২০২৪ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ


২০২৪ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ হল সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ৭ম সংস্করণ, আন্তর্জাতিক মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ যা দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) এর অন্তর্ভুক্ত জাতীয় দলগুলির প্রতিদ্বন্দ্বিতা করে।[১] টুর্নামেন্টটি ২০২৪ সালের ১৭ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে।[২] [৩]

২০২৪ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ
বিবরণ
স্বাগতিক দেশনেপাল
তারিখ১৭–৩০ অক্টোবর ২০২৪
দল৭ (১টি উপ-কনফেডারেশন থেকে)
মাঠ১ (১টি আয়োজক শহরে)

বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশফাইনালে, কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ১৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে বাংলাদেশ বনাম নেপাল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। ফাইনাল ম্যাচে নেপালের বিপক্ষে ৩–১ গোলে ব্যবধানে জিতে বাংলাদেশ তাদের প্রথম সাফ শিরোপা জয় লাভ করেছিল।[৪]

অংশগ্রহণকারী দলসমূহ

সম্পাদনা

টুর্নামেন্টে পরবর্তী ৭টি দল অংশগ্রহণ করবে।

দেশ উপস্থিতি পূর্বের সেরা অর্জন ফিফা ক্রম
৩ মার্চ ২০২৪
  ভারত ৭ম বিজয়ী (২০১০, ২০১২, ২০১৪, ২০১৬, ২০১৯) ৬৬
    নেপাল (আয়োজক) ৭ম রানার্স-আপ (২০১০, ২০১২, ২০১৪, ২০১৯, ২০২২) ১০০
  বাংলাদেশ ৭ম বিজয়ী (২০২২) ১৪০
  শ্রীলঙ্কা ৭ম সেমি-ফাইনাল (২০১২, ২০১৪, ২০১৯) ১৫৭
  পাকিস্তান ৫ম সেমি-ফাইনাল (২০১০) ১৫৮
  মালদ্বীপ ৭ম সেমি-ফাইনাল (২০১৬) ১৬১
  ভুটান ৭ম সেমি-ফাইনাল (২০২২) ১৭৩


এই ভেন্যুতে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে।

কাঠমান্ডু
দশরথ রঙ্গশালা স্টেডিয়াম
ধারণক্ষমতা: ১৫,০০০
 

ম্যাচ পরিচালনার কর্মকর্তা

সম্পাদনা
রেফারি
  •  
  •  
  •  
  •  
  •  
সরকারি রেফারি
  •  
  •  
  •  
  •  
  •  

টুর্নামেন্টের ড্র অনুষ্ঠানটি ৮ জুন ২০২৪ তারিখে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয়েছিল। ৭টি প্রতিযোগী দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছিল, যার মধ্যে গ্রুপ এ, তিনটি দল এবং তারপরে গ্রুপ বি চারটি দল নিয়ে গঠিত।[৫]

পাত্র ১ পাত্র ২ পাত্র ৩ পাত্র ৪
  ভারত
    নেপাল (আয়োজক)
  মালদ্বীপ
  বাংলাদেশ
  ভুটান
  পাকিস্তান
  শ্রীলঙ্কা

ড্রয়ের ফলাফল

সম্পাদনা
গ্রুপ এ
অবস্থান দল
এ১   ভারত
এ২   বাংলাদেশ
এ৩   পাকিস্তান
গ্রুপ বি
অবস্থান দল
বি১     নেপাল
বি২   শ্রীলঙ্কা
বি৩   মালদ্বীপ
বি৪   ভুটান

গ্রুপ পর্ব

সম্পাদনা
  • সবগুলো ম্যাচই নেপালের কাঠমান্ডুর অনুষ্ঠিত হবে।
  • স্থানীয় তালিকাভুক্ত সময় হল ইউটিসি+০৫:৪৫
গ্রুপ টেবিলের রঙের অর্থ
গ্রুপের বিজয়ী এবং রানার্স–আপদল সেমি–ফাইনালে অগ্রসর হবে।

গ্রুপ এ

সম্পাদনা
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  ভারত নকআউট পর্বে অগ্রসর
  বাংলাদেশ
  পাকিস্তান
প্রথম খেলা ১৭ অক্টোবর ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। উৎস: [তথ্যসূত্র প্রয়োজন]
পাকিস্তান  বনাম  বাংলাদেশ

ভারত  বনাম  পাকিস্তান

বাংলাদেশ  বনাম  ভারত

গ্রুপ বি

সম্পাদনা
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
    নেপাল (H) নকআউট পর্বে অগ্রসর
  শ্রীলঙ্কা
  মালদ্বীপ
  ভুটান
প্রথম খেলা ১৮ অক্টোবর ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। উৎস: [তথ্যসূত্র প্রয়োজন]
(H) স্বাগতিক।
নেপাল    বনাম  ভুটান
শ্রীলঙ্কা  বনাম  মালদ্বীপ

ভুটান  বনাম  শ্রীলঙ্কা
মালদ্বীপ  বনাম    নেপাল

মালদ্বীপ  বনাম  ভুটান
নেপাল    বনাম  শ্রীলঙ্কা

নকআউট পর্ব

সম্পাদনা
  • নকআউট পর্বে, যদি কোনও ম্যাচ স্বাভাবিক খেলার সময় শেষে গোলশূন্যভাবে শেষ হত, তবে বিজয়ী নির্ধারণের জন্য অতিরিক্ত সময় (প্রতিটি ১৫ মিনিটের দুটি সময়) খেলা হত এবং প্রয়োজনে পেনাল্টি শ্যুট-আউট দ্বারা অনুসরণ করা হত।

বন্ধনী

সম্পাদনা
 
সেমি–ফাইনালফাইনাল
 
      
 
অক্টোবর ২০২৪—কাঠমান্ডু (ডিআর)
 
 
চ্যাম্পিয়ন গ্রুপ এ
 
৩০ অক্টোবর ২০২৪—কাঠমান্ডু (ডিআর)
 
রানার্স আপ গ্রুপ বি
 
বিজয়ী এসএফ১
 
অক্টোবর ২০২৪—কাঠমান্ডু (ডিআর)
 
বিজয়ী এসএফ২
 
চ্যাম্পিয়ন গ্রুপ বি
 
 
রানার্স আপ গ্রুপ এ
 

সেমি–ফাইনাল

সম্পাদনা
চ্যাম্পিয়ন গ্রুপ এবনামরানার্স আপ গ্রুপ বি
চ্যাম্পিয়ন গ্রুপ বিবনামরানার্স আপ গ্রুপ এ

ফাইনাল

সম্পাদনা
বিজয়ী সেমি১বনামবিজয়ী সেমি২

বিজয়ী

সম্পাদনা
 ৭ম সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ ২০২৪ 
টেমপ্লেট:Fbw -big

পরিসংখ্যান

সম্পাদনা

গোলদাতা

সম্পাদনা

এই প্রতিযোগিতায় ০টি ম্যাচে ০টি গোল হয়েছে, যা ম্যাচ প্রতি গড়ে শূন্য দ্বারা ভাগ করা হয়েছে।টি গোল (১৭ অক্টোবর ২০২৪ তারিখ অনুযায়ী)।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Kazi Md. Salahuddin Re-Elected As President"SAFF। ২ জুলাই ২০২২। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২৩ 
  2. "ঢাকায় নয় সাবিনাদের সাফ কাঠমান্ডুতে"www.dhakapost.com। ৩ জুন ২০২৪। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২৪ 
  3. "মে‌য়ে‌দের সাফ ফুটবল নেপা‌লে"www.prothomalo.com। ৩ জুন ২০২৪। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২৪ 
  4. "Bangladesh women make history, clinch maiden SAFF title"The Daily Star। ১৯ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২৩ 
  5. "সাফে বাংলাদেশের গ্রুপসঙ্গী ভারত"www.offsidebangladesh.com। ৮ জুন ২০২৪। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৪