দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র পরিবারের তালিকা
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্প, যেখানে বিভিন্ন প্রজন্মের পরিবারের সকল সদস্যের চলচ্চিত্র শিল্পে অংশগ্রহণের ইতিহাস রয়েছে।
নিচে অসম্পূর্ণ ও উল্লেখযোগ্য গোত্র এবং তাদের উল্লেখযোগ্য সদস্যদের তালিকা প্রদর্শন করা হয়েছে। হিন্দি চলচ্চিত্র পরিবারের জন্য, হিন্দি চলচ্চিত্র পরিবারের তালিকা দেখুন। ভারতীয় সঙ্গীত পরিবারের জন্য, দেখুন ভারতীয় সঙ্গীত গোত্রের তালিকা।
অ - আ
সম্পাদনাআহাতিয়ান পরিবার
সম্পাদনা- আহাতিয়ান, চলচ্চিত্র পরিচালক.
- কার্তিকা আহাতিয়ান, টেলিভিশন উপস্থাপক; আহাতিয়ান-এর মেয়ে।
- তিরু, পরিচালক; কার্তিকা’র স্বামী।
- বিজয়লক্ষ্মী, অভিনেত্রী; আহাতিয়ানের মেয়ে।
- ফিরোজ, পরিচালক; বিজয়লক্ষ্মীর স্বামী।
- নিরঞ্জনী আহাতিয়ান, কস্টিউম ডিজাইনার; আহাতিয়ানের মেয়ে।
অজিত কুমার পরিবার
সম্পাদনা- অজিত কুমার, অভিনেতা।
- শালিনী, সাবেক অভিনেত্রী; অজিত কুমারের স্ত্রী।
- শামিলী, অভিনেত্রী; শালিনী’র বোন, অজিত কুমারের শ্যালিকা।
- রিচার্ড, অভিনেতা; শালিনী’র ভাই; অজিত কুমারের শ্যালক।
- সত্যলক্ষ্মী কন্নাদসন, প্রযোজক; রিচার্ডের স্ত্রী।
- আদব কন্নাদসন, অভিনেতা; সত্যলক্ষ্মী'র ভাই
- কন্নাদসন, গীতিকার; সত্যলক্ষ্মীর দাদা।
- বিশালী কন্নাদসন, অভিনেত্রী; কন্নাদসনের মেয়ে।
- মুতাইয়া কন্নাদসন, অভিনেতা; কন্নাদসনের নাতি।
- গোপী কন্নাদসন, অভিনেতা; কন্নাদসনের পুত্র।
- শিবা, অভিনেতা; অজিতের চাচা/মামাতো বোন প্রিয়া'র স্বামী।
এম্বারিশ পরিবার
সম্পাদনা- চৌদিয়াহ, সঙ্গীতজ্ঞ
- এম্বারিশ, অভিনেতা-রাজনীতিবিদ, grand-nephew Chowdiah
- সোমলতা, অভিনেত্রী, এম্বারিশ'র স্ত্রী
- অভিষেক গৌড়া, অভিনেতা, এম্বারিশ ও সোমলতার ছেলে
আক্কিনেনি পরিবার
সম্পাদনা- আক্কিনেনি নাগেশ্বর রাও, অভিনেতা (মৃ. ২০১৪).[১]
- আক্কিনেনি নাগার্জুনা, অভিনেতা।
- আমলা নাগার্জুনা, অভিনেত্রী; নাগার্জুনা'র স্ত্রী।
- নাগা চৈতন্য আক্কিনেনি, অভিনেতা; নাগার্জুনা ও তার সাবেক স্ত্রী দাগুপতি লক্ষ্মী'র সন্তান। (দাগুপতি পরিবার দেখুন)
- সামান্তা আক্কিনেনি, অভিনেত্রী; নাগা চৈতন্যের স্ত্রী।
- আখিল, অভিনেতা; নাগার্জুনা ও তার দ্বিতীয় আমলা'র ছেলে।
- সুমন্ত, অভিনেতা; নাগার্জুনা'র ভাতিজা।
- সুশান্ত, অভিনেতা; নাগার্জুনা'র ভাতিজা।
আনন্দন পরিবার
সম্পাদনা- সি. এল. আনন্দন, অভিনেতা (মৃ. ১৯৮৯).
- ডিস্কো শান্তি, অভিনেত্রী; সি. এল. আনন্দন'র মেয়ে।
- শ্রীহরি, অভিনেতা; ডিস্কো শান্তি'র স্বামী (মৃ. ২০১৩)
- ললিতা কুমারী, অভিনেত্রী, সি.এল. আনন্দন'র মেয়ে।
- প্রকাশ রাজ, অভিনেতা; ললিতা কুমারীর সাবেক স্বামী।
- পনী বার্মা, চিত্রগ্রাহক; প্রকাশ রাজের স্ত্রী।
- প্রসাদ রাজ, অভিনেতা; প্রকাশ রাজের ভাই।
অরুণপান্ডিয়ান পরিবার
সম্পাদনা- সি. অরুণপান্ডিয়ান, অভিনেতা।
- সি. দুরাইপান্ডিয়ান, পরিচালক; অরুণ পান্ডিয়ানের ভাই।
- সুন্দরী দিব্যা, কস্টিউম ডিজাইনার; অরুণ পান্ডিয়ানের ভাতিজী।
- কবিতা অরুণপান্ডিয়ান, প্রযোজক; অরুণ পান্ডিয়ানের মেয়ে।
- যুবা কৃষ্ণ, অভিনেতা; কবিতার স্বামী।
- কীর্তি পান্ডিয়ান, মডেল; অরুণ পান্ডিয়ানের মেয়ে।
আযাগপ্পান পরিবার
সম্পাদনা- এ. এল. আযাগপ্পান, প্রযোজক.
- এ. এল. বিজয়, পরিচালক; আযাগপ্পান ছেলে।
- আমলা পাল, অভিনেত্রী; বিজয়ের সাবেক স্ত্রী।
- অভিজিৎ পাল, অভিনেতা; আমলা'র ভাই।
- উদয়া, চলচ্চিত্র অভিনেতা; আযাগপ্পানের ছেলে।
- কীর্তিকা উদয়া, ডাবিং শিল্পী; উদয়া'র স্ত্রী।
ব
সম্পাদনাবালাসুব্রাহ্মণ্যম পরিবার
সম্পাদনা- এস.পি. বালাসুব্রাহ্মণ্যম, নেপথ্য গায়ক।
- এস.পি.বি. চরণ, নেপথ্য গায়ক; এস.পি বালাসুব্রাহ্মণ্যমের ছেলে।
- এস.পি. শৈলজা, নেপথ্য গায়ক; এস.পি. বালাসুব্রাহ্মণ্যমের বোন।
- শুভলেখা সুধাকর, অভিনেতা; এস.পি শৈলজা'র স্বামী।
- কাসিনাথুনি বিশ্বনাথ, অভিনেতা ও পরিচালক; এস.পি বালাসুব্রাহ্মণ্যমের চাচা/মামা।
- চন্দ্র মোহন, অভিনেতা; কে. বিশ্বনাথের চাচা/মামাতো ভাই।
ভাগ্যরাজ পরিবার
সম্পাদনা- কে. ভাগ্যরাজ, পরিচালক।
- পূর্ণিমা, অভিনেত্রী; ভাগ্যরাজের স্ত্রী।
- স্মরণ্য ভাগ্যরাজ, অভিনেত্রী; ভাগ্যরাজের মেয়ে।
- শান্তনু ভাগ্যরাজ, অভিনেতা; ভাগ্যরাজের ছেলে।
- কীর্তি, ভিডিও জকি; শান্তনু'র স্ত্রী। (সুব্রাহ্মণ্যম পরিবার দেখুন)
বানুপ্রিয়া পরিবার
সম্পাদনা- বানুপ্রিয়া, অভিনেত্রী।
- শান্তিপ্রিয়া, অভিনেত্রী; বানুপ্রিয়ার বোন।
- বিন্দিয়া, অভিনেত্রী; sister-in-law of Bhanupriya.
- সিদ্ধার্থ রায় (d. 2004), অভিনেতা; শান্তিপ্রিয়া'র স্বামী।
- ভি. শন্তরাম (d. 1990), পরিচালক; সিদ্ধার্থ রায়ের দাদা।
ভারতীরাজ পরিবার
সম্পাদনা- ভারতীরাজ, অভিনেতা ও পরিচালক।
- জয়রাজ, অভিনেতা; ভারতীরাজের ভাই।
- মনোজ ভারতীরাজ, পরিচালক; ভারতীরাজের ছেলে।
- নন্দনা, অভিনেত্রী; মনোজের স্ত্রী।
- মনোজ কুমার, পরিচালক; পরিচালক ভারতীরাজের শ্যালক।
চ - ছ
সম্পাদনাচন্দ্রশেখর পরিবার
সম্পাদনা- এস. এ. চন্দ্রশেখর, পরিচালক.
- শোভা চন্দ্রশেখর, নেপথ্য গায়ক; চন্দ্রশেখরের স্ত্রী।
- বিজয় চন্দ্রশেখর, অভিনেতা; চন্দ্রশেখরের ছেলে
- সংগীতা বিজয়, বিজয়ের স্ত্রী।
- দিব্যা শশা, অভিনেত্রী; বিজয় কন্যা।
- বিক্রান্ত, অভিনেতা; চন্দ্রশেখরের ভাতিজা।
- মনসা, অভিনেত্রী; বিক্রান্তের স্ত্রী।
- কনকাদুর্গা, অভিনেত্রী; মনসা'র মা।
- স্নেহা বৃত্ত, পরিচালক; grand-niece of Chandrasekhar.
- এস. এন. সুরেন্দর, কন্ঠ অভিনেতা; শোভা'র ভাই।
- বিরাজ, অভিনেতা; সুরেন্দরের পুত্র।
- বিক্রান্ত, অভিনেতা; চন্দ্রশেখরের ভাতিজা।
চিরঞ্জীবী পরিবার
সম্পাদনা- চিরঞ্জীবী, অভিনেতা ও রাজনীতিবিদ।
- চিরঞ্জীবীর সন্তানরা
- রাম চরণ, অভিনেতা; প্রযোজক; ব্যবসায়ী; চিরঞ্জীবী'র ছেলে।
- উপাসনা কনিডেলা, উদ্যোক্তা; রাম চরণের স্ত্রী।
- সুস্মিতা, কস্টিউম ডিজাইনার; চিরঞ্জীবী'র মেয়ে।
- শ্রীজা, অভিনেতা কল্যাণ দেব'র স্ত্রী
- চিরঞ্জীবীর ভাইয়েরা
- নাগেন্দ্র বাবু, অভিনেতা, প্রযোজক; চিরঞ্জীবী'লর ছোট ভাই।
- বরুণ তেজ, অভিনেতা; নাগেন্দ্র বাবুর ছেলে।
- নীহারিকা কনিডেলা, অভিনেত্রী; নাগেন্দ্র বাবুর মেয়ে।
- পবণ কল্যাণ, অভিনেতা, পরিচালক, প্রযোজক ও রাজনীতিবিদ; চিরঞ্জীবীর ছোট ভাই। জনসেনা পার্টি'র প্রতিষ্ঠাতা।
- রেনু দেসাই, অভিনেত্রী; পবণ কল্যাণের সাবেক স্ত্রী
- নাগেন্দ্র বাবু, অভিনেতা, প্রযোজক; চিরঞ্জীবী'লর ছোট ভাই।
- চিরঞ্জীবী'র বোনের ছেলেরা
- সাঁই ধর্ম তেজ, অভিনেতা; nephew of {Chiranjeevi}.
- বৈষ্ণব তেজ, অভিনেতা; younger brother of Sai Dharam Tej; nephew of Chiranjeevi.
- কল্যাণ দেব, অভিনেতা; son-in-law of Chiranjeevi.
- আল্লু রামা লিঙ্গাইয়াহ, অভিনেতা; father-in-law of Chiranjeevi.
- আল্লু অরবিন্দ, প্রযোজক; Son of Allu RamaLingaiah and father of actor (Allu Arjun).
- আল্লু ভেঙ্কটেশ, Son of Allu Aravind.
- আল্লু অর্জুন,অভিনেতা; Son of Allu Aravind.
- আল্লু শিরিশ,অভিনেতা ম; Son of Allu Aravind.
- আল্লু অরবিন্দ, প্রযোজক; Son of Allu RamaLingaiah and father of actor (Allu Arjun).
চো রামাস্বামী পরিবার
সম্পাদনা- চো রামাস্বামী, অভিনেতা.
- রম্যা কৃষ্ণন, অভিনেত্রী; চো রামাস্বামীর ভাতিজি।
- কৃষ্ণ বংশী, পরিচালক; রম্যা কৃষ্ণনের স্বামী।
চৌধারি পরিবার
সম্পাদনা- আর. বি. চৌধারি, প্রযোজক।
- জিতণ রমেশ, অভিনেতা; চৌধারির ছেলে।
- জীব, অভিনেতা; চৌধারির ছেলে।
দ
সম্পাদনাদাগুপতি পরিবার
সম্পাদনা- ডি. রামা নাইডু, প্রযোজক.[১]
- দাগুপতি সুরেশ বাবু, প্রযোজক; রামানাইডু'র ছেলে।
- ভেঙ্কটেশ, অভিনেতা; রামানাইডু'র ছেলে .
