- অধ্যাপক মোজাফফর আহমদ, বাংলাদেশী রাজনীতিবিদ।
- কারী আব্দুল গণী, বাংলাদেশি ইসলামি পণ্ডিত ও কারী
ছুটি ও অন্যান্য সম্পাদনা
বহিঃসংযোগ সম্পাদনা
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |