মারিজান কাপ

দক্ষিণ আফ্রিকান প্রমিলা ক্রিকেটার
(Marizanne Kapp থেকে পুনর্নির্দেশিত)

মারিজান কাপ (ইংরেজি: Marizanne Kapp; জন্ম: ৪ জানুয়ারি, ১৯৯০) পূর্ব কেপের পোর্ট এলিজাবেথে জন্মগ্রহণকারী প্রথিতযশা দক্ষিণ আফ্রিকান প্রমিলা আন্তর্জাতিক ক্রিকেটার।[১] দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। ঘরোয়া মহিলা ক্রিকেট প্রতিযোগিতায় ইস্টার্ন প্রভিন্সের প্রতিনিধিত্ব করছেন। এছাড়াও, সিডনি সিক্সার্স, সারে স্টার্স এবং নর্দান্সের পক্ষে খেলেছেন। দলে তিনি মূলতঃ অল-রাউন্ডার। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিং করে থাকেন ‘কাপি’ ডাকনামে পরিচিত মারিজান কাপ।

মারিজান কাপ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামমারিজান কাপ
জন্ম (1990-01-04) ৪ জানুয়ারি ১৯৯০ (বয়স ৩৪)
পোর্ট এলিজাবেথ, পূর্ব কেপ, দক্ষিণ আফ্রিকা
ডাকনামকাপি
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম
ভূমিকাঅল-রাউন্ডার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
একমাত্র টেস্ট
(ক্যাপ ৫২)
১৬ নভেম্বর ২০১৪ বনাম ভারত
ওডিআই অভিষেক
(ক্যাপ ৫৪)
১০ মার্চ ২০০৯ বনাম অস্ট্রেলিয়া
ওডিআই শার্ট নং
টি২০আই অভিষেক
(ক্যাপ ১৯)
১৬ জুন ২০০৯ বনাম অস্ট্রেলিয়া
ঘরোয়া দলের তথ্য
বছরদল
ইস্টার্ন প্রভিন্স মহিলা
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই টি২০আই
ম্যাচ সংখ্যা ৭৩ ৫০
রানের সংখ্যা ১৯ ১,৪১৪ ৫৫৩
ব্যাটিং গড় ৯.৫০ ২৮.৮৫ ১৭.২৮
১০০/৫০ ০/০ ১/৬ ০/০
সর্বোচ্চ রান ১৯ ১০২* ৪০
বল করেছে ৯৬ ৩,০৭১ ৭৮৩
উইকেট ৭৩ ৪১
বোলিং গড় ২৪.৭৮ ১৫.৭৫
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং ৪/২১ ৪/৬
ক্যাচ/স্ট্যাম্পিং ১/– ১৫/– ১৪/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

খেলোয়াড়ী জীবন সম্পাদনা

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলে অন্তর্ভূক্তির পর থেকে এ পর্যন্ত ৪৬টি ওডিআই এবং ৪০টি টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অংশ নিয়েছেন। ১০ মার্চ, ২০০৯ তারিখে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই অভিষেক ঘটে। একই বছরের ১৬ জুন তারিখে একই দলের বিপক্ষে টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অভিষিক্ত হন। ৫ বছর পর ১৬ নভেম্বর, ২০১৪ তারিখে ভারতের বিপক্ষে টেস্ট খেলায় অভিষেক ঘটে তার।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Player Profile: Marizanne Kapp"Cricinfo। সংগ্রহের তারিখ ২০১০-০৪-০৩ 

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা

গ্যালারী চিত্র সম্পাদনা