২০২৪ সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ


২০২৪ সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ হল সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ৯ম সংস্করণ আসর, দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) দ্বারা আয়োজিত পুরুষদের অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের জন্য একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা। টুর্নামেন্টটি ১৮ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হবে।[১] [২]

২০২৪ সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ
বিবরণ
স্বাগতিক দেশভুটান
তারিখ১৮–২৮ সেপ্টেম্বর ২০২৪
দল (১টি উপ-কনফেডারেশন থেকে)
মাঠ১ (১টি আয়োজক শহরে)

ভারত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, যারা ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে ফাইনালে বাংলাদেশকে ২–০ গোলে পরাজিত করে তাদের ৫ম শিরোপা জিতেছিল।[৩]

এই ভেন্যুতে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে।

থিম্পু
চাংলিমিথাং স্টেডিয়াম
ধারণক্ষমতা: ১৫,০০০
 

অংশগ্রহণকারী দলসমূহ

সম্পাদনা

টুর্নামেন্টে পরবর্তী ৭টি দল অংশগ্রহণ করবে।

দল অংশগ্রহণ পূর্ববর্তী সেরা সাফল্য
  বাংলাদেশ ৯ম চ্যাম্পিয়ন (২০১৫, ২০১৮)
  ভুটান ৭ম চতুর্থ স্থান (২০১৭)
  ভারত ৯ম চ্যাম্পিয়ন (২০১৩, ২০১৭, ২০১৯, ২০২২, ২০২৩)
  মালদ্বীপ ৭ম গ্রুপ পর্ব (২০১১, ২০১৫, ২০১৭, ২০১৮, ২০২২)
    নেপাল ৯ম রানার্স-আপ (২০১৩, ২০১৭, ২০১৯, ২০২২)
  পাকিস্তান ৫ম চ্যাম্পিয়ন (২০১১)
  শ্রীলঙ্কা ৭ম সেমি-ফাইনাল (২০২২)

গ্রুপ পর্বের ড্র

সম্পাদনা

টুর্নামেন্টের ড্র অনুষ্ঠানটি ৮ জুন ২০২৪ তারিখে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয়েছিল। ৭টি প্রতিযোগী দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছিল, যার মধ্যে গ্রুপ এ, ৩টি দল এবং তারপরে গ্রুপ বি ৪টি দল নিয়ে গঠিত।[৪]

পাত্র ১ পাত্র ২ পাত্র ৩ পাত্র ৪
  ভারত
  ভুটান (আয়োজক)
  মালদ্বীপ
    নেপাল
  বাংলাদেশ
  পাকিস্তান
  শ্রীলঙ্কা

ড্রয়ের ফলাফল

সম্পাদনা
গ্রুপ এ
অবস্থান দল
এ১   ভারত
এ২   মালদ্বীপ
এ৩   বাংলাদেশ
গ্রুপ বি
অবস্থান দল
বি১   ভুটান
বি২     নেপাল
বি৩   পাকিস্তান
বি৪   শ্রীলঙ্কা

খেলোয়াড়দের যোগ্যতা

সম্পাদনা

২০০৮ সালের ১ জানুয়ারি বা তার পরে জন্মগ্রহণকারী খেলোয়াড়রা প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতিটি দলকে সর্বনিম্ন ১৬ জন খেলোয়াড় এবং সর্বোচ্চ ২৩ জন খেলোয়াড়ের একটি দল নিবন্ধন করতে হবে, যাদের মধ্যে কমপক্ষে ২ জন গোলরক্ষক হতে হবে।

গ্রুপ পর্ব

সম্পাদনা
গ্রুপ টেবিলে রঙের চাবিকাঠি
গ্রুপ বিজয়ী ও রানার্স আপ ফাইনালে অগ্রসর হবে

টাইব্রেকার

সম্পাদনা

প্রত্যেক দলের পয়েন্টের ওপর ভিত্তি করে দলের অবস্থান নির্ণয় করা হয় (জয়ের জন্য ৩ পয়েন্ট, ড্রয়ের জন্য ১ পয়েন্ট, হারের জন্য ০ পয়েন্ট), এবং যদি পয়েন্টের সমতা হয় তবে গ্রুপ পর্বের সবগুলো খেলা শেষে নিম্নে বর্ণিত মানদণ্ডের উপর ভিত্তি করে শীর্ষ দুই দল নির্ণয় করা হবে:

  1. যেসকল দলের পয়েন্ট সমান, তাদের ম্যাচে পয়েন্ট;
  2. যেসকল দলের পয়েন্ট সমান, তাদের গোল পার্থক্য;
  3. যেসকল দলের পয়েন্ট সমান, তাদের গোল সংখ্যা;
  4. যেসকল দলের পয়েন্ট সমান, তাদের হেড-টু-হেড গোল পার্থক্য;
  5. যেসকল দলের পয়েন্ট সমান, তাদের হেড-টু-হেড গোল সংখ্যা;
  6. যেসকল দলের পয়েন্ট সমান এবং তারা যদি সর্বশেষ ম্যাচে একে অপরের মুখোমুখি হয়, তবে তাদের মধ্যে পেনাল্টি শুট-আউট;
  7. গ্রুপ পর্বের সকল ম্যাচে সর্বনিম্ন শাস্তিমূলক পয়েন্ট (একটি নির্দিষ্ট ম্যাচে একজন খেলোয়াড়ের জন্য শুধুমাত্র একটি নিয়ম প্রয়োগ করা হবে):
    1. হলুদ কার্ড = −১ পয়েন্ট;
    2. এক ম্যাচে দুটি হলুদ কার্ডের জন্য বহিষ্কার = −৩ পয়েন্ট;
    3. লাল কার্ড = −৩ পয়েন্ট;
    4. হলুদ কার্ডের পর সরাসরি লাল কার্ড = −৪ পয়েন্ট;
  8. লটারি।

গ্রুপ এ

সম্পাদনা
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  ভারত নকআউট পর্বে অগ্রসর
  মালদ্বীপ
  বাংলাদেশ
অজানা তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: [তথ্যসূত্র প্রয়োজন]
TBCবনামTBC
TBCবনামTBC

TBCবনামTBC

গ্রুপ বি

সম্পাদনা
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  ভুটান (H) নকআউট পর্বে অগ্রসর
    নেপাল
  পাকিস্তান
  শ্রীলঙ্কা
অজানা তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: [তথ্যসূত্র প্রয়োজন]
(H) স্বাগতিক।
TBCবনামTBC
TBCবনামTBC

TBCবনামTBC
TBCবনামTBC

TBCবনামTBC
TBCবনামTBC

নকআউট পর্ব

সম্পাদনা

বন্ধনী

সম্পাদনা
 
সেমি-ফাইনালফাইনাল
 
      
 
সেপ্টেম্বর ২০২৪–থিম্পু
 
 
এ১
 
২৮ সেপ্টেম্বর ২০২৪–থিম্পু
 
বি২
 
সেমি১
 
সেপ্টেম্বর ২০২৪–থিম্পু
 
সেমি২
 
বি১
 
 
এ২
 

সেমি-ফাইনাল

সম্পাদনা
বনাম
বনাম

ফাইনাল

সম্পাদনা
বনাম

বিজয়ী

সম্পাদনা

পরিসংখ্যান

সম্পাদনা

গোলদাতা

সম্পাদনা

এই প্রতিযোগিতায় ০টি ম্যাচে ০টি গোল হয়েছে, যা ম্যাচ প্রতি গড়ে শূন্য দ্বারা ভাগ করা হয়েছে।টি গোল (১০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ অনুযায়ী)।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Kazi Md. Salahuddin Re-Elected As President"SAFF। ২ জুলাই ২০২২। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২৩ 
  2. "সাফ নিয়ে বিশাল পরিকল্পনা কাজী সালাউদ্দিনের"www.footballbangladesh.com। ১৬ সেপ্টেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২৩ 
  3. "India emerge SAFF U16 champions, make short work of Bangladesh in final"www.the-aiff.com। ১০ সেপ্টেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২৩ 
  4. "সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত হলো ঢাকার ইন্টার কন্টিনেন্টাল হোটেলে"www.dhakapost.com। ৮ জুন ২০২৪। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৪