মহিলাদের একদিনের আন্তর্জাতিক

(Women's One Day International cricket থেকে পুনর্নির্দেশিত)

মহিলাদের একদিনের আন্তর্জাতিক (ওডিআই) মহিলাদের সীমিত ওভারের ক্রিকেট খেলার একটি স্তর। পুরুষদের ক্রিকেটের সাথে মিল রেখে খেলায় উভয় দল ৫০ ওভার বোলিং করে থাকে। ১৯৭৩ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত প্রথম মহিলাদের বিশ্বকাপের মাধ্যমে প্রথমবারের মতো মহিলাদের ওডিআই অনুষ্ঠিত হয়েছিল। ঐ খেলায় স্বাগতিক ইংল্যান্ড ক্রিকেট দল আন্তর্জাতিক একাদশকে পরাজিত করে।

অংশগ্রহণকারী দল

সম্পাদনা

২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষণা করে যে, কেবলমাত্র শীর্ষ-১০ র‌্যাঙ্কিংধারী দলগুলো টেস্ট ও একদিনের আন্তর্জাতিকের মর্যাদা লাভ করবে। ২০১১ সালের মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্বে শীর্ষ-৬ স্থানে অবস্থান না করায় নেদারল্যান্ডস তাদের ওডিআই মর্যাদা হারায়। শীর্ষ-৪ দলের একদিনের আন্তর্জাতিকের মর্যাদা থাকায় তাদেরকে বাছাইপর্বে খেলার প্রয়োজন পড়েনি। বাংলাদেশ দল নেদারল্যান্ডসের পরিবর্তে একদিনের আন্তর্জাতিকের মর্যাদা পায়। [] নিম্নবর্ণিত দেশসমূহ বর্তমানে ওডিআই মর্যাদার অধিকারী:

নিম্নবর্ণিত দলগুলো ওডিআই খেলার যোগ্যতা রাখলেও বর্তমানে তাদের ওডিআই মর্যাদা নেই। তবে ভবিষ্যতে তারা এ মর্যাদার অধিকারী হতে পারবে।

নিম্নবর্ণিত চারটি দলের একদিনের আন্তর্জাতিকের মর্যাদা ছিল কিন্তু বর্তমানে তারা এ খেলায় অংশগ্রহণ করছে না। তন্মধ্যে তিনটি দলই ১৯৭৩ সালের ক্রিকেট বিশ্বকাপে খেলেছিল। চারটি সাবেক দল হলো:

র‌্যাঙ্কিং

সম্পাদনা
আইসিসি মহিলা ওডিআই র‌্যাঙ্কিং
অবস্থান দল খেলা পয়েন্ট রেটিং
  অস্ট্রেলিয়া ২১ ৩৩৭৯ ১৬১
  ইংল্যান্ড ২৫ ২৯৮৩ ১১৯
  দক্ষিণ আফ্রিকা ২৯ ৩৩৯০ ১১৭
  ভারত ২৬ ২৯৩৪ ১১৩
  নিউজিল্যান্ড ২৬ ২৩৯২ ৯২
  ওয়েস্ট ইন্ডিজ ২২ ১৮৭২ ৮৫
  পাকিস্তান ২০ ১৪৯৬ ৭৫
  বাংলাদেশ ৩০৬ ৬১
  শ্রীলঙ্কা ১১ ৫১৯ ৪৭
১০   আয়ারল্যান্ড ২৫ ১৩
সূত্র: আইসিসি ওডিআই র‌্যাঙ্কিং, ক্রিকইনফো ওডিআই র‌্যাঙ্কিং ৩ নভেম্বর, ২০২১

দলগত পরিসংখ্যান

সম্পাদনা
দল মেয়াদকাল খেলা জয় পরাজয় টাই ফলাফল হয়নি % জয়
  অস্ট্রেলিয়া ১৯৭৩-২০১৪ ২৭৫ ২১২ ৫৬ ৭৮.৯৯
  বাংলাদেশ ২০১১-২০১৪ ১৬ ১২ ৭৫.০০
  ডেনমার্ক ১৯৮৯-১৯৯৯ ৩৩ ২৭ ১৮.১৮
  ইংল্যান্ড ১৯৭৩-২০১৪ ২৮৯ ১৬৫ ১১২ ১০ ৫৯.৪৯
  ভারত ১৯৭৮-২০১৪ ২১১ ১০৯ ৯৭ ৫২.৮৯
 আন্তর্জাতিক একাদশ ১৯৭৩-১৯৮২ ১৮ ১৪ ১৭.৬৪
  আয়ারল্যান্ড ১৯৮৭-২০১৪ ১৩০ ৩৮ ৮৭ ৩০.৪০
  জ্যামাইকা ১৯৭৩ ২০.০০
  জাপান ২০০৩ ০.০০
  নেদারল্যান্ডস ১৯৮৪-২০১১ ১০১ ১৯ ৮১ ১৯.০০
  নিউজিল্যান্ড ১৯৭৩-২০১৪ ২৭৮ ১৩৬ ১৩৪ ৫০.৩৬
  পাকিস্তান ১৯৯৭-২০১৪ ১১২ ৩১ ৭৯ ২৮.১৮
  স্কটল্যান্ড ২০০১-২০০৩ ১২.৫০
  দক্ষিণ আফ্রিকা ১৯৯৭-২০১৪ ১১৫ ৫৪ ৫৪ ৫০.০০
  শ্রীলঙ্কা ১৯৯৭-২০১৪ ১১০ ৪৯ ৫৭ ৪৬.২২
  ত্রিনিদাদ ও টোবাগো ১৯৭৩ ৩৩.৩৩
  ওয়েস্ট ইন্ডিজ ১৯৭৯-২০১৪ ১২৬ ৬২ ৫৯ ৫১.২২
  ইয়ং ইংল্যান্ড ১৯৭৩ ১৬.৬৬
উৎস: ক্রিকইনফো, সর্বশেষ হালনাগাদ: ২০ সেপ্টেম্বর, ২০১৪। জয়ের শতাংশের বাইরে ফলাফলবিহীন রাখা হয়েছে। এছাড়াও টাই হলে অর্ধ-জয় ধরা হয়েছে।

রেকর্ডসমূহ

সম্পাদনা

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Ireland and Bangladesh secure ODI status"। ICC। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]