মোহাম্মদ সোহেল রানা (ফুটবলার, জন্ম ১৯৯১)
মোহাম্মদ সোহেল রানা (ইংরেজি: Mohamed Sohel Rana; জন্ম: ১৩ ডিসেম্বর ১৯৯১) একজন বাংলাদেশী ফুটবলার যিনি একজন মিডফিল্ডার হিসেবে খেলেন। তিনি বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে শেখ রাসেল কেসি[১] এর হয়ে খেলেন। তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়েও খেলেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম |
মোহাম্মদ সোহেল রানা Mohamed Sohel Rana | ||
জন্ম | ১৩ ডিসেম্বর ১৯৯১ | ||
জন্ম স্থান | মানিকগঞ্জ, বাংলাদেশ | ||
উচ্চতা | ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | ডিফেন্সিভ মিডফিল্ডার | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | শেখ রাসেল ক্রীড়া চক্র | ||
জার্সি নম্বর | ১৬ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১০–২০১২ | ফেনী সকার ক্লাব | ||
২০১২–২০১৩ | ব্রাদার্স ইউনিয়ন | ||
২০১৩–২০১৫ | ঢাকা মোহামেডান | ||
২০১৫–২০১৬ | মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র | ২০ | (১) |
২০১৬–২০১৭ | চট্টগ্রাম আবাহনী | ২০ | (০) |
২০১৭–২০১৯ | শেখ রাসেল ক্রীড়া চক্র | ২২ | (১) |
২০১৮ | → সাইফ (লোন) | ০ | (০) |
২০১৯–২০২২ | ঢাকা আবাহনী | ৩৯ | (২) |
২০২২– | শেখ রাসেল ক্রীড়া চক্র | ০ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে |
ক্লাব ক্যারিয়ার
সম্পাদনা২৪ নভেম্বর ২০১৬-এ, ৩০ গজ থেকে সোহেলের ফ্রি কিক গোলটি, ২০১৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের সময়, তার প্রাক্তন ক্লাব মোহামেডান এসসির বিরুদ্ধে আর্থিকভাবে সংগ্রামরত মুক্তিযোদ্ধা সংসদ কেসি একটি গুরুত্বপূর্ণ জয় অর্জন করে।[২]
২৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখে, সোহেল ঢাকা ডার্বিতে একমাত্র গোলটি করেন। ২০১৮ সালে তিনি তার দীর্ঘ পরিসরের ধর্মঘট তার প্রয়াত স্ত্রী এবং পুত্রকে উৎসর্গ করেছিলেন, যারা উভয়েই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিল।[৩][৪]
আন্তর্জাতিক ক্যারিয়ার
সম্পাদনাজেমি ডে -র সময় প্রধান কোচ সোহেলকে ২০২২ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ডাকা হয়েছিল। তবে বাছাইপর্বের সময় তিনি একটি ম্যাচেও অংশগ্রহণ করতে পারেননি।[৫]
ব্যক্তিগত জীবন
সম্পাদনা২৪ নভেম্বর ২০১৮-এ, আসন্ন ২০১৭-১৮ স্বাধীনতা কাপে শেখ রাসেল কেসি-তে যোগ দিতে সোহেল তার পরিবারের সাথে মানিকগঞ্জে তার বাড়ি থেকে ঢাকায় ফেরার সময়, একটি দ্রুতগামী ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে একটি দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সোহেলের স্ত্রী আরফিন আক্তার ঝুমা ও চার বছরের ছেলে আবদুল্লাহ নিহত হন এবং রানা নিজেই গুরুতর আহত হন।[৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Bangladesh - S. Rana - Profile with news, career statistics and history - Soccerway"। int.soccerway.com।
- ↑ প্রতিবেদক, নিজস্ব। "সোহেল, মামুন, চেনচোদের রাত"। Prothomalo।
- ↑ ইসলাম, রাশেদুল। "মৃত স্ত্রী দেন শক্তি, বর্তমান স্ত্রী জোগান অনুপ্রেরণা"। Prothomalo।
- ↑ "গোল করে প্রয়াত স্ত্রী-ছেলেকে খুঁজলেন সোহেল রানা"। Bangla Tribune। ২১ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২৩।
- ↑ Reporter, Sports (ফেব্রুয়ারি ২৬, ২০১৯)। "Sadness on happy day for Sohel"। The Daily Star।
- ↑ "Sk Russel's Sohel Rana injured; wife, son killed in road accident |"। BFF।