২০১৮ স্বাধীনতা কাপ
স্বাধীনতা কাপের ৯ম আসর
২০১৮ স্বাধীনতা কাপ স্বাধীনতা কাপের ৯ম আসর। স্পন্সরশীপজনিত কারণে যা ওয়ালটন ২০১৮ স্বাধীনতা কাপ নামেও পরিচিত। [১]
বিবরণ | |
---|---|
দেশ | বাংলাদেশ |
তারিখ | ১৬ জানুয়ারি - ১০ ফেব্রুয়ারি ২০১৮ |
দল | ১২ |
চূড়ান্ত অবস্থান | |
চ্যাম্পিয়ন | আরামবাগ ক্রীড়া সংঘ |
রানার-আপ | চট্টগ্রাম আবাহনী |
পরিসংখ্যান | |
খেলা | ১৯ |
গোল সংখ্যা | ৩৮ (ম্যাচ প্রতি ২টি) |
শীর্ষ গোলদাতা | ৩ গোল মোহাম্মদ জুয়েল (আরামবাগ ক্রীড়া সংঘ) |
সেরা খেলোয়াড় | মোহাম্মদ আরিফ (আরামবাগ ক্রীড়া সংঘ) |
১৬ জানুয়ারি ২০১৮ তে শুরু হওয়া আসরটিতে ১২ টি দল অংশগ্রহণ করে।[২]।আসরের নিয়মানুযায়ী শুধুমাত্র স্থানীয় খেলোয়াড়রাই খেলতে পারবে।[৩]
মাঠ
সম্পাদনাসবগুলো খেলা অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
ঢাকা |
---|
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম |
ধারণক্ষমতা: ৩৬,০০০ |
কোয়ার্টার ফাইনাল
সম্পাদনাকোয়ার্টার ফাইনাল ১
সম্পাদনাশেখ জামাল ধানমন্ডি ক্লাব | ২-০ | ব্রাদার্স ইউনিয়িন |
---|---|---|
নুরুল আবসার ৫৫' জাহেদ পারভেজ চৌধুরী ৮৩' |
কোয়ার্টার ফাইনাল ২
সম্পাদনাফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব | ০-১ | রহমতগঞ্জ এফএফএস |
---|---|---|
খালেকুজ্জামান সবুজ ৫০' (অ.গ.) |
কোয়ার্টার ফাইনাল ৩
সম্পাদনাঢাকা আবাহনী | ০-৩ | আরামবাগ ক্রীড়া সংঘ |
---|---|---|
সুফিয়ান সুফিল ৬২' মোহাম্মদ জুয়েল ৮১' শাহরিয়ার বাপ্পী ৮৫' |
কোয়ার্টার ফাইনাল ৪
সম্পাদনাচট্টগ্রাম আবাহনী | 4-2 | শেখ রাসেল ক্রীড়া চক্র |
---|---|---|
তওহীদুল আলম সবুজ ৯' সোহেল রানা ১৮' মোহাম্মদ আবদুল্লাহ ৪২' সাখাওয়াত হোসেন রনি ৪৪' |
মেহেবুব হাসান নয়ন ১২' মোহাম্মদ জাভেদ ৭৩' |
সেমিফাইনাল
সম্পাদনাসেমিফাইনাল ১
সম্পাদনাশেখ জামাল ধানমন্ডি ক্লাব | ০-১ | আরামবাগ ক্রীড়া সংঘ |
---|---|---|
মোহাম্মদ জুয়েল ৯০' |
সেমি ফাইনাল ২
সম্পাদনাফাইনাল
সম্পাদনাআরামবাগ ক্রীড়া সংঘ | ২-০ | চট্টগ্রাম আবাহনী |
---|---|---|
মোহাম্মদ আরিফ
২০' |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Logo of Independence Cup unveiled at BFF house - BFF"। www.bff.com.bd। ১৩ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৮।
- ↑ "Independence Cup 2018 from Jan 16 - BFF"। www.bff.com.bd। ১২ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৮।
- ↑ "Focus on locals as Independence Cup begins Tuesday"। ১৫ জানুয়ারি ২০১৮।