আবিসিনিয়ায় হিজরত

ইতিহাসের বিভিন্ন দিক
(Migration to Abyssinia থেকে পুনর্নির্দেশিত)

আবিসিনিয়ায় হিজরত (আরবি: الهجرة إلى الحبشة al-hijraʾilā al-hābsḥa) or the First Hijrah (আরবি: هِجْرَة hijrah, or hijrat) দ্বারা মক্কা থেকে মুসলিমদের প্রথমবারের মত হিজরতকে বোঝানো হয়। কুরাইশ নেতৃবৃন্দের নির্যাতনের এক পর্যায়ে এই হিজরতের সিদ্ধান্ত নেয়া হয়। এটি মদিনায় হিজরতের পূর্বের ঘটনা। মুহাজিরগণ আকসুম রাজ্যে বা আবিসিনিয়ায় আশ্রয় নেন। বর্তমানে তা ইথিওপিয়ার অন্তর্গত।

আবিসিনিয়ায় হিজরত (রশিদ আদ-দিন)

আবিসিনিয়ার খ্রিষ্টান রাজা মুসলিমদের আশ্রয় দিয়েছিলেন। তাদের ফিরিয়ে নেয়ার জন্য মক্কা থেকে কুরাইশরা প্রতিনিধি পাঠালে রাজা তাদের ফিরিয়ে দেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। মুহাম্মদ (সাঃ) এর মদিনায় হিজরত করার পরও মুসলিমরা আবিসিনিয়ায় থেকে যান। হিজরি ৭ম সালে তারা মদিনায় ফিরে আসেন।

হিজরতকারীগণ সম্পাদনা

প্রথম দফায় ৬১৫ সালে বারো জন পুরুষ ও চারজন নারী হিজরত করে। তারা হলেন,

  1. সাদ ইবনে আবি ওয়াক্কাস[১]
  2. জাহাশ ইবনে রিয়াব[২]
  3. আবদুল্লাহ ইবনে জাহাশ
  4. জাফর ইবনে আবি তালিব, (দলীয় নেতা হিসেবে নিযুক্ত)[৩]
  5. উসমান ইবনে আফফান[৪]
  6. রুকাইয়াহ বিনতে মুহাম্মদ, উসমানের স্ত্রী
  7. আবু হুজাইফা ইবনে উতবা
  8. সাহলা বিনতে সুহাইল, আবু হুজায়ফার স্ত্রী
  9. যুবাইর ইবনুল আওয়াম
  10. মুসআব ইবনে উমাইর
  11. আবদুর রহমান ইবনে আউফ
  12. আবু সালামা আবদুল্লাহ ইবনে আবদুল আসাদ
  13. উম্মে সালামা, আবু সালামার স্ত্রী
  14. উসমান বিন মাজউন
  15. আমির আবিন রিবলাহ
  16. লায়লা বিনতে আবি আসমা – আমিরের স্ত্রী[৪]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. He is traced to be the religious ancestor of Muslims in Manipur and China- see Muslims of Manipur- Wikipedia, the free encyclopedia
  2. He is father of Zainab and a father-in-law of Muhammad. In some accounts relating to Sahabahs in China, he (Jahsh) is noted as Geys. Muslims of Chams (Cambodiya) trace ancestry to a father-in-law of Prophet Muhammad, who is none other than Jahsh (Geys)- see T.W. Arnold, The Preaching of Islam,p.294 nt.8
  3. He is the brother of the 4th Khalifa Ali Bin Abu Talib and the uncle of Hasan and Hussain bin Ali
  4. "For list 4-15"। ১৮ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৮