- রানা দাগুপতি, অভিনেতা; দাগুপতি সুরেশ বাবু'র ছেলে।
- নাগা চৈতন্য আক্কিনেনি, অভিনেতা, রামানাইডু'র দৌহিত্র। (আক্কিনেনি পরিবার দেখুন)
- আক্কিনেনি নাগার্জুনা, অভিনেতা, নাগা চৈতন্য'র বাবা
- আখিল আক্কিনেনি, অভিনেতা, নাগা চৈতন্য'র ভাই
- সামান্তা আক্কিনেনি, অভিনেত্রী, নাগা চৈতন্য'র স্ত্রী, আক্কিনেনি নাগার্জুনা'র পুত্রবধূ
দেবা পরিবার
সম্পাদনা- দেবা, সংগীত পরিচালক।
- মুরালি, সংগীত পরিচালক; দেবা'র ভাই।
- সাবেশ, সংগীত পরিচালক; দেবা'র ভাই।
- শ্রীকান্ত দেবা, সংগীত পরিচালক; দেবা'র ছেলে।
- ফেবি, নেপথ্য গায়ক; শ্রীকান্ত দেবা'র স্ত্রী।
- সংগীতা ভাস্কর, নেপথ্য গায়ক; দেবা'র মেয়ে।
- পার্থি ভাস্কর, পরিচালক; সংগীতা'র স্ত্রী। (ইলাইয়ারাজা পরিবার দেখুন)
- ববো শশী, সংগীত পরিচালক; মুরালির ছেলে।
- কার্তিক সাবেশ, অভিনেতা; সাবেশের ছেলে।
- জয়, অভিনেতা; দেবা'র ভাতিজা।
দেবে গৌড়া পরিবার
সম্পাদনা- এইচ. ডি. দেবে গৌড়া, রাজনীতিবিদ।
- এইচ. ডি. রেবানা, রাজনীতিবিদ; দেবে গৌড়া'র ছেলে।
- প্রজ্বল রেবানা, রাজনীতিবিদ; এইচ. ডি. রেবানা'র ছেলে।
- এইচ. ডি. কুমারস্বামী, প্রযোজক ও রাজনীতিবিদ; দেবে গৌড়া'র ছেলে।
- অনিতা কুমারস্বামী, প্রযোজক; কুমারস্বামীর স্ত্রী।
- কুট্টি রাধিকা, অভিনেত্রী; কুমারস্বামীর দ্বিতীয় স্ত্রী।
- নিখিল গৌড়া, অভিনেতা; কুমারস্বামীর ছেলে।
ফ
সম্পাদনাফজিল পরিবার
সম্পাদনা- ফজিল, পরিচালক।
- ফাহাদ ফজিল, অভিনেতা, ফাজিল'র ছেলে।
- নাজরিয়া নাজিম, অভিনেত্রী, ফাহাদ ফসিলের স্ত্রী
- নবীন নাজিম, অভিনেতা, ফাহাদ ফসিলের শ্যালক
- ফারহান ফজিল, অভিনেতা, ফজিলের ছেলে।
গ - ঘ
সম্পাদনাঘাট্টামনেনি পরিবার
সম্পাদনা- কৃষ্ণ ঘাট্টামনেনি, অভিনেতা।
- বিজয়া নির্মলা, অভিনেত্রী; কৃষ্ণর স্ত্রী।
- বিজয় নরেশ, অভিনেতা; বিজয়া নির্মলার ছেলে।
- জয়াসুধা, অভিনেত্রী; বিজয়া নির্মলার ভাতিজী।
- বিজয়া নির্মলা, অভিনেত্রী; কৃষ্ণর স্ত্রী।
- রমেশ বাবু, অভিনেতা; কৃষ্ণর ছেলে।
- মঞ্জুলা, প্রযোজক; কৃষ্ণর মেয়ে।
- মহেশ বাবু, অভিনেতা; কৃষ্ণর ছেলে।
- গৌতম, মহেশ বাবুর ছেলে।
- নম্রতা শিরোধকার, অভিনেতা; মহেশ বাবুর স্ত্রী।
- শিল্পা শিরোধকার, অভিনেত্রী; নম্রতার বোন।
- মীনাক্ষী শিরোধকার, অভিনেত্রী; নম্রতার দাদি।
- সুধীর বাবু, অভিনেতা; কৃষ্ণর শ্যালক।
- নম্রতা শিরোধকার, অভিনেতা; মহেশ বাবুর স্ত্রী।
জেমিনি গণেশন পরিবার
সম্পাদনা- জেমিনি গণেশন, অভিনেতা. (মৃ. ২০০৫)
- পুষ্পবলী, অভিনেত্রী; জেমিনি গণেশনের দ্বিতীয় স্ত্রী।
- সাবিত্রী গণেশন, অভিনেত্রী; জেমিনি গণেশনের তৃতীয় স্ত্রী।
- রেখা, অভিনেত্রী; জেমিনি গণেশন ও পুষ্পবলীর মেয়ে।
- গিগি; জেমিনি গণেশন ও পুষ্পবলীর মেয়ে।
- অভিনয় বাড্ডি, জেমিনি গণেশন ও সাবিত্রীর নাতী।
- মধুবন্তী অরুণ, অভিনেত্রী; granddaughter-in-law of Gemini Ganesan. (বৈজয়ন্তীমালা পরিবার দেখুন)
গৌড়া পরিবার
সম্পাদনা- কে. সি. এন. গৌড়া, প্রযোজক। (মৃ. ২০১২)
- কে. সি. এন. চন্দ্রশেখর, প্রযোজক; কেসিএন গৌড়ার ছেলে।
- কে. সি. এন. মোহন, প্রযোজক; কেসিএন গৌড়ার ছেলে।
- পূর্ণিমা মোহন (মৃ. ২০১৭), পরিচালক; কেসিএন মোহনের স্ত্রী।
হ
সম্পাদনাহানসুর পরিবার
সম্পাদনা- হানসুর কৃষ্ণমূর্তি, প্রযোজক ও পরিচালক। (মৃ. ১৯৮৯)
- এইচ. আর. ভার্গব, পরিচালক; হানসুন কৃষ্ণমূর্তির চাচা/মামাতো ভাই।
- দ্বারাকিশ, অভিনেতা, প্রযোজক, পরিচালক; হানসুন কৃষ্ণমূর্তির ভাতিজা।
- যোগেশ দ্বারাকিশ, প্রযোজক; দ্বারাকিশের ছেলে।
- গিরি দ্বারাকিশ, অভিনেতা; দ্বারাকিশের ছেলে।
ই
সম্পাদনাইলাইয়ারাজা পরিবার
সম্পাদনা- ইলাইয়ারাজা, সংগীত পরিচালক।
- গঙ্গাই আমারন, সংগীত পরিচালক; ইলাইয়ারাজার ভাই।
- আর. ডি. ভাস্কর, প্রযোজক; ইলাইয়ারাজার ভাই।
- পবলার বরধরাজন, সংগীত পরিচালক; ইলাইয়ারাজার সৎ-ভাই।
- কার্তিক রাজা, সংগীত পরিচালক; ইলাইয়ারাজার ছেলে।
- ভবতারিণী, নেপথ্য গায়ক; ইলাইয়ারাজার মেয়ে।
- যুবণ শংকর রাজা, সংগীত পরিচালক; ইলাইয়ারাজার ছেলে।
- জাফ্রুন নিজার, কস্টিউম ডিজাইনার; যুবণের স্ত্রী।
- ভেঙ্কট প্রভু, পরিচালক; গঙ্গাই আমরানের ছেলে।
- প্রেমজি আমারন, অভিনেতা; গঙ্গাই আমারনের ছেলে।
- পার্থি ভাস্কর, পরিচালক; ভাস্করের ছেলে।
- সংগীতা ভাস্কর, নেপথ্য গায়ক; পার্থির স্ত্রী। (দেবা পরিবার দেখুন)
- হরি ভাস্কর, নেপথ্য গায়ক; ভাস্করের ছেলে।
- বাসুকি ভাস্কর, কস্টিউম ডিজাইনার; ভাস্করের মেয়ে।
- ইলাইয়া গঙ্গাই, সংগীত পরিচালক; পবলার বরধরাজনের ছেলে।
- পবলার শিবা, সংগীত পরিচালক; পবলার বরধরাজনের ছেলে।
