৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত)

৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান হল একটি আসন্ন ইভেন্ট যেখানে ভারতের জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন ভারতের চলচ্চিত্রে ২০২২ সালের সেরা চলচ্চিত্রকে সম্মান জানাতে তার বার্ষিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করে।[] পুরস্কার অনুষ্ঠানটি মূলত ২০২৩ সালের ৩রা মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু কোভিড-১৯ বৈশ্বিক মহামারীর পরে বিলম্বের কারণে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছিল।[] ২০২৪ সালের আগস্ট মাসে তথ্য ও সম্প্রচার মন্ত্রক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করে।[] দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপকের সাথে বিজয়ীদেরকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ২০২৪ সালের অক্টোবর মাসে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে সংবর্ধনা দেবেন।[][]

৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত)
 ← ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত) ৭১তম → 

নির্বাচন প্রক্রিয়া

সম্পাদনা

ভারতের জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন ২০২৪ সালের ৩০শে জানুয়ারি পর্যন্ত প্রবেশের জন্য গ্রহণযোগ্য শেষ তারিখ সহ অনলাইন ভুক্তির আমন্ত্রণ জানিয়েছে [][] ২০২২ সালের ১লা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বরের মধ্যে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন দ্বারা প্রত্যয়িত পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র এবং স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্রসমূহ এই পুরস্কারের জন্য যোগ্য ছিল।[] ২০২২ সালের ১লা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বরের মধ্যে ভারতীয় সংবাদপত্র, ম্যাগাজিন এবং জার্নালে প্রকাশিত চলচ্চিত্র সম্পর্কিত বই, সমালোচনামূলক গবেষণা, পর্যালোচনা বা নিবন্ধগুলি চলচ্চিত্র বিভাগে সেরা লেখার জন্য যোগ্য ছিল।[] চলচ্চিত্র বা অনুবাদের ডাব করা, সংশোধিত বা অনুলিপি করা সংস্করণের এন্ট্রি, সংক্ষিপ্তকরণ, সম্পাদিত বা টীকাযুক্ত কাজ এবং পুনর্মুদ্রণ পুরস্কারের জন্য অযোগ্য ছিল। []

পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র এবং স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র বিভাগগুলির জন্য যেকোনো ভারতীয় ভাষার চলচ্চিত্র, ১৬ মিমি ও ৩৫ মিমিতে শ্যুট করা, বৃহত্তর ফিল্ম গেজ বা ডিজিটাল বিন্যাস, এবং সিনেমা হলে, ভিডিও বা ডিজিটাল ফরম্যাটে হোম দেখার জন্য যোগ্য ছিল। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন দ্বারা চলচ্চিত্রসমূহেক পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র, ফিচারটেট বা ডকুমেন্টারি/নিউজরিল/নন-ফিকশন হিসাবে প্রত্যয়িত করতে হবে।[১০][১১]

পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র

সম্পাদনা

স্বর্ণ কমল পুরস্কার

সম্পাদনা

দাপ্তরিক নাম: স্বর্ণ কমল

সমস্ত পুরস্কারপ্রাপ্তদের 'স্বর্ণ কমল', একটি সার্টিফিকেট এবং নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার চলচ্চিত্র ভাষা প্রাপক(গণ) নগদ পুরস্কার
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আট্টাম মালয়ালম প্রযোজনা: জয় মুভি প্রডাকশন্স এলএলপি
পরিচালক: আনন্দ একর্ষি
প্রত্যেকে ৩০০,০০০
নবাগত পরিচালকের শ্রেষ্ঠ চলচ্চিত্র ফৌজা হরিয়ানবি পরিচালক: প্রমোদ কুমার ৩০০,০০০
পরিছন্ন বিনোদন প্রদানকারী সেরা জনপ্রিয় চলচ্চিত্র কান্তারা কন্নড় প্রযোজনা: হোম্বালে ফিল্মস
পরিচালক: ঋষব শেট্টি
প্রত্যেকে ৩০০,০০০
এভিজিসি (অ্যানিমেশন, ভিজ্যুয়াল ইফেক্টস, গেমিং, ও কমিক)-এ শ্রেষ্ঠ চলচ্চিত্র ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান – শিবা হিন্দি প্রযোজনা: ধর্ম প্রডাকশন্স, প্রাইম ফোকাস, স্টারলাইট পিকচার্স
পরিচালক: অয়ন মুখার্জি
প্রত্যেকে ৩০০,০০০
ভিএফএক্স সুপারভাইজার: জয়কর অরুদ্র, বিরল ঠাক্কর, নীলিশ গোর প্রত্যেকে ২০০,০০০
শ্রেষ্ঠ পরিচালক উঁচাই হিন্দি সুরজ আর. বড়জাত্যা ৩০০,০০০

