বিশ্বনাথ ঘোষ
বিশ্বনাথ ঘোষ (জন্ম: ৩০ মে ১৯৯৯) হলেন একজন বাংলাদেশী পেশাদার ফুটবল খেলোয়াড়।[১] তিনি বর্তমানে বাংলাদেশের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব বসুন্ধরা কিংস এবং বাংলাদেশ জাতীয় দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত একজন ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
জন্ম | ৩০ মে ১৯৯৯ | ||
জন্ম স্থান | টাঙ্গাইল, বাংলাদেশ | ||
উচ্চতা | ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | বসুন্ধরা কিংস | ||
জার্সি নম্বর | ১২ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
ভিক্টোরিয়া | |||
ঢাকা মোহামেডান | |||
২০১৭–২০১৯ | শেখ রাসেল | ৪৪ | (০) |
২০১৯– | বসুন্ধরা কিংস | ৪৩ | (০) |
জাতীয় দল‡ | |||
২০১৮ | বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ | ৪ | (০) |
২০১৮– | বাংলাদেশ | ২৬ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৬:০১, ৯ আগস্ট ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৬:০১, ৯ আগস্ট ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
ভিক্টোরিয়ার হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন। অতঃপর তিনি ঢাকা মোহামেডানে যোগদান করেছেন। ঢাকা মোহামেডান হতে শেখ রাসেলের সাথে চুক্তি স্বাক্ষর করেছেন, যেখানে তিনি ৪৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন। ২০১৯–২০ মৌসুমে, তিনি শেখ রাসেল হতে বসুন্ধরা কিংসে যোগদান করেছেন।
২০১৮ সালে, বিশ্বনাথ বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের হয়ে বাংলাদেশের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। তিনি একই বছরে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; বাংলাদেশের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২৬ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
দলগতভাবে, বিশ্বনাথ এপর্যন্ত ৩টি শিরোপা জয়লাভ করেছেন, যার সবগুলো বসুন্ধরা কিংসের হয়ে জয়লাভ করেছেন।
প্রারম্ভিক জীবন
সম্পাদনাবিশ্বনাথ ঘোষ ১৯৯৯ সালের ৩০শে মে তারিখে বাংলাদেশের টাঙ্গাইলে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
সম্পাদনাবিশ্বনাথ বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৮ সালের ১৪ই আগস্ট তারিখে তিনি ২০১৮ এশিয়ান গেমসে উজবেকিস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিরুদ্ধে ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। বাংলাদেশের বয়সভিত্তিক দলের হয়ে তিনি ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
২০১৮ সালের ৪ঠা সেপ্টেম্বর তারিখে, মাত্র ১৯ বছর ৩ মাস ৬ দিন বয়সে, বিশ্বনাথ ভুটানের বিরুদ্ধে ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে অভিষেক করেছেন।[২][৩] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন। ম্যাচটি বাংলাদেশ ২–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল। বাংলাদেশের হয়ে অভিষেকের বছরে বিশ্বনাথ সর্বমোট ৫ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
ব্যক্তিগত জীবন
সম্পাদনা২০২০ সালের জানুয়ারি মাসে, বিশ্বনাথ তার দীর্ঘদিনের বান্ধবী চৈতি ঘোষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।[৪]
পরিসংখ্যান
সম্পাদনাআন্তর্জাতিক
সম্পাদনা- ৯ আগস্ট ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
বাংলাদেশ | ২০১৮ | ৫ | ০ |
২০১৯ | ৬ | ০ | |
২০২০ | ৫ | ০ | |
২০২১ | ৫ | ০ | |
২০২২ | ৫ | ০ | |
সর্বমোট | ২৬ | ০ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "GHOSH Bishwanath – Asian Games 2018 Jakarta Palembang"। Asian Games 2018 Jakarta Palembang। ৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ "Bishwanath rekindles tradition of long throw-in"। Dhaka Tribune।
- ↑ "বাংলাদেশ বনাম ভুটান"। saffsuzukicup (ইংরেজি ভাষায়)। ৪ সেপ্টেম্বর ২০১৮। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০২১।
- ↑ অনুশীলনে ৩ ঘণ্টার ছুটি নিয়ে ফুটবলারের বিয়ে। Odhikar। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- সকারওয়েতে বিশ্বনাথ ঘোষ (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে বিশ্বনাথ ঘোষ (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে বিশ্বনাথ ঘোষ (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে বিশ্বনাথ ঘোষ (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে বিশ্বনাথ ঘোষ (ইংরেজি)