- জো ভি, পরিচালক; পবলার বরধরাজনের ছেলে।
- জাতিস্বরণ, নেপথ্য গায়ক; কার্তিক রাজার ছেলে।
আয়ার পরিবার
সম্পাদনা- সুন্দরাম আয়ার, অভিনেতা।
- এস. রাজাম, অভিনেতা; আয়ারের ছেলে। (মৃ.২০১০)
- সুন্দরাম বালাচন্দর, পরিচালক; আয়ারের ছেলে। (মৃ.১৯৯০)
- এস. জয়ালক্ষ্মী, অভিনেত্রী; আয়ারের মেয়ে। (মৃ.২০০৭)
- জয়শ্রী, অভিনেত্রী; জয়ালক্ষ্মীর দৌহিত্রী।
জ
সম্পাদনাজয়াভারতী পরিবার
সম্পাদনা- জয়াভারতী, অভিনেত্রী।
- হরি পতেন, প্রযোজক; জয়াভারতীর সাবেক স্বামী।
- প্রতাপ পতেন, অভিনেতা; হরির ভাই। (রাধা পরিবার দেখুন)
- সাথার, অভিনেতা; জয়াভারতীর সাবেক স্বামী।
- হরি পতেন, প্রযোজক; জয়াভারতীর সাবেক স্বামী।
- কৃষ জে. সাথার, অভিনেতা; জয়াভারতী ও সাথারের ছেলে।
- জায়ন, অভিনেতা; জয়াভারতীর চাচাতো/মামাতো ভাই।
- আদিত্য জায়ন, অভিনেতা; জায়নের ভাতিজা।
- মুন্না, অভিনেতা; জয়াভারতীর ভাতিজা।
জয়াচিত্রা পরিবার
সম্পাদনা- জয়াচিত্রা, অভিনেত্রী।
- অমরেশ গণেশ, অভিনেতা ও সংগীত সুরকার; জয়াচিত্রার ছেলে।
- আম্মাজ্বী (জয়শ্রী), অভিনেত্রী; জয়াচিত্রার মা।
জয়দেব পরিবার
সম্পাদনা- দেবাজানি, অভিনেত্রী; জয়দেবের মেয়ে।
- রাজাকুমারন, পরিচালক; দেবজানির স্বামী।
- নকুল, অভিনেতা; দেবজানির ভাই।
- ময়ুর, অভিনেতা; দেবজানির ভাই।
জয়রাম পরিচালক
সম্পাদনা- জয়রাম, অভিনেতা।
- পার্বতী জয়রাম, অভিনেত্রী; জয়রামের স্ত্রী।
- কালিদাস জয়রাম, অভিনেতা, জয়রামের ছেলে।
জীব পরিবার
সম্পাদনা- জীব, চিত্রগ্রাহক ও পরিচালক। (মৃ.২০০৭)
- আনিজ জীব, কস্টিউম ডিজাইনার; জীবের স্ত্রী।
- বসন্ত, পরিচালক; আনিজের ভাই।
- ঋত্বিক বরুণ, অভিনেতা; বসন্তের ছেলে।
ক
সম্পাদনাকামাল হাসান পরিবার
সম্পাদনা- কমল হাসান, অভিনেতা।
- বাণী গণপতি, অভিনেত্রী; কমল হাসানের সাবেক স্ত্রী।
- সারিকা, অভিনেত্রী; কমল হাসানের সাবেক স্ত্রী।
- শ্রুতি হাসান, অভিনেত্রী; কমল হাসান ও সারিকার মেয়ে।
- অক্ষরা হাসান, অভিনেত্রী; কমল হাসান ও সারিকার মেয়ে।
- চারুহাসান, অভিনেতা; কমল হাসানের ভাই।
- সুহাসিনী চারুহাসান, অভিনেত্রী; চারুহাসানের মেয়ে।
- মণি রত্নম, পরিচালক; সুহাসিনীর স্বামী।
- জি. ভেঙ্কটেস্বরণ, প্রযোজক (মৃ. ২০০৩); মণি রত্নমের ভাই।
- জি. শ্রীনিবাসন, প্রযোজক (মৃ. ২০০৭); মণি রত্নমের ভাই।
- মণি রত্নম, পরিচালক; সুহাসিনীর স্বামী।
- সুহাসিনী চারুহাসান, অভিনেত্রী; চারুহাসানের মেয়ে।
- চন্দ্রহাসান, প্রযোজক (মৃ. ২০১৭); কমল হাসানের ভাই।
- অনু হাসান, অভিনেত্রী; চন্দ্রহাসানের মেয়ে।
- নালিনী রঘু, নর্তকী; কমল হাসানের বোন।
- গৌতম কান্তদাই, অভিনেতা; নালিনী রঘু ছেলে।
কামেশ পরিবার
সম্পাদনা- কমলা কামেশ, অভিনেত্রী।
- উমা রিয়াজ খান, অভিনেত্রী; কামেশের মেয়ে।
- রিয়াজ খান, অভিনেতা; উমার স্বামী।
- শারিক খান, অভিনেতা; রিয়াজ ও উমার ছেলে।
- শামশাদ খান, অভিনেতা; রিয়াজ ও উমার ছেলে।
করুণানিধি পরিবার
সম্পাদনা- এম. করুণানিধি, চিত্রনাট্যকার।
- এম. কে. মুথু, অভিনেতা; করুণানিধির ছেলে।
- এম. কে. আলাগিরী, রাজনীতিবিদ; করুণানিধির ছেলে।
- এম. কে. স্ট্যালিন, রাজনীতিবিদ; অভিনেতা; করুণানিধির ছেলে।
- অরিবুনিধি, নেপথ্য গায়ক; মুথুর ছেলে।
- দয়ানিধি আলাগিরি, প্রযোজক; আলাগিরীর ছেলে।
- আনুশা দয়ানিধি, নেপথ্য গায়ক; দয়ানিধি আলাগিরীর স্ত্রী।
- উদয়ানিধি স্ট্যালিন, অভিনেতা; স্ট্যালিনের ছেলে।
- কিরুতিগা উদয়ানিধি, পরিচালক; উদয়ানিধি স্ট্যালিনের স্ত্রী।
- অরুলনীতি, অভিনেতা; করুণানিধির দৌহিত্র।
- গুনানিধি আমিরতাম, প্রযোজক; করুণানিধির দৌহিত্র।
- মুরাসলি মারান, পরিচালক; করুণানিধির ভাতিজা।
- কালানিধি মারান, প্রযোজক; মুরাসলি মারানের ছেলে।
- সি. এস. জয়ারমন, নেপথ্য গায়ক; মুথুর শ্বশুর।
- অক্ষিতা বিক্রম, নেপথ্য গায়ক; granddaughter-in-law of Muthu. (থিয়াগারাজন পরিবার দেখুন)
করুনাস পরিবার
সম্পাদনা- করুনাস, অভিনেতা।
- গ্রেস করুনাস, নেপথ্য গায়ক; করুনাসের স্ত্রী।
- কেন করুনাস, অভিনেতা; করুনাসের ছেলে।
কাস্তুরী রাজা পরিবার
সম্পাদনা- কাস্তুরী রাজা, পরিবার।
- সেলভারাঘবন, পরিচালক; কাস্তুরী রাজার ছেলে।
- সোনিয়া আগারওয়াল, অভিনেত্রী; সেলভারাঘবনের সাবেক স্ত্রী।
- গীতাঞ্জলি সেলভারাঘরন, পরিচালক; সেলভারাঘবনের স্ত্রী।
- মোহন ভি. রমন, অভিনেতা; গীতাঞ্জলির চাচা/মামা।
- বিদ্যুলেখা রমন, অভিনেত্রী; মোহনের মেয়ে।
- বিমলাগীতা, প্রযোজক; কাস্তুরী রাজার মেয়ে।
- ধনুষ, অভিনেতা; কাস্তুরী রাজার ছেলে।
