এফ৩: ফান অ্যান্ড ফ্রাস্ট্রেশন

২০২২–এর তেলুগু চলচ্চিত্র
(F3 (film) থেকে পুনর্নির্দেশিত)

এফ৩: ফান অ্যান্ড ফ্রাস্ট্রেশন হলো ২০২২ সালের একটি ভারতীয় তেলুগু ভাষার হাস্যরসাত্মক নাট্য চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন অনিল রাবিপুড়ি। এটি এফ২ (২০১৯)-এর একটি সিক্যুয়েল এবং ফান অ্যান্ড ফ্রাস্ট্রেশন ধারাবাহিকের দ্বিতীয় কিস্তি। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ভেঙ্কটেশ, বরুণ তেজ, তামান্নামেহরীন পীরজাদা। চলচ্চিত্রটি ২০২২ সালের ২৭ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং বাণিজ্যিকভাবে সফল হয়।

এফ৩: ফান অ্যান্ড ফ্রাস্ট্রেশন
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকঅনিল রাবিপুড়ি
প্রযোজকসিরিশ
রচয়িতাঅনিল রাবিপুড়ি
শ্রেষ্ঠাংশে
সুরকারদেবী শ্রী প্রসাদ
চিত্রগ্রাহকসাই শ্রী রাম
সম্পাদকথাম্মিরাজু
প্রযোজনা
কোম্পানি
দিল রাজু প্রোডাকশন
পরিবেশকশ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশন্স
মুক্তি
  • ২৭ মে ২০২২ (2022-05-27)
স্থিতিকাল১৪৮ মিনিট[১]
দেশভারত
ভাষাতেলুগু
নির্মাণব্যয়₹৭০ কোটি[২]
আয়প্রা. ₹১২৬ কোটি[৩]

অভিনয়ে

সম্পাদনা
  • ভেঙ্কটেশ – ভেঙ্কি
  • বরুণ তেজ – বরুণ যাদব
  • তামান্না – হরিকা
  • মেহরীন পীরজাদা – হানি
  • রাজেন্দ্র প্রসাদ – সি.আই. নাগারাজু
  • মুরালি শর্মা – আনন্দ প্রসাদ
  • সুনীল – কাত্থি সিনু
  • সোনাল চৌহান – আনন্দ প্রসাদের বন্ধুর মেয়ে
  • আলী – পালা বেবি
  • সম্পদ রাজ – কমিশনার দিলীপ চন্দ্র
  • তুলসী – ভেঙ্কির সৎ মা
  • গোপারাজু রমনা – ভেঙ্কির বাবা
  • সত্য – চোর
  • প্রগতি – হরিকা ও হানির মা
  • প্রদীপ কোন্ডিপার্থি – গোবিন্দরাজু, হরিকা ও হানির বাবা
  • ওয়াই. বিজয়া – মঙ্গা, হরিকা ও হানির পিতামহী
  • অন্নপূর্ণা – গঙ্গা, হরিকা ও হানির পিতামহী
  • বেন্নেলা কিশোর – জুনিয়র আর্টিস্ট
  • রঘু বাবু – ভেঙ্কির সঙ্গী
  • শ্রীকান্ত আয়েঙ্গার – আনন্দ প্রসাদের সহকারী
  • তানিকেল্লা ভারানি – পুলিশ অফিসার
  • পূজা হেগড়ে – স্বভূমিকায় ("লাইফ আন্তে ইত্তা ভুন্ডালা" গানে ক্ষণিক উপস্থিতি)

সাউন্ডট্র্যাক

সম্পাদনা
এফ৩
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম
মুক্তির তারিখ৩ জুন ২০২২ (2022-06-03)
শব্দধারণের সময়২০২১–২০২২
ঘরানাফিচার ফিল্ম সাউন্ডট্র্যাক
দৈর্ঘ্য১৩:৫৬
ভাষাতেলুগু
সঙ্গীত প্রকাশনীআদিত্য মিউজিক
প্রযোজকদেবী শ্রী প্রসাদ
দেবী শ্রী প্রসাদ কালক্রম
আদাভাল্লু মিকু জোহারলু
(২০২২)
এফ৩
(২০২২)
রাঙ্গা রাঙ্গা বৈভবাঙ্গা
(২০২২)
বহিঃস্থ অডিও
  ইউটিউবে অডিও জুকবক্স
এফ৩ থেকে একক গান
  1. "লাব ডাব লাব ডাব ডাব্বো"
    মুক্তির তারিখ: ৭ ফেব্রুয়ারি ২০২২
  2. "ও আ আহা আহা"
    মুক্তির তারিখ: ২২ এপ্রিল ২০২২
  3. "লাইফ আন্তে ইত্তা ভুন্ডালা"
    মুক্তির তারিখ: ১৭ মে ২০২২
ট্র্যাক তালিকায়ন
নং.শিরোনামগীতিকারসঙ্গীতশিল্পীদৈর্ঘ্য
১."লাব ডাব লাব ডাব ডাব্বো"ভাস্করভাটলারাম মিরিয়ালা৪:১৯
২."ও আ আহা আহা"কাসরলা শ্যামসাগর, সুনিধি চৌহান, লবিতা লোবো, এস.পি. অভিষেক৪:০৫
৩."লাইফ আন্তে ইত্তা ভুন্ডালা"কাসরলা শ্যামগীতা মাধুরী, রাহুল সিপলিগঞ্জ৪:১৩
৪."নিঙ্গি নেলা"কাসরলা শ্যামচিন্নাপোন্নু১:১৮
মোট দৈর্ঘ্য:১৩:৫৬

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "F3 Runtime"TrackTollywood 
  2. Makireddi, Varaprasad (২৭ নভেম্বর ২০২০)। "'F3'కి రూ.70 కోట్ల బడ్జెట్.. 'F2'తో పోలిస్తే రెండింతలు.. కారణాలు ఇవే!!"Samayam Telugu (তেলুগু ভাষায়)। 
  3. "గ్లోబ‌ల్ బాక్సాపీస్ వ‌ద్ద‌ 'F3' తాజా క‌లెక్ష‌న్లు ఇవే..!"Namaste Telangana (তেলুগু ভাষায়)। ২০২২-০৬-১৩। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা