বসুন্ধরা কিংস
বসুন্ধরা কিংস বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা, বাংলাদেশের একটি ফুটবল ক্লাব। ক্লাবটি বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলছে।[২] ক্লাবটি বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন।
পূর্ণ নাম | বসুন্ধরা কিংস | ||
---|---|---|---|
ডাকনাম | দ্য কিংস | ||
প্রতিষ্ঠিত | ২০১৩ | ||
মাঠ | বসুন্ধরা কিংস এরিনা | ||
ধারণক্ষমতা | ১৪,০০০[১] | ||
মালিক | বসুন্ধরা গ্রুপ | ||
প্রেসিডেন্ট | ইমরুল হাসান | ||
প্রধান কোচ | ভালেরিউ তিতা | ||
লিগ | বাংলাদেশ প্রিমিয়ার লিগ | ||
২০২১ | চ্যাম্পিয়ন | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
| |||
বসুন্ধরা কিংসের সক্রিয় বিভাগসমূহ | ||
---|---|---|
ফুটবল (পুরুষ) | ফুটবল (মহিলা) |
ইতিহাস
সম্পাদনাসূচনালগ্ন
সম্পাদনা২০১৩ সালে ক্লাবটি গঠিত হলেও প্রথমদিকে খুব বেশি সক্রিয়তা ছিলো না। ২০১৬ সালে পাইওনিয়ার লিগ জয়ের পর দলটি তৃতীয় স্তরের লিগের জন্য উত্তীর্ণ হয়।তবে দলটি ২য় স্তরের বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে খেলার ইচ্ছা প্রকাশ করে এবং কিছু শর্ত পূরণ করার পর দলটি খেলার জন্য উত্তীর্ণ হয়।[৩] ২০১৭-১৮ মৌসুমের জন্য রোকোনুজ্জামান কাঞ্চনকে অধিনায়ক করা হয়[৪]
২০১৭-১৮ মৌসুম
সম্পাদনা৭ আগস্ট ২০১৭ তারিখে উত্তর বারিধারা স্পোর্টিং ক্লাবের সাথে দলটি নিজেদের প্রথম পেশাদার স্বীকৃতিপ্রাপ্ত ম্যাচ খেলে। সে ম্যাচে রিপন বিশ্বাস ক্লাবের সর্বপ্রথম গোলটি করেন।[৫] ১৮ আগস্ট ২০১৭ তারিখে নোফেল স্পোর্টিং ক্লাবের বিপক্ষে নিজেদের সর্বপ্রথম জয় পায়।[৬] ২০১৭ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ চ্যাম্পিয়ন হওয়ায় ক্লাবটি ২০১৮-১৯ বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করে।[৭] প্রতিযোগিতায় অধিনায়ক কাঞ্চন দ্বিতীয় সর্বোচ্চ ১১ টি গোল করেন। ১১ নভেম্বর ২০১৭ তারিখে তাদের প্রথম ঘরোয়া শিরোপাটি হস্তান্তর করা হয়।[৮][৯]
২০১৮-১৯ মৌসুম
সম্পাদনা৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে, স্পেনের ওস্কার ব্রুসোনকে নতুন ও ক্লাবের প্রথম বিদেশী প্রশিক্ষক হিসেবে নিযুক্ত করা হয়।[১০] ২০১৮-১৯ মৌসুমের জন্য ২০১৮ ফিফা বিশ্বকাপে কোস্টারিকার হয়ে খেলা ড্যানিয়েল কলিন্ড্রেসকে দলে অন্তর্ভুক্ত করে।[১১][১২] ২১ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মালদ্বীপের ক্লাব নিউ রেডিয়েন্টের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে। যেটিতে ৪-১ গোলের জয় পায়।
২০১৮ বাংলাদেশ ফেডারেশন কাপ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার-ফাইনালের জন্য উত্তীর্ণ হয়।কোয়ার্টার ফাইনাল বিজেএমসি দলকে ৫-১ গোলে হারায়।[১৩] সেমিফাইনালে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিরুদ্ধে অতিরিক্ত সময়ের একমাত্র গোলে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।[১৪] তবে ফাইনালে ৩-১ গোলে ঢাকা আবাহনীর কাছে পরাজিত হয়।[১৫] ২০১৮–১৯ স্বাধীনতা কাপেও গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালের জন্য উত্তীর্ণ হয়। সেখানে রহমতগঞ্জ এমএফএসকে ৩-২ গোলে পরাজিত করে।[১৬] সেমি ফাইনালে ঢাকা আবাহনীকে পেনাল্টিতে পরাজিত করে ফাইনালে খেলে।[১৭] ফাইনালে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ২-১ গোলে হারিয়ে নিজেদের প্রথম কাপ শিরোপা অর্জন করে।[১৮][১৯]
সমর্থকগোষ্ঠি
সম্পাদনাজার্সি স্পন্সর
সম্পাদনাসময়কাল | শার্ট স্পন্সর |
---|---|
২০১৭- বর্তমান | বসুন্ধরা গ্রুপ |
বর্তমান খেলোয়াড়
সম্পাদনা- ২৬ নভেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
২০২২-২৩ মৌসুমের জন্য বসুন্ধরা কিংসের খেলোয়াড়গন।
টীকা: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফার যোগ্যতার নিয়মের অধীনে নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।
|
|
- ঋণের বাইরে
টীকা: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফার যোগ্যতার নিয়মের অধীনে নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।
|
