ইন্দ্রদীপ দাশগুপ্ত
ভারতীয় সঙ্গীত রচয়িতা
(Indraadip Dasgupta থেকে পুনর্নির্দেশিত)
ইন্দ্রদীপ দাশগুপ্ত একজন বিখ্যাত ভারতীয় বাংলা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক।[১] তিনি ১৭ই জানুয়ারি, ১৯৭৩-এ জন্মগ্রহণ করেন।
ইন্দ্রদীপ দাশগুপ্ত | |
---|---|
জন্ম | ১৭ জানুয়ারি ১৯৭৩ |
জাতীয়তা | ভারতীয় |
কর্মজীবন | ২০০৩-বর্তমান |
পরিচিতির কারণ | সঙ্গীত পরিচালক |
সঙ্গীত পরিচালিত চলচ্চিত্র
সম্পাদনাসাল | চলচ্চিত্র | অভিনয়ে | প্রযোজনা |
---|---|---|---|
২০১৬ | কেলোর কীর্তি | দেব, নুসরাত | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস |
২০১৪ | গল্প হলেও সত্যি | সোহম চক্রবর্তী, মিমি চক্রবর্তী | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস |
২০১৪ | অভিশপ্ত নাইটি | পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম, ইন্দ্রনীল সেনগুপ্ত | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস |
২০১৩ | চাঁদের পাহাড় | দেব | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস |
২০১৩ | মিশর রহস্য | প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আরিয়ান | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস |
২০১৩ | প্রলয় | পরমব্রত চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ও রাজ চক্রবর্তীস প্রোডাকশন |
২০১৩ | মিসেস সেন | ঋতুপর্ণা সেনগুপ্ত, রোহিত রায়, হৃশিতা ভট্ট | |
২০১৩ | কানামাছি | অঙ্কুশ হাজরা, শ্রাবণ্তী | এসকে মুভিজ |
২০১৩ | হাওয়া বদল | পরমব্রত চট্টোপাধ্যায়, রাইমা সেন | সারেগামা |
২০১২ | তিন কণ্যা | ||
২০১১ | চারুলতা | ||
২০১১ | চ্যাপলিন | ||
২০১১ | জানি দেখা হবে | ||
২০১১ | ফাইটার[২] | জিৎ, শ্রাবণ্তী | |
২০১১ | শত্রু[৩][৪] | জিৎ, নুসরাত জাহান | এসকে মুভিজ |
২০১০ | লে ছক্কা | দেব, পায়েল সরকার | এসকে মুভিজ |
২০০৯ | এই পৃথিবী তোমার আমার | ||
২০০৯ | বিষ | ||
২০০৯ | কালের রাখাল | ||
২০০৮ | বর আসবে এখুনি | যিশু সেনগুপ্ত, কোয়েল মল্লিক | |
২০০৪ | প্রহর | ||
২০০৪ | তিন এক্কে তিন | ||
২০০৩ | মহুল বনির সেরেং |
তিনি কানামাছি চলচ্চিত্রের মন বাওয়ারে গানটিই শুধু পরিচালনা করেন। এছাড়া বোঝেনা সে বোঝেনা চলচ্চিত্রে তিনি ব্যাকগ্রাউন্ড সঙ্গীত দিয়েছেন।
পুরস্কার
সম্পাদনা- বর আসবে এখুনি চলচ্চিত্রের জন্য আনন্দলোক অ্যাওয়ার্ড-এর মনোনয়ন (২০০৮)
- লে ছক্কা চলচ্চিত্রের জন্য আনন্দলোক অ্যাওয়ার্ড-এর মনোনয়ন (২০১০)[৫]
- ২২শে শ্রাবণ চলচ্চিত্রে শ্রেষ্ঠ ব্যাকগ্রাউন্ড মিউজিক স্কোর-এর জন্য মির্চি মিউজিক অ্যাওয়ার্ড (২০১১)
- মন ফকিরা অ্যালবামের জন্য মির্চি মিউজিক অ্যাওয়ার্ড
- চ্যাপলিন চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে স্টার গাইড ফিল্ম অ্যাওয়ার্ড (২০১১)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ http://www.imdb.com/name/nm3368685/
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১০ ফেব্রুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৩।
- ↑ http://www.telegraphindia.com/1100611/jsp/entertainment/story_12551403.jsp
- ↑ http://calcuttatube.com/ley-chakka-2010-bengali-movie-review/98782/
- ↑ "anondolok film award 2010"। ১০ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৩।