- ঐশ্বর্য ধনুষ, প্রযোজক; পরিচালক; রজনীকান্তের মেয়ে; ধনুষের স্ত্রী।
কুনচাকো পরিবার (উদয়া পরিবার, নবদয়া পরিবার)
সম্পাদনা- কুনচাকো, পরিচালক ও প্রযোজক। (মৃ.১৯৭৬)
- ববান কুনচাকো, অভিনেতা, প্রযোজক ও পরিচালক; কুনচাকোর ছেলে। (মৃ.২০০৪)
- কুনচাকো ববান, অভিনেতা ও প্রযোজক; কুনচাকোর দৌহিত্র।
- নবদয়া আপ্পাচান,পরিচালক ও প্রযোজক; কুনচাকোর ভাই। (মৃ.২০১২)
- জিজো পুন্নোসে, অভিনেতা, প্রযোজক, পরিচালক; আপ্পাচানের ছেলে।
- জোসে আপ্পাচান, অভিনেতা, প্রযোজক, পরিচালক; আপ্পাচানের ছেলে।
কদুরী পরিবার
সম্পাদনা- কে. ভি. বিজয়েন্দ্র প্রসাদ, পরিচালক।
- এস. এস. রাজামৌলি, পরিচালক; কে. ভি. বিজয়েন্দ্র প্রসাদের ছেলে।
- রামা রাজামৌলি, কস্টিউম ডিজাইনার; এস. এস. রাজামৌলির স্ত্রী।
- এম. এম. কিরাবাণী, সংগীত পরিচালক; কে.ভি. বিজয়েন্দ্র প্রসাদের ভাতিজা।
- কল্যাণী মালিক, সংগীত পরিচালক; কে.ভি. বিজয়েন্দ্র প্রসাদের ভাতিজা।
- এম. এম. শ্রীলেখা, সংগীত পরিচালক; কে.ভি. বিজয়েন্দ্র প্রসাদের ভাতিজী।
- এস. এস. কানচি, লেখক; কে. ভি. বিজয়েন্দ্র প্রসাদের ভাতিজা।
কমাল স্বামীনাথন পরিবার
সম্পাদনা- কমাল স্বামীনাথন, পরিচালক। (মৃ.১৯৯৫)
- আনন্দ শংকর, পরিচালক; স্বামীনাথনের দৌহিত্র।
- শ্রীকান্ত রবিচন্দ্রন, পরিচালক; আনন্দ শংকরের চাচা/মামাতো ভাই।
- দিব্যাদর্শিনী, অভিনেত্রী; শ্রীকান্তের সাবেক স্ত্রী।
- প্রিয়াদর্শিনী, টেলিভিশন উপস্থাপক; দিব্যাদর্শিনীর বোন।
কৃষ পরিবার
সম্পাদনা- কৃষ, নেপথ্য গায়ক।
- সংগীতা, অভিনেত্রী; কৃষের স্ত্রী।
- পরিমল, অভিনেতা; সংগীতার ভাই।
- কে. আর. বালান, প্রযোজক; সংগীতার দাদা।
ল
সম্পাদনালোকেশ পরিবার
সম্পাদনা- সুব্বাইয়াহ নাইডু, অভিনেতা. (মৃ. ১৯৬২).
- লোকেশ, অভিনেতা. (মৃ. ২০০৪).
- গিরিজা লোকেশ, অভিনেত্রী; লোকেশের স্ত্রী।
- শ্রুজান লোকেশ, অভিনেতা ও সঞ্চালক।
- পূজা লোকেশ, অভিনেত্রী।
লোকেশ (মহীসূর লোকেশ) পরিবার
সম্পাদনা- মহীসূর লোকেশ, অভিনেতা।
- পবিত্রা লোকেশ, অভিনেত্রী।
- সুচেন্দ্রে প্রসাদ, অভিনেতা; পবিত্রা লোকেশের স্বামী।
- আদি লোকেশ, অভিনেত্রী
ম
সম্পাদনাএমজিআর পরিবার
সম্পাদনা- এম জি রামচন্দ্রন, অভিনেতা।
- জোনাকি রামচন্দ্রন, অভিনেত্রী; এমজিআরের স্ত্রী।
- এম জি চক্রপাণি, অভিনেতা; এমজিআরের ভাই।
- এম জি সি সুকুমার, অভিনেতা; চক্রপাণির ছেলে।
- রামচন্দ্রন, অভিনেতা; এমজিআরের নাতি।
মাধবন পরিবার
সম্পাদনা- ও. মাধবন, মঞ্চ অভিনেতা।
- বিজয়াকুমারী, অভিনেত্রী; ও. মাধবনের স্ত্রী।
- মুকেশ, অভিনেতা; মাধবন ও বিজয়াকুমারীর ছেলে।
- সারিতা, অভিনেত্রী; মুকেশের সাবেক স্ত্রী।
- বিজি চন্দ্রশেখর, অভিনেত্রী; সারিতার বোন।
- সারিতা, অভিনেত্রী; মুকেশের সাবেক স্ত্রী।
মম্মুট্টী পরিবার
সম্পাদনা- মম্মুট্টী, অভিনেতা।
- ইব্রাহিম কুট্টি, অভিনেতা; মম্মুট্টীর ভাই।
- দালকার সালমান, অভিনেতা; মম্মুট্টীর ছেলে।
- মকবুল সালমান, অভিনেতা; ইব্রাহিমের ছেলে।
মাঁছু পরিবার
সম্পাদনা- মাঁছু মোহন বাবু, অভিনেতা।
- লক্ষ্মী মাঁছু, অভিনেত্রী; মোহন বাবুর মেয়ে।
- বিষ্ণু মাঁছু, অভিনেতা; মোহন বাবুর ছেলে।
- মনোজ মাঁছু, অভিনেতা; মোহন বাবুর ছেলে।
মোহন পরিবার
সম্পাদনা- মোহন, সম্পাদক।
- এম. রাজা, পরিচালক; মোহনের ছেলে।
- জায়ম রবি, অভিনেতা; মোহনের ছেলে।
- আরব, অভিনেতা; রবির ছেলে।
- সুজাতা বিজয়াকুমার, প্রযোজক; রবির শ্বশুর।
মোহনলাল পরিবার
সম্পাদনা- মোহনলাল, অভিনেতা।
- কে. বালাজী, প্রযোজক; মোহনলালের শ্বশুর।
- সুরেশ বালাজে, প্রযোজক; কে. বালাজীর ছেলে।
- সুচিত্রা মোহনলাল, প্রযোজক; কে. বালাজীর মেয়ে।
- প্রণব মোহনলাল, অভিনেতা; মোহনলালের ছেলে,
- সিতারা সুরেশ, প্রযোজক; সুরেশ বালাজের মেয়ে।
- সুচিত্রা মোহনলাল, মোহনলালের স্ত্রী।
মুরালি পরিবার
সম্পাদনা- সিদ্দালিঙ্গাইয়াহ, পরিচালক। (মৃ.২০১৫)
- মুরালি, অভিনেতা; সিদ্দালিঙ্গাইয়াহর ছেলে। (মৃ.২০১০)
- অথর্ব মুরালি, অভিনেতা; মুরালির ছেলে।
- ড্যানিয়েল বালাজি, অভিনেতা; চাচাতো/মামাতো ভাই।
মুথুরমণ পরিবার
সম্পাদনা- আর. মুথুরমন, অভিনেতা. (মৃ. ১৯৮২)
- কার্তিক, অভিনেতা; মুথুরমণের ছেলে।
- রাগিনী, অভিনেত্রী; কার্তিকের স্ত্রী।
- গৌতম কার্তিক, অভিনেতা; কার্তিকের ছেলে।
N
সম্পাদনাNagendra Rao family
সম্পাদনা- R. Nagendra Rao, actor (d. 1977).
- R. N. Jayagopal, director and poet (d. 2008); son of Nagendra Rao.
- R. N. Krishna Prasad, cinematographer and actor (d. 2012); son of Nagendra Rao.
- R. N. Sudarshan, actor (d. 2017); son of Nagendra Rao.
