এফ২: ফান অ্যান্ড ফ্রাস্ট্রেশন

২০১৯–এর তেলুগু চলচ্চিত্র

এফ২: ফান অ্যান্ড ফ্রাস্ট্রেশন হলো ২০১৯ সালের একটি ভারতীয় তেলুগু ভাষার হাস্যরসাত্মক নাট্য চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন অনিল রাবিপুড়ি। শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশন্সের অধীনে দিল রাজু ও সিরিশ-লক্ষ্মণ দ্বারা প্রযোজিত এই চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ভেঙ্কটেশ, বরুণ তেজ, তামান্নামেহরীন পীরজাদা। এতে সঙ্গীত পরিচালনা করেছেন দেবী শ্রী প্রসাদ

এফ২: ফান অ্যান্ড ফ্রাস্ট্রেশন
বঙ্গ প্লাটফর্মে মুক্তির পোস্টার
পরিচালকঅনিল রাবিপুড়ি
প্রযোজক
  • দিল রাজু
  • সিরিশ–লক্ষ্মণ
রচয়িতাঅনিল রাবিপুড়ি
শ্রেষ্ঠাংশে
সুরকারদেবী শ্রী প্রসাদ
চিত্রগ্রাহকসমীর রেড্ডি
সম্পাদকবিক্কিনা থাম্মিরাজু
প্রযোজনা
কোম্পানি
শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশন্স
পরিবেশকশ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশন্স
মুক্তি
  • ১২ জানুয়ারি ২০১৯ (2019-01-12)[১]
স্থিতিকাল১৫০ মিনিট
দেশভারত
ভাষাতেলুগু
নির্মাণব্যয়৩০ কোটি[২]
আয়প্রা. ₹১২৭.২০ কোটি[৩]

এফ২: ফান অ্যান্ড ফ্রাস্ট্রেশন ২০১৯ সালের ১২ জানুয়ারি সংক্রান্তির সময় প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং ৩০ কোটি নির্মাণব্যয়ের বিপরীতে ১২৭.২ কোটির অধিক আয় করে।[৪]

এটি ফান অ্যান্ড ফ্রাস্ট্রেশন ধারাবাহিকের প্রথম কিস্তি, এফ৩ নামে চলচ্চিত্রটির একটি সিক্যুয়েল ২০২২ সালের ২৭ মে মুক্তি পায়।[৫]

অভিনয়ে সম্পাদনা

  • ভেঙ্কটেশ – ভেঙ্কি
  • বরুণ তেজ – বরুণ যাদব
  • তামান্না – হরিকা
  • মেহরীন পীরজাদা – হানি
  • প্রকাশ রাজ – দোরাস্বামী নাইড়ু
  • নছরভারতীয় দূতাবাস কর্মকর্তা বিশ্বনাথ
  • রাজেন্দ্র প্রসাদ – প্রসাদ
  • বেন্নেলা কিশোর – জন স্নো
  • প্রিয়দর্শী পুল্লিকোন্ডা – দর্শী, বরুণের বন্ধু
  • রামাস্বামী নাইড়ু
  • রঘু বাবু – এমএলএ অঞ্জি রেড্ডি
  • সুব্বারাজু – দোরাস্বামী নাইড়ুর বড় ছেলে ও হরিকার বাগদত্তা
  • সত্যম রাজেশ – দোরাস্বামী নাইড়ুর ছোট ছেলে ও হানির বাগদত্তার
  • শ্রীনিবাস রেড্ডি – রাঙ্গা, দোরাস্বামী নাইড়ুর সেবক
  • হরি তেজা – পদ্মাবতী, দোরাস্বামী নাইড়ুর বোন
  • ব্রহ্মাজী – ডা. আলবার্ট নারায়ণ দাস, একজন মনোরোগ বিশেষজ্ঞ
  • ঈশ্বরী রাও – লক্ষ্মী
  • শিবনারায়ণ নারিপেড্ডি – হানির কলেজের অধ্যক্ষ
  • ঝাঁসি – কান্থাম্মা
  • প্রদীপ কোন্ডিপার্থি – গোবিন্দরাজু, হরিকা ও হানির বাবা
  • প্রগতি – হরিকা ও হানির মা
  • ওয়াই. বিজয়া – মঙ্গা, হরিকা ও হানির পিতামহী
  • অন্নপূর্ণা – গঙ্গা, হরিকা ও হানির পিতামহী
  • রাজশ্রী নায়ার – দোরাস্বামী নাইড়ুর স্ত্রী
  • রাজিথা – রামাস্বামী নাইড়ুর স্ত্রী
  • সত্য সাই শ্রীনিবাস – রবিশঙ্কর, ম্যারেজ ব্যুরোর মালিক
  • চমক চন্দ্র – চন্দ্র, হানির কলেজে সাংস্কৃতিক উৎসবের ব্যবস্থাপক
  • রকেট রাঘব – শপিং মলের সেলসম্যান
  • মাধবী ভুটলা – প্রসাদের প্রথম স্ত্রী
  • স্বর্ণা – প্রসাদের দ্বিতীয় স্ত্রী
  • অনসূয়া ভরদ্বাজ – অনসূয়া (ক্ষণিক চরিত্রাভিনয়)
  • অনিল রাবিপুড়ি – স্বভূমিকায় (ক্ষণিক চরিত্রাভিনয়)

নির্মাণ সম্পাদনা

চলচ্চিত্রটির প্রধান চিত্রগ্রহণ ২০১৮ সালের ২৭ জুন শুরু হয়েছিল।[৬]

সাউন্ডট্র্যাক সম্পাদনা

এফ২: ফান অ্যান্ড ফ্রাস্ট্রেশন
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম
মুক্তির তারিখ৩০ ডিসেম্বর ২০১৮
শব্দধারণের সময়২০১৮
ঘরানাফিচার ফিল্ম সাউন্ডট্র্যাক
দৈর্ঘ্য২৩:৫১
ভাষাতেলুগু
সঙ্গীত প্রকাশনীআদিত্য মিউজিক
প্রযোজকদেবী শ্রী প্রসাদ
দেবী শ্রী প্রসাদ কালক্রম
বিনয়া বিধেয়া রামা
(২০১৮)
এফ২: ফান অ্যান্ড ফ্রাস্ট্রেশন
(২০১৮)
চিত্রালহরি
(২০১৯)
এফ২: ফান অ্যান্ড ফ্রাস্ট্রেশন থেকে একক গান
  1. "রেচিপোধাম ব্রাদার"
    মুক্তির তারিখ: ২০ ডিসেম্বর ২০১৮
  2. "ইয়েন্থো ফান"
    মুক্তির তারিখ: ২৬ ডিসেম্বর ২০১৮
  3. "হানি ইজ দ্য বেস্ট"
    মুক্তির তারিখ: ২৯ ডিসেম্বর ২০১৮
ট্র্যাক তালিকায়ন
নং.শিরোনামগীতিকারসঙ্গীতশিল্পীদৈর্ঘ্য
১."রেচিপোধাম"কাসরলা শ্যামডেভিড সাইমন৩:৪৪
২."ইয়েন্থো ফান"শ্রীমণিদেবী শ্রী প্রসাদ৪:৩৪
৩."হানি ইজ দ্য বেস্ট"শ্রীমণিহরিহরসুধন৩:১০
৪."ধেন ধেন"কাসরলা শ্যামহেমচন্দ্র, শ্রাবণা ভার্গবী৩:৪৮
৫."গির্রা গির্রা"বালাজীসাগর, এম. এম. মানসী৪:৫৫
৬."ডিং ডং"কাসরলা শ্যামরাহুল সিপলিগঞ্জ, মালতী৩:৩৩
মোট দৈর্ঘ্য:২৩:৫১

সিক্যুয়েল সম্পাদনা

এফ২-এর সাফল্যের পর রাবিপুড়ি ও রাজু এফ৩ নামে একটি সিক্যুয়েল নির্মাণের পরিকল্পনা করেন। সিক্যুয়েলটি ২০২১ সালের ২৭ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু কোভিড-১৯ মহামারীর কারণে বিলম্ব ঘটে। অবশেষে এফ৩ ২০২২ সালের ২৭ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[৭][৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "F2 (Release Date)"greatandhra.com। ২২ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৮ 
  2. "Mahesh Babu playing extended cameo in 'F3'?"The News Minute। ২০২০-০২-২১। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৪ 
  3. "Tollywood Box office report - 2019: Highest grossing Telugu movies of the year"International Business Times। ২২ ডিসেম্বর ২০১৯। 
  4. "IFFI 2019 Announces Official Films Selection for Indian Panorama 2019"। ৬ অক্টোবর ২০১৯। ১ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৯ 
  5. "F3 confirms its release date: Venkatesh and Tamannaah starrer to arrive on August 27 - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০১-২৮ 
  6. Kaur, Jasmine (২৭ জুন ২০১৮)। "Tamannaah Bhatia, Mehreen Pirzada to share screen for F2: Fun and Frustration"NewsX। ১৩ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০১ 
  7. "Venkatesh, Varun Tej, Tamannaah Bhatia, Mehreen Pirzada starrer F3 concept revealed"Times of India। ২০২০-১২-১৩। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা