হরিয়ানবী ভাষা

(হরিয়ানভি ভাষা থেকে পুনর্নির্দেশিত)

হরিয়ানবী (দেবনাগরী: हरयाणवी হারয়াণভ়ী বা हरियाणवी হারিয়াণভ়ী) মূলত হরিয়ানা রাজ্যে ব্যাপকভাবে কথ্য একটি ইন্দো-আর্য ভাষা। এটি দিল্লী রাজ্যক্ষেত্রেও প্রচলিত এবং হিন্দির উত্তরসীমার পশ্চিমী উপভাষা হিসেবে বিবেচিত। []

হরিয়ানবী
हरयाणवी
দেশোদ্ভবভারত
অঞ্চলভারতের হরিয়ানাদিল্লী রাজ্যক্ষেত্র এবং পাকিস্তানের সিন্ধু প্রদেশপাঞ্জাব
মাতৃভাষী
৮০ লক্ষ (২০০১)[]
দেবনাগরী লিপি, নাস্তালিক লিপি
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-৩bgc
ভারতে হরিয়ানবী ভাষা এলাকা

এটি দেবনাগরী লিপিতে লিখা হয়। জাট সম্প্রদায়ের মধ্যে কথ্য বলে এটি "জাটু" ভাষা হিসেবেও পরিচিত।

তথ্যসূত্র

সম্পাদনা