ইন্দ্রদীপ দাশগুপ্ত

ভারতীয় সঙ্গীত রচয়িতা
(Indraadip Dasgupta থেকে পুনর্নির্দেশিত)

ইন্দ্রদীপ দাশগুপ্ত একজন বিখ্যাত ভারতীয় বাংলা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক[] তিনি ১৭ই জানুয়ারি, ১৯৭৩-এ জন্মগ্রহণ করেন।

ইন্দ্রদীপ দাশগুপ্ত
জন্ম (1973-01-17) ১৭ জানুয়ারি ১৯৭৩ (বয়স ৫১)
জাতীয়তাভারতীয়
কর্মজীবন২০০৩-বর্তমান
পরিচিতির কারণসঙ্গীত পরিচালক

সঙ্গীত পরিচালিত চলচ্চিত্র

সম্পাদনা
সাল চলচ্চিত্র অভিনয়ে প্রযোজনা
২০১৬ কেলোর কীর্তি দেব, নুসরাত শ্রী ভেঙ্কটেশ ফিল্মস
২০১৪ গল্প হলেও সত্যি সোহম চক্রবর্তী, মিমি চক্রবর্তী শ্রী ভেঙ্কটেশ ফিল্মস
২০১৪ অভিশপ্ত নাইটি পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম, ইন্দ্রনীল সেনগুপ্ত শ্রী ভেঙ্কটেশ ফিল্মস
২০১৩ চাঁদের পাহাড় দেব শ্রী ভেঙ্কটেশ ফিল্মস
২০১৩ মিশর রহস্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আরিয়ান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস
২০১৩ প্রলয় পরমব্রত চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী শ্রী ভেঙ্কটেশ ফিল্মসরাজ চক্রবর্তীস প্রোডাকশন
২০১৩ মিসেস সেন ঋতুপর্ণা সেনগুপ্ত, রোহিত রায়, হৃশিতা ভট্ট
২০১৩ কানামাছি অঙ্কুশ হাজরা, শ্রাবণ্তী এসকে মুভিজ
২০১৩ হাওয়া বদল পরমব্রত চট্টোপাধ্যায়, রাইমা সেন সারেগামা
২০১২ তিন কণ্যা
২০১১ চারুলতা
২০১১ চ্যাপলিন
২০১১ জানি দেখা হবে
২০১১ ফাইটার[] জিৎ, শ্রাবণ্তী
২০১১ শত্রু[][] জিৎ, নুসরাত জাহান এসকে মুভিজ
২০১০ লে ছক্কা দেব, পায়েল সরকার এসকে মুভিজ
২০০৯ এই পৃথিবী তোমার আমার
২০০৯ বিষ
২০০৯ কালের রাখাল
২০০৮ বর আসবে এখুনি যিশু সেনগুপ্ত, কোয়েল মল্লিক
২০০৪ প্রহর
২০০৪ তিন এক্কে তিন
২০০৩ মহুল বনির সেরেং

তিনি কানামাছি চলচ্চিত্রের মন বাওয়ারে গানটিই শুধু পরিচালনা করেন। এছাড়া বোঝেনা সে বোঝেনা চলচ্চিত্রে তিনি ব্যাকগ্রাউন্ড সঙ্গীত দিয়েছেন।

পুরস্কার

সম্পাদনা
  • বর আসবে এখুনি চলচ্চিত্রের জন্য আনন্দলোক অ্যাওয়ার্ড-এর মনোনয়ন (২০০৮)
  • লে ছক্কা চলচ্চিত্রের জন্য আনন্দলোক অ্যাওয়ার্ড-এর মনোনয়ন (২০১০)[]
  • ২২শে শ্রাবণ চলচ্চিত্রে শ্রেষ্ঠ ব্যাকগ্রাউন্ড মিউজিক স্কোর-এর জন্য মির্‌চি মিউজিক অ্যাওয়ার্ড (২০১১)
  • মন ফকিরা অ্যালবামের জন্য মির্‌চি মিউজিক অ্যাওয়ার্ড
  • চ্যাপলিন চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে স্টার গাইড ফিল্ম অ্যাওয়ার্ড (২০১১)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. http://www.imdb.com/name/nm3368685/
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১০ ফেব্রুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৩ 
  3. http://www.telegraphindia.com/1100611/jsp/entertainment/story_12551403.jsp
  4. http://calcuttatube.com/ley-chakka-2010-bengali-movie-review/98782/
  5. "anondolok film award 2010"। ১০ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৩