বরুণ তেজ

ভারতীয় অভিনেতা

কনিডেলা বরুণ তেজ (সংক্ষেপে বরুণ তেজ হিসাবেই সবচেয়ে বেশি পরিচিত; জন্ম: ১৯ জানুয়ারি ১৯৯০) হচ্ছেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, যিনি তার তেলুগু চলচ্চিত্র শিল্পে কাজের জন্য পরিচিত। তার চলচ্চিত্রে অভিষেক ঘটে পূজা হেগড়ের বিপরীতে শ্রীকান্ত আদালা পরিচালিত মুকুন্ডা চলচ্চিত্রের মাধ্যমে। তার দ্বিতীয় চলচ্চিত্র কাঁচে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর নির্মিত প্রথম ভারতীয় চলচ্চিত্র, বরুণ তেজের করা ধূপতি হরিবাবু ভূমিকাটি সমালোচকদের দ্বারা বহুল প্রশংসিত হয়। তিনি স্পেস-থ্রিলার অন্তরিক্ষাম ৯০০০ কেএমপিএইচ চলচ্চিত্রে মূখ্য ভূমিকায় অভিনয় করেন।[১]

বরুণ তেজ
২০১৮ সালে বরুণ তেজ
জন্ম (1990-01-19) ১৯ জানুয়ারি ১৯৯০ (বয়স ৩৪)
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেতা
কর্মজীবন২০১৪–বর্তমান
দাম্পত্য সঙ্গীলাবণ্য ত্রিপাঠী
পিতা-মাতাকনিডেলা নাগেন্দ্র বাবু (বাবা)
পদ্মজা কনিডেলা
আত্মীয়চিরঞ্জীবী পরিবার দেখুন

প্রাথমিক জীবন সম্পাদনা

তেজ তেলুগু চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক নাগেন্দ্র বাবুর ছেলে। তিনি অভিনেতা চিরঞ্জীবীর ভাতিজাও।[২]

তিনি ভারতীয় বিদ্যা ভবন, জুবিলী হিলস থেকে তার প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনা সম্পন্ন করেন।

চলচ্চিত্র সম্পাদনা

বছর শিরোনাম ভূমিকা টীকা
২০০০ হ্যান্ডস আপ! ভরুন শিশু শিল্পী
২০১৪ মুকুন্ডা মুকুন্ডা অভিষেক চলচ্চিত্র
২০১৫ কাঁচে ধূপতি হরি বাবু
লোফার রাজা
২০১৭ মিস্টার পিচ্ছাইয়াহ নাইডু (চাই)
ফিদা ভরুন
২০১৮ থলি প্রেমা আদিত্য শেকড়
অন্তরিক্ষম ৯০০০ কেএমপিএইচ দেব [৩]
২০১৯ এফ২ - ফান অ্যান্ড ফাস্ট্র‍্যাশন ভরুন একাধিক তারকা সঙ্গে ভেঙ্কটেশ দাগুপতি
২০১৯ আলাদিন আলাদিন (কন্ঠ) তেলুগু ডাবিং[৪]
২০১৯ বাল্মিকী TBA তামিল চলচ্চিত্র জিগরতান্ডা-এর পুনঃনির্মাণ
২০২২ ঘানি ঘানি একজন বক্সারের চরিত্রে

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা