৪র্থ বাচসাস পুরস্কার
৪র্থ বাচসাস পুরস্কার হল বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি কর্তৃক প্রদত্ত বাচসাস পুরস্কারের চতুর্থ আয়োজন। ১৯৭৬ সালের চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে সেরা অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। এই আয়োজনে ১৮টি বিভাগে ১৯ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।[১] সূর্য কন্যা চলচ্চিত্রটি সর্বাধিক ৫টি বিভাগে পুরস্কার লাভ করে এবং আলমগীর কবির ২টি বিভাগে পুরস্কার অর্জন করেন।
৪র্থ বাচসাস পুরস্কার | ||||
---|---|---|---|---|
পুরস্কার দেওয়া হয় | ১৯৭৬ সালে চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য | |||
পুরস্কার প্রদান করে | বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি | |||
আয়োজক | বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি | |||
প্রদান | ১৯৭৭ | |||
স্থান | ঢাকা, বাংলাদেশ | |||
আলোকপাত | ||||
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র | পালঙ্ক | |||
শ্রেষ্ঠ অ-পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র | গ্যাঞ্জেস ও গ্যাঞ্জেস | |||
শ্রেষ্ঠ অভিনেতা | আনোয়ার হোসেন পালঙ্ক | |||
শ্রেষ্ঠ অভিনেত্রী | রিনি রেজা সুপ্রভাত | |||
সর্বাধিক পুরস্কার | সূর্য কন্যা (৫টি) | |||
|
বিজয়ীদের তালিকা
সম্পাদনাবিভাগ | বিজয়ী | চলচ্চিত্র |
---|---|---|
শ্রেষ্ঠ চলচ্চিত্র | পালঙ্ক | |
শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র | খান আতাউর রহমান | গ্যাঞ্জেস ও গ্যাঞ্জেস |
শ্রেষ্ঠ পরিচালক | আলমগীর কবির | সূর্য কন্যা |
শ্রেষ্ঠ অভিনেতা | আনোয়ার হোসেন | পালঙ্ক |
শ্রেষ্ঠ অভিনেত্রী | রিনি রেজা | সুপ্রভাত |
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা | আদনান | মেঘের অনেক রং |
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী | জয়শ্রী কবির | সূর্য কন্যা |
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক | সত্য সাহা | সূর্য কন্যা |
শ্রেষ্ঠ গীতিকার | ফজল শাহাবুদ্দীন | সূর্য কন্যা (গান - "আমি যে আঁধারে বন্দিনী") |
শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী | ইন্দ্রমোহন রাজবংশী ও সৈয়দ আব্দুল হাদী | নয়নমনি (গান - "কাঁদিস কেনে মন") |
শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী | ফেরদৌসী রহমান | নয়নমনি (গান - "এ তোদের হেরেম বাদশাহ") |
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার | আলমগীর কবির | সূর্য কন্যা |
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা | আমজাদ হোসেন | নয়নমনি |
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক (সাদাকালো) | আব্দুস সামাদ | সূর্যগ্রহণ |
শ্রেষ্ঠ চিত্রসম্পাদক | আতিকুর রহমান মল্লিক | মেঘের অনেক রং |
শ্রেষ্ঠ শিল্প নির্দেশক | মহিউদ্দীন ফারুক | পালঙ্ক |
শ্রেষ্ঠ শব্দগ্রাহক | মোস্তফা কামাল ও প্রমোদ পাল | সূর্যগ্রহণ |
বিশেষ পুরস্কার | হারুনর রশিদ | মেঘের অনেক রং |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ জোয়াদ, আবদুল্লাহ (২০১০)। বাংলাদেশের চলচ্চিত্র: পাঁচ দশকের ইতিহাস। ঢাকা: জ্যোতিপ্রকাশ। পৃষ্ঠা ৪৭৪। আইএসবিএন 984-70194-0045-9।