বসুন্ধরা কিংস এরিনা হলো বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের একটি ফুটবল স্টেডিয়াম, যেখানে বসুন্ধরা কিংস তাদের হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই স্টেডিয়ামে ১৪,০০০ জন দর্শক খেলা উপভোগ করতে পারে। বসুন্ধরা কিংস বনাম বাংলাদেশ পুলিশ এফসির ম্যাচের মধ্যদিয়ে এই স্টেডিয়ামে যাত্রাশুরু হয়। ২০২৩ সালে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে এই স্টেডিয়ামের আন্তর্জাতিক যাত্রা শুরু হয়।
কোচিং কর্মকর্তা
সম্পাদনাজুলাই ২০২০ পর্যন্ত সঠিক
অবস্থান | নাম |
---|---|
প্রধান প্রশিক্ষক | অস্কার ব্রুজোন |
সহকারী প্রশিক্ষক | মাহাবুব হোসেন রক্সি আবু আহমেদ ফয়সাল এস. এম. আসিফুজ্জামান |
গোলকিপিং প্রশিক্ষক | এ.কে.এম. নুরুজ্জামান সেলিম মিয়া |
ফিটনেস প্রশিক্ষক | হাভিয়ের সানচেজ ফ্লোরেজ |
টেকনিকাল ডিরেক্টর | বায়েজিদ আলম নিপু |
মিডিয়া ম্যানেজার | আহমেদ শায়েক |
ফিজিও | আবু সুফিয়ান সরকার কৌশিক রায় |
দলের পরিসংখ্যান
সম্পাদনাপ্রধান কোচের পরিসংখ্যান
সম্পাদনা১৭ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত সঠিক
কোচ | শুরু | শেষ | খেলা | জয় | ড্র | হার | পক্ষে গোল | বিপক্ষে গোল | জয় হার |
---|---|---|---|---|---|---|---|---|---|
মোহাম্মদ আসিফুজ্জামান | মে ২০১৭ | নভেম্বর ২০১৭ | ১৮ | ১০ | ৫ | ৩ | ২৩ | ১৯ | ৫৫.৫৬ |
ওস্কার ব্রুসোন | সেপ্টেম্বর ২০১৮ | ৯৫ | ৭২ | ১১ | ১২ | ২০১ | ৭৪ | ৭৫.৭৯ |
অর্জন
সম্পাদনালিগ
সম্পাদনা- বাংলাদেশ প্রিমিয়ার লিগ
- বিজয়ী (৪): ২০১৯-২০, ২০২০-২১, ২০২১-২২,২০২২-২৩
- বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ
- বিজয়ী (১): ২০১৭
কাপ
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Bashundhara Kings Arena set for historic debut"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০২২-০২-১৭। সংগ্রহের তারিখ ২০২২-০২-১৮।
- ↑ "বসুন্ধরা কিংসের চারে চার"। ২০২০-০১-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০২-১৮।
- ↑ "Bashundhara Kings, from Pioneer League to BCL champion"। ৪ নভেম্বর ২০১৭।
- ↑ বসুন্ধরা কিংস। Kaler Kantho। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-২৯।
- ↑ http://www.daily-sun.com/printversion/details/246356/Bashundhara-Kings-share-points-with-Uttar-Baridhara
- ↑ http://www.daily-sun.com/printversion/details/248580/Bashundhara-Kings-beat-Nofel-Sporting
- ↑ জাগো নিউজ। "চ্যাম্পিয়ন হয়েই প্রিমিয়ারে বসুন্ধরা কিংস"।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের পুরস্কার বিতরণ। risingbd.com। ২০১৮-১২-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-২৯।
- ↑ "Bashundhara Kings crowned champions of BCL 2017"। Bangladesh Football Federation (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৬-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-২৯।
- ↑ "Bashundhara Kings coach Oscar Bruzon in city"। Daily Sun। ৪ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ "Bashundhara Kings rope in World Cup star Colindres"। Daily Sun। ১৭ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ "Kings unveil Costa Rican WC star"। New Age।
- ↑ "Colindres treble powers Kings into semis"। thedailystar.net। ১২ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০১৮।
- ↑ "Super-sub Sabuz carries Bashundhara to final"। ঢাকা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১৮।
- ↑ "Abahani seal hattrick title"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১৮।
- ↑ https://www.thedailystar.net/sports/football/news/kings-survive-rganj-scare-1673797
- ↑ https://www.thedailystar.net/sports/football/news/heroic-zico-propels-kings-final-1676623
- ↑ https://www.thedailystar.net/sports/football/news/bashundhara-kings-coronation-1679254
- ↑ https://www.dhakatribune.com/sport/football/2018/12/26/kings-earn-first-glory-in-dhaka-football