গণ্ডকী প্রদেশ
গণ্ডকী প্রদেশ (নেপালি: गण्डकी प्रदेश) নেপালের নতুন সংবিধানের মাধ্যমে প্রতিষ্ঠিত সাতটি প্রদেশের অন্যতম।[১] এর রাজধানী পোখরা। গণ্ডকী প্রদেশের উত্তরে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল, পূর্বে প্রদেশ নং ৩, পশ্চিমে কর্ণালী প্রদেশ এবং দক্ষিণে প্রদেশ নং ৫ ও ভারতের উত্তর প্রদেশ অবস্থিত। গণ্ডকী প্রদেশের মোট আয়তন প্রায় ২১,৫০৪ বর্গ কি.মি. এবং জনসংখ্যা প্রায় ২,৪০৩,৭৫৭ জন।[২]
গণ্ডকী প্রদেশ गण्डकी प्रदेश | |
---|---|
প্রদেশ | |
উপর থেকে, বাম থেকে ডানে অন্নপূর্ণা পর্বতশৃঙ্গ, মছপুচ্ছরে পর্বত, উচ্চ মুস্তাং, তিলিচো হ্রদ, মনোকামনা মন্দির, মুক্তিনাথ মন্দির, ফেওয়া হ্রদ এবং গোরখা দরবার | |
গণ্ডকী প্রদেশের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৮°১২′৩৪″ উত্তর ৮৩°৫৯′২৯″ পূর্ব / ২৮.২০৯৪৪° উত্তর ৮৩.৯৯১৩৯° পূর্ব | |
দেশ | নেপাল |
প্রতিষ্ঠা | ২০ সেপ্টেম্বর ২০১৫ |
রাজধানী ও বৃহত্তম শহর | পোখরা |
জেলা | ১১ |
সরকার | |
• শাসক | গণ্ডকী প্রদেশ সরকার |
• গভর্নর | বাবুরাম কন্বর |
• মুখ্যমন্ত্রী | পৃথ্বী সুব্বা গুরুং (এনসিপি) |
• উচ্চ আদালত | পোখরা উচ্চ আদালত |
• প্রদেশ সভা | এককক্ষবিশিষ্ট (৬০ আসন) |
• প্রতিনিধি সভায় আসন | ১৮ |
আয়তন | |
• মোট | ২১,৭৩৩ বর্গকিমি (৮,৩৯১ বর্গমাইল) |
এলাকার ক্রম | ৪র্থ |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২৪,০৩,৭৫৭ |
• ক্রম | ৬ষ্ঠ |
• জনঘনত্ব | ১১০/বর্গকিমি (২৯০/বর্গমাইল) |
• ঘনত্বের ক্রম | ৬ষ্ঠ |
বিশেষণ | গণ্ডকেলী |
সময় অঞ্চল | এনএসটি (ইউটিসি+০৫:৪৫) |
ভৌগোলিক কোড | এনপি-এফও |
ভাষাসমূহ |
|
এইচডিআই সূচক | ০.৫৬৭ (মধ্যম) |
সাক্ষরতা | ৭৪.৮১% |
লিঙ্গানুপাত | ৮৩.৮৪ ♂/১০০ ♀ (২০১১) |
ওয়েবসাইট | ocmcm |
২০১৮ সালের জুলাই মাসে প্রদেশ সভার নবনির্বাচিত সদস্যরা প্রদেশ নং ৪-এর স্থায়ী নাম হিসেবে গণ্ডকী প্রদেশ নির্ধারণ করেন।
ইতিহাস
সম্পাদনাগণ্ডকী নদীর নামানুসারে প্রদেশের নামকরণ করা হয়েছে "গণ্ডকী প্রদেশ"। গণ্ডকী প্রদেশের প্রতিটি জেলার কৃষি ও সেচ ব্যবস্থায় গণ্ডকী নদী গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। এছাড়া এই নামটি গণ্ডকী নদী তীরের সভ্যতাকেও নির্দেশ করে।
গণ্ডকী প্রদেশ নেপালের দুইটি পূর্বতন অঞ্চল গণ্ডকী ও ধলাগিরি অঞ্চল এবং লুম্বিনী অঞ্চলের নবলপরাসী জেলার নবলপুর নিয়ে গঠিত হয়।
ভৌগোলিক অবস্থা
সম্পাদনাগণ্ডকী প্রদেশের আয়তন প্রায় ২১,৭৭৩ বর্গ কিলোমিটার, যা নেপালের মোট আয়তনের প্রায় ১৪.৬৬%। প্রদেশটি নেপালের হিমালয়ান, পার্বত্য ও তরাই অঞ্চলব্যাপী বিস্তৃত। প্রদেশের ৫,৯১৯ বর্গ কিলোমিটার এলাকা (২৬.৮%) হিমালয় অঞ্চল, ১৪,৬০৪ বর্গ কিলোমিটার (৬৭.২%) পার্বত্য অঞ্চল ও ১,৩১০ বর্গ কিলোমিটার (৬%) এলাকা তরাই অঞ্চলে বিস্তৃত।[৩]
শহর | আগস্ট (°ফা) | আগস্ট (°সে) | জানুয়ারি (°ফা) | জানুয়ারি (°সে) | বার্ষিক বৃষ্টিপাত (মিমি/ইঞ্চি) |
---|---|---|---|---|---|
পোখরা | ৭৪.৮ | ২৩.৮ | ৫০.৪ | ১০.২ | ২০১০.৩/৭৯.১ |
বাগলুঙ | ৭২.১ | ২২.৩ | ৪৭.৫ | ৮.৬ | ১৭৬৬.১/৬৯.৫ |
ওয়ালিঙ | ৭৭.৫ | ২৫.৩ | ৫৪.১ | ১২.৩ | ২০৮৯.৭/৮২.৩ |
বেসীশহর | ৭২.৩ | ২২.৩ | ৪৭.৫ | ৮.৬ | ১৬৩৯.৬/৬৪.৬ |
চিতরে | ৬০.৮ | ১৬ | ৩৩.৪ | ০.৮ | ১০৯৪.৭/৪৩.১ |
সরকার ও প্রশাসন
সম্পাদনানেপালের নতুন সংবিধান অনুসারে, গণ্ডকী প্রদেশের প্রধান প্রশাসনিক কর্মকর্তা হলেন গভর্নর, সরকারের প্রধান হলেন মুখ্যমন্ত্রী এবং প্রদেশের বিচার বিভাগের প্রধান হলেন পোখরা উচ্চ আদালতের প্রধান বিচারপতি।[৫] গণ্ডকী প্রদেশের বর্তমান গভর্নর হলেন বাবুরাম কন্বর, মুখ্যমন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং এবং পোখরা উচ্চ আদালতের প্রধান বিচারপতি হলেন পুরুষোত্তম ভাণ্ডারী।[৬][৭] গণ্ডকী প্রদেশ সভার আসন সংখ্যা ৬০। নেপালের কেন্দ্রীয় প্রতিনিধি সভার ১৮ জন সদস্য এই প্রদেশ থেকে নির্বাচিত হন।[৮]
নেপালের অন্য ৬ প্রদেশের মতো গণ্ডকী প্রদেশের প্রদেশ সভা এক কক্ষ বিশিষ্ট। প্রতিটি নির্বাচিত প্রদেশ সভার মেয়াদ পাঁচ বছর। প্রদেশের প্রদেশ সভার অস্থায়ী কার্যালয় পোখরার নগর উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে অবস্থিত।[৯]
প্রশাসনিক বিভাগসমূহ
সম্পাদনাগণ্ডকী প্রদেশে মোট ১১টি জেলা রয়েছে। প্রতিটি জেলার প্রশাসনিক দায়িত্ব পালন করেন জেলা সমন্বয় কমিটির প্রধান ও জেলা প্রশাসন কর্মকর্তা। প্রতিটি জেলা আবার নগরপালিকা ও গ্রামপালিকায় বিভক্ত। গণ্ডকী প্রদেশে একটি মহানগরপালিকা, ২৬টি নগরপালিকা এবং ৫৮টি গ্রামপালিকা রয়েছে।[১০]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনাগণ্ডকী প্রদেশের জনসংখ্যা প্রায় ২৪,০৩,০১৬ জন, যা নেপালের মোট জনসংখ্যার প্রায় ৯.০৬%। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ১১০ জন। প্রদেশের জনসংখ্যা বৃদ্ধির হার -০.৩৩%। ২০১১ সালের জনগণনা অনুসারে পুরুষ জনগোষ্ঠীর সংখ্যা ৯,৪৮,০২৮ জন এবং মহিলাদের সংখ্যা ১১,৪৪,১২৪ জন, অর্থাৎ প্রতি ১০০ জন মহিলার বিপরীতে ৮৯ জন পুরুষ। মোট জনসংখ্যার প্রায় ৬০.৫% (১৪,৫২,১৮৬ জন) শহুরে বাসিন্দা এবং প্রায় ৩৯.৫% (৯,৪৩,৬৫২ জন) গ্রামের বাসিন্দা।[৩]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Nepal Provinces"। statoids.com। সংগ্রহের তারিখ ২০১৬-০৩-২১।
- ↑ "Gandaki Province in Nepal population"। www.citypopulation.de (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৬-০৪।
- ↑ ক খ "Province Profile" (পিডিএফ)। Government of Province No. 4। ২৮ এপ্রিল ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "Nepal Travel Weather Averages (Weatherbase)"। Weatherbase। ২০২০-০৯-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-২৮।
- ↑ "High Courts get their chief judges" (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৩-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-২৭।
- ↑ "Prithvi Subba Gurung appointed as Province 4 CM - The Himalayan Times"। The Himalayan Times (ইংরেজি ভাষায়)। ২০১৮-০২-১২। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-২৭।
- ↑ "President of Nepal administers oath to Chiefs of seven provinces | DD News"। ddnews.gov.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-২৭।
- ↑ "CDC creates 495 constituencies"। The Himalayan Times (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৮-৩১। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-২৭।
- ↑ "First Provincial Assembly meeting of province 4 begins" (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৪-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-২৭।
- ↑ "स्थानिय तह"। 103.69.124.141। ২০১৮-০৮-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-২৭।