২০১৬–১৭ দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দলের বাংলাদেশ সফর

ক্রিকেট খেলা

দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দল পূর্ব নির্ধারিত সময়সূচী মোতাবেক জানুয়ারি, ২০১৭ সালে বাংলাদেশ সফরে আসে।[১] এ সফরে দলটি ৫টি একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়।[২] প্রকৃতপক্ষে এ সফরটি অক্টোবর, ২০১৫ সালে আয়োজনের কথা ছিল। ঐ সফরে ৩টি ওডিআই ও ৪টি টি২০আই খেলা আয়োজনের ব্যবস্থা থাকলেও বিসিবি বা সিএসএ’র তরফ থেকে কোন কারণ ব্যাখ্যা করা হয়নি।

২০১৬-১৭ দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দলের বাংলাদেশ সফর
 
  বাংলাদেশী মহিলা দক্ষিণ আফ্রিকান মহিলা
তারিখ ১২ – ২০ জানুয়ারি ২০১৭
অধিনায়ক রুমানা আহমেদ ডেন ফন নাইকার্ক
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৫ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকান মহিলা ৪–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান রুমানা আহমেদ (১৪২) লিজেল লি (২৬৮)
সর্বাধিক উইকেট খাদিজা তুল কুবরা (১১) সুন লুস (৭)
সিরিজ সেরা খেলোয়াড় লিজেল লি (দক্ষিণ আফ্রিকা)

দক্ষিণ আফ্রিকা এ সিরিজে ৪-১ ব্যবধানে জয়ী হয়।[৩]

দলীয় সদস্য সম্পাদনা

ডব্লিউওডিআই সিরিজ
  বাংলাদেশ[৪][৫]   দক্ষিণ আফ্রিকা[৬]

ডব্লিউওডিআই সিরিজ সম্পাদনা

১ম ডব্লিউওডিআই সম্পাদনা

১২ জানুয়ারি, ২০১৭
০৯:৩০
স্কোরকার্ড
ডব্লিউওডিআই#১০২৫
দক্ষিণ আফ্রিকা  
২৫১/৩ (৫০ ওভার)
  বাংলাদেশ
১৬৫/৬ (৫০ ওভার)
লিজেল লি ৮৭ (৭১)
সালমা খাতুন ২/৩০ (৪ ওভার)
নিগার সুলতানা ৫৯* (৯০)
সুন লুস ৩/৫২ (১০ ওভার)
  • বাংলাদেশ টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • দক্ষিণ আফ্রিকা ১-০ ব্যবধানে এগিয়ে।

২য় ডব্লিউওডিআই সম্পাদনা

১৪ জানুয়ারি ২০১৭
০৯:৩০
স্কোরকার্ড
ডব্লিউওডিআই#১০২৬
দক্ষিণ আফ্রিকা  
২২৩ (৪৯ ওভার)
  বাংলাদেশ
২০৬/৮ (৫০ ওভার)
লিজেল লি ৭০ (৫৭)
খাদিজা তুল কুবরা ৪/৫৬ (১০ ওভার)
শারমিন আক্তার ৭৪ (১২৭)
সুন লুস ২/৩১ (১০ ওভার)
দক্ষিণ আফ্রিকা ১৭ রানে জয়ী
শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কক্সবাজার
আম্পায়ার: মাহফুজুর রহমান ও মাসুদুর রহমান (বাংলাদেশ)
ম্যাচ সেরা খেলোয়াড়: লিজেল লি (দক্ষিণ আফ্রিকা)
  • দক্ষিণ আফ্রিকা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • দক্ষিণ আফ্রিকা ২-০ ব্যবধানে এগিয়ে।

৩য় ডব্লিউওডিআই সম্পাদনা

১৬ জানুয়ারি, ২০১৭
০৯:৩০
স্কোরকার্ড
ডব্লিউওডিআই#১০২৭
বাংলাদেশ  
১৩৬ (৪৯ ওভার)
  দক্ষিণ আফ্রিকা
১২৬ (৩১.২ ওভার)
লিজেল লি ৪৬ (৩১)
খাদিজা তুল কুবরা ৪/৩৩ (১০ ওভার)
  • বাংলাদেশ টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • শারমিন সুলতানা (বাংলাদেশ) তার ডব্লিউওডিআই ওডিআই অভিষেক হয়।
  • বাংলাদেশ ১-২ ব্যবধানে পিছিয়ে।

৪র্থ ডব্লিউওডিআই সম্পাদনা

১৮ জানুয়ারি ২০১৭
০৯:৩০
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা  
২৫১/৭ (৫০ ওভার)
  বাংলাদেশ
১৫৭ (৫০ ওভার)
ফারজানা হক ৬৭ (১৪৪)
আয়াবঙ্গা খাকা ৩/৩৪ (১০ ওভার)
  • দক্ষিণ আফ্রিকা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

৫ম ডব্লিউওডিআই সম্পাদনা

২০ জানুয়ারি ২০১৭
০৯:৩০
স্কোরকার্ড
বাংলাদেশ  
৬৮ (৩৬.৩ ওভার)
  দক্ষিণ আফ্রিকা
৬৯/২ (১০ ওভার)
লিজেল লি ৩৭ (১৯)
রুমানা আহমেদ ১/১৩ (৩ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে জয়ী
শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কক্সবাজার
আম্পায়ার: আনিসুর রহমান (বাংলাদেশ) ও মাহফুজুর রহমান (বাংলাদেশ)
ম্যাচ সেরা খেলোয়াড়: ওরিন কারস্টেন (দক্ষিণ আফ্রিকা)
  • বাংলাদেশ টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Series Home"Espncricinfo। সংগ্রহের তারিখ ২৮ ডিসে ২০১৬ 
  2. "Schedule"Cricketarchive। সংগ্রহের তারিখ ২৮ ডিসে ২০১৬ 
  3. "SA women win after knocking Bangladesh out for 68"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৭ 
  4. আজ বিকেলে আসছে প্রোটিয়া মহিলা দল, ৯ জানুয়ারি ২০১৭, সংগ্রহ: ৯ জানুয়ারি ২০১৭
  5. "Bangladesh women's squad against on CSA squad in ESPNCricinfo"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৭ 
  6. "CSA announce Proteas women's squad to tour Bangladesh"। Cricket South Africa। ৮ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৭