- Shylashri, actress; wife of Sudharshan.
Nagesh family
সম্পাদনা- Nagesh, actor. (d. 2009)
- Anand Babu, actor; son of Nagesh.
- Bijesh, actor; son of Anand Babu.
- Gajesh, actor; son of Anand Babu.
Nair family
সম্পাদনা- Radha, actress; daughter of Kunjan Nair and wife of Rajasekaran Nair
- Ambika, actress; daughter of Kunjan Nair
- Suresh Nair, director; son of Kunjan Nair
- Karthika Nair, actress; daughter of Radha and Rajasekaran Nair
- Thulasi Nair, actress; daughter of Radha and Rajasekaran Nair
- Gauri Nambiar, actress; cousin of Karthika
Nandamuri family
সম্পাদনা- Nandamuri Taraka Rama Rao (28 May 1923 – 18 January 1996), popularly known as NTR, was a Telugu cinema legendary actor, filmmaker and politician who served as Chief Minister of Andhra Pradesh over three terms.
- Basavatarakam, Wife of NTR
- N. Trivikrama Rao, producer; brother of NTR.
- Nandamuri Ramakrishna Sr., actor; son of NTR
- Nandamuri Jayakrishna, cinematographers; son of NTR
- Nandamuri Saikrishna, theatre owner; son of NTR
- Nandamuri Harikrishna, actor, politician; son of NTR
- Nandamuri Suhasini, politician; daughter of Nandamuri Harikrishna
- Nandamuri Kalyan Ram, actor; son of Nandamuri Harikrishna
- Nandamuri Taraka Rama Rao (Junior), actor; son of Nandamuri Harikrishna
- Nandamuri Mohanakrishna, cinematographers; son of NTR
- Nandamuri Taraka Ratna, actor; son of Nandamuri Mohanakrishna
- Nandamuri Balakrishna, actor, politician; son of NTR
- Nara Brahmani (Executive Director Heritage Foods Ltd, daughter of Nandamuri Balakrishna, married to Nara Lokesh
- Nandamuri Ramakrishna Jr., producer; son of NTR
- Nara Bhuvaneshwari, daughter of NTR
- Nara Chandrababu Naidu, politician; married to Bhuvaneshwari
- Nara Lokesh, politician; son of Nara Chandrababu Naidu) and Bhuvaneshwari
- Nara Rohit, actor; nephew of Chandrababu
- Daggubati Purandeswari, politician; daughter of NTR
- Daggubati Venkateshwara Rao, politician; married to Daggubati Purandeswari
Narayan family
সম্পাদনা- S. Narayan, director.
- Pankaj Narayan, actor; son of S. Narayan.
Nassar family
সম্পাদনা- Nassar, actor.
- Kameela Nassar, producer; wife of Nassar.
- Luthfudeen Baasha, actor; son of Nassar.
- Abi Mehdhi Hassan, actor; son of Nassar.
Naval family
সম্পাদনাP
সম্পাদনাParthiban family
সম্পাদনা- Parthiban, actor.
- Seetha, actress; ex-wife of Parthiban.
- P. S. Keerthana, actress; daughter of Parthiban.
Peethambaram family
সম্পাদনা- Peethambaram Nair, make-up man (d. 2011)
- P. Vasu, director; son of Peethambaram.
- Sakthi Vasu, actor; son of Vasu.
- Ramu, make-up artiste; father-in-law of Vasu.
- Gautham V. R., director; grandson of Peethambaram.
Pinnisetty family
সম্পাদনা- Ravi Raja Pinisetty, director.
- Sathya Prabhas Pinisetty, director; son of Ravi Raja.
- Aadhi, actor; son of Ravi Raja.
Pudipeddi family
সম্পাদনা- P. J. Sarma, actor. (d. 2014).
- Saikumar, actor and voice actor.
- Aadi, actor; son of Saikumar.
- P. Ravishankar, actor and voice actor.
- Ayyappa P. Sharma, director.
R
সম্পাদনাRadha family
সম্পাদনা- M. R. Radha, actor (d. 1979).
- M. R. R. Vasu, actor: son of M. R. Radha.
- Radharavi, actor; son of M. R. Radha.
- Radhika, actress; daughter of M. R. Radha.
- Pratap Pothen, actor; ex-husband of Radhika.
- Sarath Kumar, actor; husband of Radhika.
- Varalaxmi Sarathkumar, actress; daughter of Sarath Kumar.
- Pooja Sarathkumar, costume designer; daughter of Sarath Kumar.
- Nirosha, actress; daughter of M. R. Radha.
- Ramki, actor; husband of Nirosha.
- Vasu Vikram, actor; son of M. R. Vasu.
- Hari Radharavi, actor; son of Radharavi.
- Ike Radha, director; grandson of M. R. Radha.
- Joshna Fernando, actress; niece of M. R. Radha.
Rahman family
সম্পাদনা- A. R. Rahman, music director.
- R. K. Shekhar, musician; Rahman's father.
- A. R. Reihana, playback singer; sister of Rahman.
- Israth Kadhiri, playback singer; sister of Rahman.
- G. V. Prakash Kumar, music composer; son of Reihana.
- Saindhavi, playback singer; wife of Prakash.
- Khadija Rahman, playback singer; daughter of Rahman.
- Ameen Rahman, playback singer; son of Rahman.
- Rahman, actor; brother-in-law of Rahman.
Rajasekhar family
সম্পাদনা- Rajasekhar, actor
- Jeevitha, actress; wife of Rajasekhar.
- Selva, actor; brother of Rajasekhar.
- Madhan, actor; nephew of Rajasekhar.
Rajendar family
সম্পাদনা- T. Rajendar, actor, director, music composer.
- Usha Rajendar, actress; wife of Rajendar.
- Silambarasan, actor; son of Rajendar.
- Kuralarasan Rajendar, actor; son of Rajendar.
- L. V. Muthukumarasamy, music composer; cousin of Silambarasan.
Rajendra Babu family
সম্পাদনা- D. Rajendra Babu, director (d. 2013)
- Sumithra, actress; wife of Rajendra Babu.
- Umashankari, actress; daughter of Rajendra Babu
- Nakshathra, actress; daughter of Rajendra Babu
Rajesh family
সম্পাদনা- Rajesh, actor.
- Amarnath, actor; father of Rajesh.
- Sri Lakshmi, actress; sister of Rajesh.
- Aishwarya Rajesh, actress; daughter of Rajesh.
- Manikanda Rajesh, actor; son of Rajesh.
Rajinikanth family
সম্পাদনা- Rajinikanth, actor
- Latha Rajinikanth, singer; wife of Rajinikanth.
- Ravi Raghavendra, actor ; brother of Latha.
- Anirudh Ravichander, music director; son of Ravi Raghavendra.
- Hrishikesh, actor; cousin of Anirudh.
- Y. G. Mahendra, actor; brother-in-law of Latha (see Vyjayanthimala family).
- Y. G. Parthasarathy, playwright; father of Mahendra.
- Madhuvanti Arun, actress; daughter of Mahendra (see Gemini Ganesan family).
- Y. Gee. Harshavardhan, actor; son of Y. Gee. Mahendra.
- Aishwarya Rajinikanth, director; daughter of Rajinikanth.
- Dhanush, actor; husband of Aishwarya (see Kasthuri Raja family).
- Soundarya Rajinikanth, director; daughter of Rajinikanth.
- ASHVIN business man, 1st husband of soundarya,
- Vishagan, businessman, actor; 2nd husband of Soundarya (M-2019)
Rajkumar family
সম্পাদনা- Rajkumar, actor (d.2006).
- singanalluru puttaswamiah: actor and father of Dr rajkumar
- Parvathamma Rajkumar, producer; wife of Rajkumar.
- S. A. Chinne Gowda, producer; brother of Parvathamma.
- Vijay Raghavendra, actor; son of Chinne Gowda.
- Sriimurali, actor; son of Chinne Gowda.
- S. A. Chinne Gowda, producer; brother of Parvathamma.
- Shiva Rajkumar, actor; son of Rajkumar.
- Bangarappa : famous politician, ex chief Minister of karnataka, father in law of shivarajkumar.
- Kumar Bangarappa, actor and politician; brother-in-law of Shiva Rajkumar
- madhu bangarappa: actor producer and politician, brother in law of shivarajkumar
- Raghavendra Rajkumar, producer; son of Rajkumar.
- Vinay Rajkumar, actor; son of Raghavendra Rajkumar.
- Yuv Rajkumar, actor; son of Raghavendra Rajkumar.
- Puneeth Rajkumar, actor; son of Rajkumar.
- Ramkumar, actor; son-in-law of Rajkumar.
- shringar Nagraj : actor, producer and father of Ram kumar
- Lakshmi and Poornima daughters of Rajkumar
Rao family
সম্পাদনা- Y. V. Rao, producer.
- Lakshmi, actress; daughter of Yaragudipati.
- Mohan Sharma, actor; ex-husband of Lakshmi.
- Sivachandran, actor; husband of Lakshmi.
- Aishwarya, actress daughter of Lakshmi.
Rathnam family
সম্পাদনা- A. M. Rathnam, film producer.
- Jyothi Krishna, director; son of Rathnam.
- Ravi Krishna, actor; son of Rathnam.
Ravichandran family
সম্পাদনা- Ravichandran, actor.
- Sheela, actress; second wife of Ravichandran.
- Hamsavardhan, actor; son of Ravichandran.
- George Vishnu, actor; son of Ravichandran and Sheela.
- Tanya Ravichandran, actress; granddaughter of Ravichandran.
Reddy, G. K. family
সম্পাদনা- G. K. Reddy, producer.
- Vikram Krishna, producer; son of Reddy.
- Sriya Reddy, actress; wife of Vikram Krishna
- Vishal, actor; son of Reddy.
Reddy, Sameera family
সম্পাদনা- Sameera Reddy, actress.
- Meghna Reddy, actress; sister of Sameera.
- Sushma Reddy, actress; sister of Sameera.
S
সম্পাদনাSarja family
সম্পাদনা- Shakti Prasad, actor.
- Arjun Sarja, actor; son of Shakti Prasad.
- Kishore Sarja, director; son of Shakti Prasad.
- Aishwarya Arjun, actress; daughter of Arjun Sarja.
- Anjana Arjun, producer; daughter of Arjun Sarja.
- Bharat Sarja, actor; grandson of Shakti Prasad.
- Chiranjeevi Sarja, actor; grandson of Shakti Prasad.
- Meghana Raj, actress; wife of Chiranjeevi Sarja
- Dhruva Sarja, actor, grandson of Shakti Prasad.
Sasi family
সম্পাদনা- I. V. Sasi, director.
- Seema, actress; wife of IV Sasi.
- Anu Sasi, actress; daughter of IV Sasi.
Sathyaraj family
সম্পাদনা- Sathyaraj, actor.
- Mathampatti Sivakumar, producer; brother of Sathyaraj.
- Sibi Sathyaraj, film actor; son of Sathyaraj.
- Sathyan Sivakumar, actor; nephew of Sathyaraj.
Satyanarayana family
সম্পাদনা- E. V. V. Satyanarayana, actor. (d. 2011)
- Allari Naresh, actor; son of Satyanarayana.
- Aryan Rajesh, actor; son of Satyanarayana.
- E. Satti Babu, director; cousin of Satyanarayana.
Sekhar family
সম্পাদনা- Pattiyal Sekhar, producer.
- Vishnuvardhan, director; son of Sekhar
- Anu Vardhan, costume designer; wife of Vishnuvardhan.
- N. S. Krishnan, actor; grandfather of Anu Vardhan.
- T. A. Madhuram, actress; wife of Krishnan.
- Ramya NSK, singer; granddaughter of Krishnan.
- K. R. Ramaswamy, actor; grandfather of Ramya.
- Anu Vardhan, costume designer; wife of Vishnuvardhan.
- Kreshna, actor; son of Sekhar.
Siddalingiah family
সম্পাদনা- S. Siddalingaiah, director (d. 2015).
- Murali, actor (d. 2010).
- Atharvaa, actor; son of Murali.
Sivaji Ganesan family
সম্পাদনা- Sivaji Ganesan, actor (d. 2001).
- Ramkumar Ganesan, producer; son of Sivaji.
- Prabhu Ganesan, actor; son of Sivaji.
- Dushyanth Ramkumar, actor and producer; son of Ramkumar.
- Shivaji Dev, actor; son of Ramkumar.
- Suja Varunee, actress; wife of Shivaji Dev.
- Sripriya, actress; aunt of Shivaji Dev.
- Rajkumar Sethupathi, actor; husband of Sripriya.
- Shanmugha Rajeswara, producer; father of Rajkumar.
- Latha, actress; sister of Rajkumar.
- Kamala Kotnis, actress; aunt of Latha.
- Vikram Prabhu, actor; son of Prabhu.
- Jayalalithaa, actress; former foster mother-in-law of the granddaughter of Sivaji.
- Dharan Mandrayar, director; nephew of Sivaji.
Sivakumar family
সম্পাদনা- Sivakumar, actor.
- Suriya, actor; elder son of Sivakumar.
- Karthi, actor; younger son of Sivakumar.
- Gnanavel Raja, producer; nephew of Sivakumar.
- S. R. Prabhu, producer; nephew of Sivakumar.
Singh Babu family
সম্পাদনা- D. Shankar Singh, director
- Prathima Devi, actress; wife of Shankar Singh
- Rajendra Singh Babu, director; son of Shankar Singh and Prathima Devi
- Aditya, actor; son of Rajendra Singh
- Rishika Singh, actress; daughter of Rajendra Singh
- Rajendra Singh Babu, director; son of Shankar Singh and Prathima Devi
- Vijayalakshmi Singh, director; sister of Rajendra Singh
- Jai Jagadish, actor; husband of Vijayalakshmi Singh
Sreenivasan family
সম্পাদনা- Sreenivasan, actor.
- Vineeth Sreenivasan, actor; son of Sreenivasan.
- Dhyan Sreenivasan, actor; son of Sreenivasan.
Sridevi family
সম্পাদনাAs the family of Sridevi have primarily appeared in Hindi films, only those who have appeared in South Indian films are listed below:
Thoogudeepa Srinivas family
সম্পাদনা- Thoogudeepa Srinivas, actor.
- Meena Thoogudeepa srinivas, producer; Wife of thoogudeepa Srinivas
- Darshan (actor), actor; son of thoogudeepa Srinivas
- Vijaya lakshmi Darshan, wife of Darshan thoogudeepa
- Vinish Thoogudeepa, grand son of thoogudeepa Srinivas
- Dinkar Thoogudeepa, Director; son of thoogudeepa Srinivas
- Manasa Dinkar, Director; wife of Dinakar thoogudeepa
- Divya Thoogudeepa, Daughter of thoogudeepa Srinivas
SS Rajendran family
সম্পাদনা- S. S. Rajendran, actor.
- C. R. Vijayakumari, actress; wife of SS Rajendran.
- S. S. Rajendra Kumar, actor; son of Rajendran.
- S. S. R. Kannan, actor; son of Rajendran.
- S. S. R. Pankaj Kumar, actor; grandson of Rajendran.
Subramanyam family
সম্পাদনা- K. Subramanyam, director (d.1971)
- S. D. Subbulakshmi, actress; wife of Subramanyam,
- Padma Subrahmanyam, dancer; daughter of Subramanyam,
- Raghuram, choreographer; grandson of Subrahmanyam.
- Gayathri Raguram, actress; daughter of Raguram.
- Prasanna Sujit, choreographer; nephew of Kala.
- Keerthi, video jockey; niece of Kala. (see Bhagyaraj family)
Sukumaran family
সম্পাদনা- Sukumaran, actor (d. 1997)
- Mallika Sukumaran, actress; wife of Sukumaran.
- Jagathy Sreekumar, actor; ex-husband of Mallika.
- Indrajith, actor; son of Sukumaran.
- Poornima Mohan, actress; wife of Indrajith.
- Prithviraj, actor; son of Sukumaran.
- Supriya Menon, BBC India Reporter; wife of Prithviraj.
Sundar family
সম্পাদনা- Sundar C, director.
- Kushboo Sundar, actress; wife of Sundar.(see Sivaji Ganesan family)
Sundaram family
সম্পাদনা- Sundaram, choreographer.
- Raju Sundaram, choreographer; son of Sundaram.
- Prabhu Deva, actor and director; son of Sundaram.
- Vishnu Deva, choreographer; nephew of Prabhu Deva
- Nagendra Prasad, choreographer; son of Sundaram.
Suresh family
সম্পাদনা- Suresh Kumar, film producer.
- Menaka, actress; wife of Suresh.
- Keerthy Suresh, actress; daughter of Suresh.
Suresh gopi family
সম্পাদনা- Suresh Gopi, actor.
- Gokul Suresh, actor; son of Suresh Gopi.
T
সম্পাদনাThiagarajan family
সম্পাদনা- Thiagarajan, actor.
- Prashanth, actor; son of Thiagarajan.
- Peketi Sivaram, actor; father-in-law of Thiagarajan.
- Vikram, actor; nephew of Thiagarajan.
- Akshita Vikram, playback singer; daughter of Vikram. (see Karunanidhi family)
- Dhruv Vikram, playback singer; son of Vikram.
- Vinod Raj, actor; father of Vikram.
Thoogudeepa family
সম্পাদনা- Thoogudeepa Srinivas, actor. (d. 1995)
- Darshan, actor; son of Srinivas
- Dinakar Thoogudeepa, director; son of Srinivas.
- Meena Thoogudeepa srinivas, producer; Wife of thoogudeepa srinivas
- Vijaya lakshmi Darshan, wife of Darshan thoogudeepa
- Vinish Thoogudeepa, grand son of thoogudeepa Srinivas
- Manasa Dinkar, Director; wife of Dinakar thoogudeepa
- Divya Thoogudeepa, Daughter of thoogudeepa Srinivas
Travancore family
সম্পাদনা- Padmini, actress; part of the Travancore Sisters
- Lalitha, actress; part of the Travancore sisters
- Ragini, actress; part of the Travancore sisters
- Shobana, actress; niece of the Travancore sisters
- Vineeth, actor; nephew of the Travancore sisters
- Krishna, actor; grandson of Lalitha
- Sukumari, actress; cousin of the Travancore sisters (d. 2013)
- Ambika Sukumaran, actress; cousin of the Travancore sisters
- A. Bhimsingh, director; husband of Sukumari (d. 1982)
উ
সম্পাদনাউপালাপতি পরিবার
সম্পাদনা- সূর্যনারায়ণ রাজু উপালাপতি, প্রযোজক।
- কৃষ্ণম রাজু উপালাপতি, অভিনেতা ও প্রযোজক; সূর্যনারায়ণের বড় ভাই।
- প্রভাস রাজু উপালাপতি, অভিনেতা; সূর্যনারায়ণের ছেলে।
ব - ভ
সম্পাদনাবৈরমুতু পরিবার
সম্পাদনাবাসুদেবন পরিবার
সম্পাদনা- মালয়েশিয়া বাসুদেবন, নেপথ্য গায়ক। (মৃ. ২০১১)
- যুগেন্দ্রন, অভিনেতা; বাসুদেবন'র ছেলে।
- হেমা মালিনী, টিভি উপস্থাপক; যুগেন্দ্রন'র স্ত্রী।
- প্রশান্তিনি, নেপথ্য গায়ক; বাসুদেবন'র মেয়ে।
বীরাস্বামী পরিবার
সম্পাদনা- এন. বীরাস্বামী, প্রযোজক। (মৃ. ১৯৯২)
- ভি. রবিচন্দ্রন, অভিনেতা, পরিচালক ও সংগীত সুরকার; বীরাস্বামী'র ছেলে।
- মনোরঞ্জন রবিচন্দ্রন, অভিনেতা; রবিচন্দ্রন'র ছেলে।
- ভি. রবিচন্দ্রন, অভিনেতা, পরিচালক ও সংগীত সুরকার; বীরাস্বামী'র ছেলে।
- বালাজী, অভিনেতা; রবিচন্দ্রন'র ভাই।
বিজয়কান্ত পরিবার
সম্পাদনা- বিজয়কান্ত, অভিনেতা.
- প্রেমলতা, প্রযোজক; বিজয়কান্তের স্ত্রী।
- শানমুগাপান্ডিয়ান, অভিনেতা; বিজয়কান্তের ছেলে।
বিজয়কুমার পরিবার
সম্পাদনা- বিজয়কুমার, অভিনেতা.
- মনজুলা বিজয়কুমার, অভিনেত্রী. (মৃ. ২০১৩)
- অরুণ বিজয়, অভিনেতা; বিজয়কুমারের ছেলে।
- এন. এস. মোহন, প্রযোজক; অরুণের শ্বশুর।
- হেমন্ত, অভিনেতা; মোহনের ছেলে।
- কবিতা বিজয়কুমার, অভিনেত্রী; বিজয়কুমারের মেয়ে।
- বনিতা বিজয়কুমার, অভিনেত্রী; বিজয়কুমারের মেয়ে
- প্রীতা বিজয়কুমার, অভিনেত্রী; বিজয়কুমারের মেয়ে।
- হরি, পরিচালক; প্রীতা'র স্বামী।
- শ্রীদেবী বিজয়কুমার, অভিনেত্রী; বিজয়কুমারের মেয়ে।
বিষ্ণুবর্ধন পরিবার
সম্পাদনা- বিষ্ণুবর্ধন, অভিনেতা।
- ভারতী বিষ্ণুবর্ধন, অভিনেত্রী; বিষ্ণুবর্ধনের স্ত্রী।
- অনিরুধ, অভিনেতা; son-in-law of Vishnuvardhan.
বৈজয়ন্তীমালা পরিবার
সম্পাদনা- বৈজয়ন্তীমালা, অভিনয়
- বসুন্ধরা দেবী, অভিনেত্রী; বৈজয়ন্তীমালা'র মা।
- সুচিন্ত্রা বালি, অভিনেতা; বৈজয়ন্তীমালা'র ছেলে।
- ওয়াই. জী. মহেন্দ্র, অভিনেতা; বৈজয়ন্তীমালা'র চাচা/মামাতো ভাই। (রজনীকান্ত পরিবার দেখুন)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ B., Nitin (৩ সেপ্টেম্বর ২০১৭)। "Tollywood's first families: The kings and queens who rule the Telugu film industry"। The News Minutes। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৯।