২০২৩ বাংলাদেশ দ্বিদেশীয় ফুটবল প্রতিযোগিতা

আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা

২০২৩ বাংলাদেশ দ্বিদেশীয় ফুটবল প্রতিযোগিতা‌ হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত একটি আন্তর্জাতিক দ্বিদেশীয় ফুটবল প্রতিযোগিতা। যা ২০২৩ সালের ২৫ মার্চ এবং ২৮ মার্চ বাংলাদেশসিশেলসের মধ্যকার দুটি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ নিয়ে বাংলাদেশের সিলেটে অনুষ্ঠিত হয়েছে।[১][২][৩] দুই ম্যাচের এই প্রতিযোগিতাটি ১–১ গোলে ড্র হয়েছিল।[৪]

২০২৩ বাংলাদেশ দ্বিদেশীয় ফুটবল প্রতিযোগিতা
বিবরণ
স্বাগতিক দেশ বাংলাদেশ
শহরসিলেট
তারিখ২৫ মার্চ – ২৮ মার্চ ২০২৩
দল (২টি কনফেডারেশন থেকে)
মাঠ১ (১টি আয়োজক শহরে)
পরিসংখ্যান
ম্যাচ
গোল সংখ্যা২ (ম্যাচ প্রতি ১টি)
দর্শক সংখ্যা২,৭১৯ (ম্যাচ প্রতি ১,৩৬০ জন)
শীর্ষ গোলদাতাবাংলাদেশ তারিক কাজী
সেশেলস মাইকেল ম্যানসিয়েন
(প্রত্যেকে ১টি গোল)
ফলাফল
১-০
তারিখ২৫ মার্চ ২০২৩
১-০
তারিখ২৮ মার্চ ২০২৩

২০২৩ সালের ১৩ই ফেব্রুয়ারি তারিখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটি ত্রিদেশীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল, উক্ত ত্রিদেশীয় ফুটবল প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশের পাশাপাশি ব্রুনাই এবং সিশেলস ফুটবল দলের অংশগ্রহণ করার কথা ছিল।[৫][৬][৭][৮] কিন্তু ব্রুনাই ফুটবল দল তাদের সরকারের কাছ থেকে বিদেশ সফরের অনুমতি না পাওয়ার কারণে ২০২৩ সালের ১৪ই মার্চ তারিখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন উক্ত ত্রিদেশীয় ফুটবল প্রতিযোগিতাটি বাতিল করে দেয়।[১][৯] তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ব্রুনাই ফুটবল দলের বিকল্প হিসেবে কম্বোডিয়া, ফিলিপাইন এবং আফগানিস্তান ফুটবল দলকে ত্রিদেশীয় প্রতিযোগিতায় অংশ নিতে প্রস্তাব দিয়েছিল কিন্তু দলগুলো এই প্রস্তাবে সম্মত হতে ব্যর্থ হয়।[১০]

মাঠ সম্পাদনা

বাংলাদেশসিশেলসের মধ্যকার ম্যাচ দুটি সিলেটে অবস্থিত সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল।[১১][৭][৮]

সিলেট
সিলেট জেলা স্টেডিয়াম
ধারণক্ষমতা: ১৮,০০০[১২]

অংশগ্রহণকারী দল সম্পাদনা

এই প্রতিযোগিতায় স্বাগতিক দল হিসেবে বাংলাদেশ এবং অতিথি দল হিসেবে সেশেলস অংশগ্রহণ করেছিল।[৬][৮]

দল কনফেডারেশন বৈশ্বিক
র‍্যাঙ্কিংয়ে অবস্থান
[১৩]
(ডিসেম্বর ২০২২ অনুযায়ী)
কনফেডারেশন
র‍্যাঙ্কিংয়ে অবস্থান
[১৩]
(ডিসেম্বর ২০২২ অনুযায়ী)
  বাংলাদেশ (স্বাগতিক) এএফসি ১৯২ তম ৪৩ তম
  সেশেলস ক্যাফ ১৯৯ তম ৫২ তম

রেফারি সম্পাদনা

  •   বীরেন্দ্র রায়
  •   পেমা সেওয়াং

খেলা সমূহ সম্পাদনা

এই প্রতিযোগিতায় বাংলাদেশ এবং সেশেলস একে অপরের বিপক্ষে দুইবার মুখোমুখি হয়েছিল।[৩] ২০২৩ সালের ২৫ মার্চ এবং ২৮ মার্চ‌ ম্যাচ দুটি অনুষ্ঠিত হয়েছিল।[১১]

বাংলাদেশ  ১–০  সেশেলস
তারিক   ৪২' প্রতিবেদন
দর্শক সংখ্যা: ১,৬৭৯
রেফারি: বীরেন্দ্র রায় (ভুটান)

বাংলাদেশ  ০–১  সেশেলস
প্রতিবেদন ম্যানসিয়েন   ৬১' (পে.)
দর্শক সংখ্যা: ১,০৪০
রেফারি: পেমা সেওয়াং (ভুটান)

পরিসংখ্যান সম্পাদনা

এই প্রতিযোগিতায় ২ জন খেলোয়াড় ২টি ম্যাচে ২টি গোল করেছেন (০টি আত্মঘাতী গোলসহ), যা ম্যাচ প্রতি গড়ে ১টি গোল।

১টি গোল

তথ্যসূত্র সম্পাদনা

  1. "হচ্ছে না তিন জাতির ফুটবল সিরিজ"দৈনিক ইত্তেফাক। ১৫ মার্চ ২০২৩। ১০ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২৩ 
  2. আলম, মাসুদ। "কেউ কাঠমিস্ত্রি, কেউ দোকানি, কেউ জাহাজ তত্ত্বাবধায়ক"প্রথম আলো। ২২ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২৩ 
  3. নিউজ, সময়। "সিলেট জেলা স্টেডিয়ামে জাতীয় দলের প্রথম অনুশীলন | খেলা"সময় সংবাদ। ২০২৩-০৪-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২৩ 
  4. "লজ্জার হারে সিরিজ ড্র জামালদের"দৈনিক ইনকিলাব। ১০ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২৩ 
  5. প্রতিবেদক, ক্রীড়া। "মার্চে সেশেলস ও ব্রুনেইয়ের বিপক্ষে সিরিজ খেলবেন জামাল ভূঁইয়ারা"প্রথম আলো। ১৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২৩ 
  6. নিউজ, সময়। "মার্চে তলানির দুই দলকে নিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ | খেলা"সময় সংবাদ। ২০২৩-০২-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২৩ 
  7. "সিলেটে হবে ত্রিদেশীয় ফুটবল সিরিজ"দৈনিক যুগান্তর। ১৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২৩ 
  8. রিপোর্টার, স্পোর্টস। "সিলেটে ত্রিদেশীয় ফুটবল"দৈনিক ইনকিলাব। ১৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২৩ 
  9. নিউজ, সময়। "নাম প্রত্যাহার করে নিল ব্রুনাই, হচ্ছে না তিন জাতি টুর্নামেন্ট | খেলা"সময় সংবাদ। ২০২৩-০৩-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২৩ 
  10. "Tri-nation turns into two-nation FIFA friendly series"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৪ মার্চ ২০২৩। ১০ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২৩ 
  11. নিউজ, সময়। "সিলেটে বাংলাদেশের ফুটবল ম্যাচ দেখা যাবে ৫০ টাকায় | খেলা"সময় সংবাদ। ২০২৩-০৪-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২৩ 
  12. Sylhet, Sports Reporter from (৫ ফেব্রুয়ারি ২০১৫)। "Not 'sold out' yet"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৭ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২৩ 
  13. "Men's Ranking"ফিফা (ইংরেজি ভাষায়)। ৬ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২৩