রজত কমল পুরস্কার

সম্পাদনা

দাপ্তরিক নাম: রজত কমল

সমস্ত পুরস্কারপ্রাপ্তদের 'রজত কমল', একটি সার্টিফিকেট এবং নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার চলচ্চিত্র ভাষা প্রাপক(গণ) নগদ পুরস্কার
জাতীয়, সামাজিক ও পরিবেশগত মূল্যবোধ প্রচারকারী শ্রেষ্ঠ চলচ্চিত্র কুচ এক্সপ্রেস গুজরাতি প্রযোজনা: সৌল সূত্র এলএলপি
পরিচালক: বিরল বি. শাহ
প্রত্যেকে ২০০,০০০
শ্রেষ্ঠ অভিনেতা কান্তারা কন্নড় ঋষব শেট্টি ২০০,০০০
শ্রেষ্ঠ অভিনেত্রী কুচ এক্সপ্রেস গুজরাতি মানসী পারেখ প্রত্যেকে ২০০,০০০
তিরুচিত্রম্বলম তামিল নিত্যা মেনন
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা ফৌজা হরিয়ানবি পবন মলহোত্রা ২০০,০০০
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী উঁচাই হিন্দি নীনা গুপ্তা ২০০,০০০
শ্রেষ্ঠ শিশু শিল্পী মালিকাপ্পুরম মালয়ালম শ্রীপথ ২০০,০০০
শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান – শিবা
("কেসরিয়া" গানের জন্য)
হিন্দি অরিজিৎ সিং ২০০,০০০
শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী সৌদি বেল্লাক্কা
("চায়ুম ভেইল" গানের জন্য)
মালয়ালম বোম্বে জয়শ্রী ২০০,০০০
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালনা
 • গান
ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান – শিবা হিন্দি প্রীতম চক্রবর্তী ২০০,০০০
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালনা
 • আবহ সঙ্গীত
পোন্নিয়িন সেল্বন: ১ তামিল এ আর রহমান ২০০,০০০
শ্রেষ্ঠ গীতিকার ফৌজা
("সালামি" গানের জন্য)
হরিয়ানবি নৌসাদ সদর খান ২০০,০০০
শ্রেষ্ঠ নৃত্য পরিচালনা তিরুচিত্রম্বলম তামিল জানি মাস্টার
সতীশ কৃষ্ণন
২০০,০০০
শ্রেষ্ঠ চিত্রনাট্য
 • চিত্রনাট্যকার (মৌলিক)
আট্টাম মালয়ালম আনন্দ একর্ষি ২০০,০০০
শ্রেষ্ঠ চিত্রনাট্য
 • সংলাপ
গুলমোহর হিন্দি অর্পিতা মুখার্জী
রাহুল ভি চিট্টেল্লা
২০০,০০০
শ্রেষ্ঠ চিত্রগ্রহণ পোন্নিয়িন সেল্বন: ১ তামিল রবি বর্মণ ২০০,০০০
শ্রেষ্ঠ চিত্রসম্পাদনা আট্টাম মালয়ালম মহেশ ভুবনেন্দ ২০০,০০০
শ্রেষ্ঠ নির্মাণ পরিকল্পনা অপরাজিত বাংলা আনন্দ আঢ্য ২০০,০০০
শ্রেষ্ঠ পোশাক পরিকল্পনা কুচ এক্সপ্রেস গুজরাতি নিকি জোশী ২০০,০০০
শ্রেষ্ঠ রূপসজ্জাকর অপরাজিত বাংলা সোমনাথ কুণ্ডু ২০০,০০০
শ্রেষ্ঠ শব্দ পরিকল্পনা পোন্নিয়িন সেল্বন: ১ তামিল আনন্দ কৃষ্ণমূর্তি ২০০,০০০
শ্রেষ্ঠ মারপিট পরিচালনা কেজিএফ: চ্যাপ্টার টু কন্নড় অম্বরিবু ২০০,০০০

তথ্যসূত্র

সম্পাদনা
  1. অরোড়া, সুমিত (১৬ ফেব্রুয়ারি ২০২৪)। "National Film Awards: Indira Gandhi and Nargis Dutt Names Removed from Categories"আড্ডা২৪৭ 
  2. "70th National Film Awards, 2022"nfaindia.org 
  3. "70th National Film Awards announcement live updates: Rishabh Shetty wins Best Actor, Attam is Best Feature Film"হিন্দুস্তান টাইমস 
  4. "70th National Film Awards: Heavy criticism from industry for ignoring contributions to sound recording and mixing"Hindustan Times। ২৫ ফেব্রুয়ারি ২০২৪। 
  5. "Entries invited for National Film Awards"Imphal Free Press 
  6. @ (১২ জানুয়ারি ২০২৪)। "invitation to all applicants of the 70th National Film Awards, 2022."ইন্সটাগ্রাম-এর মাধ্যমে।  খালি অথবা অনুপস্থিত |user= (সাহায্য); খালি অথবা অনুপস্থিত |postid= (সাহায্য)
  7. "Applications invited for 70th National Film Awards, 2022 - Telugu News"IndiaGlitz.com। ১৪ জানুয়ারি ২০২৪। 
  8. "Call for Entries 70th National Film Awards 2022"e-pao.net 
  9. "Indira Gandhi, Nargis Dutt's names dropped from National Film Awards categories"ইন্ডিয়া টুডে। ১৩ ফেব্রুয়ারি ২০২৪। 
  10. https://www.nfdcindia.com/uploads/post/0537628001686636693.pdf
  11. "'Kantara,' 'Aattam,' 'Uunchai,' 'Ponniyin Selvan' Among Winners at India's National Film Awards"ভ্যারাইটি 

বহিঃসংযোগ

সম্পাদনা