ফেনী সকার ক্লাব বাংলাদেশের ফেনী কেন্দ্রিক একটি ফুটবল ক্লাব

ফেনী সকার ক্লাব
প্রতিষ্ঠিত১৯৮৮
মাঠশহীদ সালাম স্টেডিয়াম
ফেনী, বাংলাদেশ
ধারণক্ষমতা৫০০০
সভাপতিবাংলাদেশ তাবিথ আউয়াল
লিগবাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ
২০১৭

ইতিহাস

সম্পাদনা

ফেনী ভিত্তিক এই ক্লাবটি গঠিত হয় ১৯৮৮ সালে। ফেনী সকারের উদ্যোক্তা ও বতর্মান সাধারণ সম্পাদক গোলাম রব্বানি। একসময় তিনি ভিক্টোরিয়ার হয়ে ঢাকায় ফুটবল খেলতেন। এই ক্লাবের প্রথম সভাপতি মরহুম আবু তাহের, সাবেক সাধারণ সম্পাদক মজিবুল হক, যিনি বর্তমানে ফেনী পৌরসভার কাউন্সিলর ও সকার ক্লাবের সভাপতি এবং জামাল ব্রেডের নিজাম উদ্দিন,শাহ আলম, কালাম, তৌহিদ, সাজু, ইফতেখার, পিন্টুসহ অনেককে। বতর্মান গভর্নিং বডির চেয়ারম্যান তাবিথ আউয়াল। তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। [২][স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

  • বসুন্ধরা ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপ
রানার্সআপ (২০০৯)[]
  • ফেডারেশন কাপ
৩য় স্থান (২০০৯)
  • বাংলাদেশ প্রিমিয়ার লিগ
৯ম স্থান (২০১১-১২)
  • ফেডারেশন কাপ ,২০১২
  • গ্রামীণ ফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ
৭ম স্থান (২০১২-১৩)

ফেনী সকার মহিলা দল

সম্পাদনা

ওয়ালটন ঢাকা মহানগরী মহিলা ফুটবল লিগ-২০১৩ অংশ গ্রহণ করে নাসরিন একাডেমিকে ৪-০ গোলে এবং বাংলাদেশ পুলিশকে ৪-০ গোলে পরাজিত করে গ্রুপ রানার্স আপ হিসেবে সেমিফাইনালে ওঠে। সেমিফাইনালে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড এর কাছে পরাজিত হয়। []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Shuktara Club Cup champs"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০০৯-০৬-২৩। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৫ 
  2. [১][স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]