আলী (অভিনেতা)

ভারতীয় অভিনেতা এবং কমেডিয়ান

আলী একজন ভারতীয় অভিনেতা, এবং অন্ধ্রপ্রদেশে টেলিভিশন উপস্থাপক হিসেবে কাজ করেন। তিনি এক হাজারেরও উপরে তেলুগু, তামিল চলচ্চিত্রহিন্দি চলচ্চিত্রেও কাজ করেন।[৩] তিনি পবন কল্যাণপুরি জগন্নাথ-দের ছবিগুলোতে একজন নিয়মিত অভিনেতা।[৪] দ্য একাডেমী অব গ্লোবাল পিস ২৫শে মে ২০১৩ সালে তামিল নাড়ুর কোয়েম্বাটুরে তাকে অবৈতনিক ডক্টরেট উপাধিতে সম্মানিত করেন।[৫][৬] তিনি দুইবার ফিল্মফেয়ার পুরস্কার এবং দুইবার নন্দী পুরস্কার লাভ করেন।

আলী
জন্ম
আলী বাশা [১]

(1968-10-10) ১০ অক্টোবর ১৯৬৮ (বয়স ৫৫)[২]
কর্মজীবন১৯৮১ সাল - বর্তমান
দাম্পত্য সঙ্গীজুবেরা সুলতানা বেগম
(বি.১৯৯৪–বর্তমান)
সন্তানমোহাম্মদ ফাতিমা রামিজুন,
মোহাম্মদ আব্দুল সুবহান,
জুভেরিয়া মেথি।
পিতা-মাতা
  • মোহাম্মদ বাশা[১] (পিতা)
  • জৈতুন বিবি[১] (মাতা)
পুরস্কারতেলুগু ফিল্মফেয়ার সেরা কমেডিয়ান পুরস্কার
(২০০৫ সালে সুপার চলচ্চিত্রের জন্য)

পূর্ববর্তী জীবন সম্পাদনা

আলী ভারতের অন্দ্রপ্রদেশের রাজাহমুন্দ্রির একটি গরীব পরিবারে জন্মগ্রহণ করেন।[১] তার পিতা ছিলেন একজন দর্জি এবং তার মাতা ছিলেন একজন গৃহিনী। তার ছোট ভাই হলেন খাইয়ুম, যিনিও ছিলেন একজন অভিনেতা।[৭] ২৩শে জানুয়ারি ১৯৯৪ সালে তিনি বিবাহ করেন এবং তার দুই মেয়ে ও এক পুত্র সন্তান রয়েছে (মো. ফাতিমা রামেজুন, মো আব্দুল সোবহান ও জুভেরিয়া মেথি)।

কর্মজীবন সম্পাদনা

রাজামুন্দ্রির সাঙ্গীতিক সংস্থা,জিৎমোহন মিত্রের সাহায্যে আলী চলচ্চিত্র শিল্পে আসেন। যখন পরিচালক ভারতী রাজা,তার চলচ্চিত্র সীতালোকা চিলুকার জন্য শিশু অভিনেতা খুঁজছিলেন ,তখন আলী কোনো এক কারণে চেন্নাই গিয়েছিলেন এবং ভারতী তাকে একটি চরিত্রে অভিনয়ের সুযোগ দেন। শিশু অভিনেতা হিসেবে আলী বহু চলচ্চিত্রে অভিনয় করেছেন। যখন শিশু অভিনেতা হিসেবে তাঁর বয়স অনেক বেশি তখন তিনি টলিউডে একজন কৌতুক অভিনেতা হিসেবে পরিচিতি লাভ করেন।

পরিচালক এস.ভি.কৃষ্ণ রেড্ডি তাকে বহু চলচ্চিত্রে কৌতুক অভিনেতা হিসেবে সুযোগ দেন এবং তার জন্য আরো অনেক নতুন ভূমিকার ব্যাপারে ভাবেন। আলী চাটা নামক তার নিজস্ব অভিনয়শৈলীর উন্নয়ন করেন। আলী কন্নড় চলচ্চিত্র সুপার(২০১০)অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

আলী,মনমোহন জাদু মলম নামক চুলকানি-প্রতিরোধী ঔষধের ব্রান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। তিনি এমএএ টিভি ও জেমিনি টিভির এটিএমে আলী টকিস নামক একটি সবাক চলচ্চিত্রের আয়োজক। [৮]

পুরস্কার সম্পাদনা

সাল পুরস্কার বিষয়শ্রেণী ছবি ফলাফল
২০০৩ ফিল্মফেয়ার পুরস্কার Filmfare Best Comedian Award (Telugu) Amma Nanna O Tamila Ammayi বিজয়ী
২০০৫ সুপার বিজয়ী
নন্দী পুরস্কার
  • নন্দি পুরস্কার সেরা শিশু অভিনেতা - Seethakoka Chiluka (1981)
  • নন্দী বিশেষ জুরি পুরস্কার - Pittala Dora (1996)

চলচ্চিত্র তালিকাস্মূহ সম্পাদনা

নিম্নে আলীর চলচ্চিত্র তালিকা বর্ণিত হয়েছে -

  • সীতাকথা চিলুকা (১৯৮১)
  • জাম্বা লাকিদি পাম্বা (১৯৯৩)
  • রাজেন্দ্রুদু গজেন্দ্রুদু (১৯৯৩)
  • মায়ালোদু (১৯৯৩)
  • হ্যালো ব্রাদার (১৯৯৪)
  • মুদ্দুলা প্রিয়ুদু (১৯৯৪)
  • যমলীলা (১৯৯৪)
  • শুভলগ্নম (১৯৯৪)
  • আম্মায়ী কাপুরম (১৯৯৪)
  • ঘটোৎকচুদু (১৯৯৫)
  • পিত্তলা দোরা (১৯৯৬)
  • গানশট (১৯৯৬)
  • ইডিয়ট (২০০২)
  • আম্মা নান্না ও তামিল আম্মায়ী (২০০৩)
  • সুপার (২০০৫)
  • পেল্লাইনা কোথালো (২০০৬)
  • দেশামুদুরু (২০০৭)
  • কিক (২০০৯)
  • জলসা (২০০৮)
  • গব্বর সিং (২০১২)
  • ক্যামেরাম্যান গঙ্গাথাও রামবাবু (২০১২)
  • আত্তারিন্তিকি দারেদি (২০১৩)
  • সাহসম (২০১৩)
  • রেস গুররাম (২০১৪)
  • শ্রীমানথুডু (২০১৫)
  • এস/ও সত্যমূর্তি (২০১৫)

বহিঃসংযোগ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Actor Ali"tollywoodcelebrities.com। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৬ 
  2. "Ali Biography, Profile"movies.dosthana.com। ২৭ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৬ 
  3. "Telugu Actor Ali Biography"celebrityprofiles.in। Celebrity Profiles। ২৭ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৬ 
  4. "Ali (Telugu actor) Biography"filmibeat.com। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৬ 
  5. Santosh। "Top 10 Comedians in South Indian Movies (Tamil & Telugu)"worldblaze.in। ২৭ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৬ 
  6. "Telugu actor Ali dedicates Doctorate honour to his father"news18.com। News 18। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৬ 
  7. "South Indian movies popular Comedian Ali"nettv4u.com। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৬ 
  8. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১২ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৭