সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ
মহিলাদের আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা
সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ (দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন মহিলা কাপ) হল দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) কর্তৃক আয়োজিত মহিলা জাতীয় ফুটবল দলগুলোর প্রধানতম ফুটবল প্রতিযোগিতা। দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনের সাতটি সদস্য দেশের জাতীয় মহিলা দল অংশগ্রহণ করে থাকে। পূর্বে অংশগ্রহণকারী দলের সংখ্যা ছিল আটটি। ২০১৬ সালের পর আফগানিস্তান সাফ থেকে মধ্য এশীয় ফুটবল অ্যাসোসিয়েশনে যোগ দেয়।
![]() | |
আয়োজক | দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন |
---|---|
প্রতিষ্ঠিত | ২০১০ |
অঞ্চল | দক্ষিণ এশিয়া |
দলের সংখ্যা | ৭টি (পূর্বে ৮টি ছিল) |
বর্তমান চ্যাম্পিয়ন | ![]() |
সবচেয়ে সফল দল | ![]() |
![]() |
সাফ সদস্য দেশ সমূহ হচ্ছে- বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এটি প্রতি দুই বছর অন্তর অনুষ্ঠিত হয়।
এ যাবত সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ৬টি প্রতিযোগিতার মধ্যে ১টিতে ফাইনালে নেপালকে পরাজিত করে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে এবং বাকী ৫টিতে ফাইনালে চার বার নেপালকে এবং একবার বাংলাদেশকে পরাজিত করে ভারত চ্যাম্পিয়ন হয়েছে।
প্রতিযোগিতাসমূহসম্পাদনা
বছর | স্বাগতিক | ফাইনাল | সেমি-ফাইনালে হারা দল | ||||
---|---|---|---|---|---|---|---|
বিজয়ী | ফলাফল | রানার-আপ | |||||
২০১০[১][২] বিস্তারিত |
বাংলাদেশ | ভারত |
১–০ | নেপাল |
বাংলাদেশ, পাকিস্তান | ||
২০১২ বিস্তারিত |
শ্রীলঙ্কা | ভারত |
৩–১ | নেপাল |
আফগানিস্তান, শ্রীলঙ্কা | ||
২০১৪ বিস্তারিত |
পাকিস্তান[৩] | ভারত |
৬–০ | নেপাল |
বাংলাদেশ, শ্রীলঙ্কা | ||
২০১৬ বিস্তারিত |
ভারত | ভারত |
৩–১ | বাংলাদেশ |
মালদ্বীপ, নেপাল | ||
২০১৯ বিস্তারিত |
নেপাল[৪] | ভারত |
৩–১ | নেপাল |
শ্রীলঙ্কা, বাংলাদেশ | ||
২০২২ বিস্তারিত |
নেপাল | বাংলাদেশ |
৩–১ | নেপাল |
ভারত, ভুটান |
সফলতার পরিসংখ্যানসম্পাদনা
জাতি | চ্যাম্পিয়ন | রানার্স আপ | সেমি ফাইনাল |
---|---|---|---|
ভারত | ৫ (২০১০, ২০১২, ২০১৪, ২০১৬, ২০১৯) | – | ১ (২০২২) |
বাংলাদেশ | ১ (২০২২) | ১ (২০১৬) | ৩ (২০১০, ২০১৪, ২০১৯) |
নেপাল | – | ৫ (২০১০, ২০১২, ২০১৪, ২০১৯, ২০২২) | ১ (২০১৬) |
শ্রীলঙ্কা | – | – | ৩ (২০১২, ২০১৪, ২০১৯) |
ভুটান | – | – | ১ (২০২২) |
মালদ্বীপ | – | – | ১ (২০১৬) |
আফগানিস্তান | – | – | ১ (২০১২) |
পাকিস্তান | – | – | ১ (২০১০) |
সাধারণ পরিসংখ্যানসম্পাদনা
- ২০১৬ সালের হিসাবে
র্যাঙ্ক | দল | অংশগ্রহণ | খেলা | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ভারত | ৬ | ২৭ | ২৪ | ১ | ২ | ১৫০ | ১০ | +১৪০ | ৭৩ |
২ | নেপাল | ৬ | ২৭ | ২১ | ০ | ৫ | ১১৪ | ২০ | +৯৪ | ৬৩ |
৩ | বাংলাদেশ | ৬ | ২২ | ৮ | ১ | ৯ | ৬১ | ৩৩ | +২৮ | ৪০ |
৪ | শ্রীলঙ্কা | ৬ | ১৯ | ৬ | ১ | ১২ | ১৮ | ৫৪ | -২৭ | ১৯ |
৫ | পাকিস্তান | ৪ | ১৩ | ৪ | ০ | ৬ | ১৩ | ৩৮ | -২৫ | ১২ |
৬ | মালদ্বীপ | ৬ | ১৫ | ৩ | ২ | ১০ | ১৪ | ৫৬ | -৪২ | ১১ |
৭ | আফগানিস্তান | ৪ | ১২ | ১ | ২ | ৯ | ১০ | ৬৭ | -৫৭ | ৫ |
৮ | ভুটান | ৬ | ১৭ | ১ | ১ | ১৫ | ৮ | ৮৯ | -৮১ | ১ |
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "SAFF: India clinch the title"। indiablooms.com। ১৯ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১২।
- ↑ "Indian women football team flay Pakistan in SAFF semis"। sunday-guardian.com। ২০ ডিসেম্বর ২০১০। ১৮ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১২।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৮ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ https://www.thedailystar.net/sports/football/draws-held-saff-womens-events-1601794