২০২৩ আফগানিস্তান পুরুষ ক্রিকেট দলের বাংলাদেশ সফর

আফগানিস্তান পুরুষ ক্রিকেট দল ২০২৩ সালের জুন ও জুলাই মাসে একটি টেস্ট, তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও দুটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য বাংলাদেশ সফর করে।[] ২০২৩ সালের মে মাসে সিরিজের সূচি নিশ্চিত করা হয়।[][]

২০২৩ আফগানিস্তান পুরুষ ক্রিকেট দলের বাংলাদেশ সফর
 
  বাংলাদেশ আফগানিস্তান
তারিখ ১৪ জুন ২০২৩ – ১৬ জুলাই ২০২৩
অধিনায়ক লিটন কুমার দাস (টেস্ট)
তামিম ইকবাল (ওডিআই)
সাকিব আল হাসান (টি২০আই)
হাশমতউল্লাহ শাহিদি (টেস্ট ও ওডিআই)
রাশিদ খান (টি২০আই)
টেস্ট সিরিজ
ফলাফল ১ ম্যাচের সিরিজে বাংলাদেশ ১–০ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান নাজমুল হোসেন শান্ত (২৭০) আফসার জাজাই (৪২)
সর্বাধিক উইকেট শরিফুল ইসলাম (৫)
এবাদত হোসেন (৫)
নিজাত মাসুদ (৫)
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে আফগানিস্তান ২–১ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান লিটন কুমার দাস (৯৬) রহমানউল্লাহ গুরবাজ (১৭৩)
সর্বাধিক উইকেট শরিফুল ইসলাম (৪)
সাকিব আল হাসান (৪)
ফজলুল হক ফারুকি (৮)
সিরিজ সেরা খেলোয়াড় ফজলুল হক ফারুকি (আফগানিস্তান)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে বাংলাদেশ ২–০ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান তাওহীদ হৃদয় (৬৬) মোহাম্মদ নবি (৭০)
সর্বাধিক উইকেট সাকিব আল হাসান (৪)
তাসকিন আহমেদ (৪)
করিম জানাত (৩)
মুজিব উর রহমান (৩)
আজমতউল্লাহ ওমরজাই (৩)
সিরিজ সেরা খেলোয়াড় সাকিব আল হাসান (বাংলাদেশ)

প্রাথমিকভাবে সিরিজে দুটি টেস্ট, তিনটি একদিনের আন্তর্জাতিক ও তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।[] পরবর্তীতে সিরিজের সূচি থেকে একটি টেস্ট ও একটি টি২০আই ম্যাচ বাদ দেয়া হয়।[][]

একমাত্র টেস্ট ম্যাচে বাংলাদেশ জয়লাভ করে।[] ওডিআই সিরিজে আফগানিস্তান ২–১ ব্যবধানে জয়ী হয়।[] টি২০আই সিরিজে বাংলাদেশ ২–০ ব্যবধানে জয়লাভ করে।[]

দলীয় সদস্য

সম্পাদনা
  বাংলাদেশ   আফগানিস্তান
টেস্ট[১০] ওডিআই[১১] টি২০আই[১২] টেস্ট[১৩] ওডিআই[১৪] টি২০আই[১৫]

আফগানিস্তানের টেস্ট দলে আজমতউল্লাহ ওমরজাই, জিয়া-উর-রহমান আকবর, নুর আলি জাদরান ও সৈয়দ শিরজাদকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[১৬] চোটের কারণে বাংলাদেশের টেস্ট দল থেকে ছিটকে যান তামিম ইকবাল[১৭] ওডিআই সিরিজের প্রথম ম্যাচের পর তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলে ওডিআই সিরিজের অবশিষ্ট ম্যাচদ্বয়ের জন্য বাংলাদেশের ওডিআই দলে রনি তালুকদারকে যোগ করা হয়।[১৮] এছাড়াও ম্যাচদ্বয়ের জন্য বাংলাদেশের ওডিআই দলের অধিনায়ক হিসেবে লিটন কুমার দাসকে মনোনীত করা হয়।[১৯] চোটের কারণে নাভিন-উল-হক আফগানিস্তানের টি২০আই দল থেকে ছিটকে যান।[২০] তাঁর পরিবর্তে আফগানিস্তানের টি২০আই দলে নিজাত মাসুদকে অন্তর্ভুক্ত করা হয়।[২১] ওডিআই সিরিজ চলাকালে চোটের কারণে বাংলাদেশের টি২০আই দল থেকে ছিটকে যান এবাদত হোসেন[২২]

একমাত্র টেস্ট

সম্পাদনা
১৪–১৮ জুন ২০২৩
স্কোরকার্ড
৩৮২ (৮৬ ওভার)
নাজমুল হোসেন শান্ত ১৪৬ (১৭৫)
নিজাত মাসুদ ৫/৭৯ (১৬ ওভার)
১৪৬ (৩৯ ওভার)
আফসার জাজাই ৩৬ (৪০)
এবাদত হোসেন ৪/৪৭ (১০ ওভার)
৪২৫/৪ঘো (৮০ ওভার)
নাজমুল হোসেন শান্ত ১২৪ (১৫১)
জাহির খান ২/১১২ (২৩ ওভার)
১১৫ (৩৩ ওভার)
রহমত শাহ ৩০ (৭৩)
তাসকিন আহমেদ ৪/৩৭ (৯ ওভার)
বাংলাদেশ ৫৪৬ রানে জয়ী
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
আম্পায়ার: ক্রিস ব্রাউন (নিউজিল্যান্ড) ও পল রাইফেল (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: নাজমুল হোসেন শান্ত (বাংলাদেশ)
  • আফগানিস্তান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিনে আলোকস্বল্পতার কারণে যথাক্রমে ১১ ওভার, ১৭ ওভার ও ২০ ওভার খেলা সম্ভব হয়নি।
  • করিম জানাত, নিজাত মাসুদ ও বাহির শাহ (আফগানিস্তান)-এর টেস্ট অভিষেক হয়।
  • নিজাত মাসুদ (আফগানিস্তান) টেস্ট ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[২৩][২৪]
  • হাশমতউল্লাহ শাহিদি (আফগানিস্তান)-এর বদলি হিসেবে খেলেন বাহির শাহ।[২৫]

ওডিআই সিরিজ

সম্পাদনা

১ম ওডিআই

সম্পাদনা
৫ জুলাই ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
বাংলাদেশ  
১৬৯/৯ (৪৩ ওভার)
  আফগানিস্তান
৮৩/২ (২১.৪ ওভার)
তাওহীদ হৃদয় ৫১ (৬৯)
ফজলুল হক ফারুকি ৩/২৪ (৮.৪ ওভার)
আফগানিস্তান ১৭ রানে জয়ী (ডিএলএস পদ্ধতি)
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
আম্পায়ার: আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা) ও শরফুদ্দৌলা (বাংলাদেশ)
ম্যাচ সেরা খেলোয়াড়: ফজলুল হক ফারুকি (আফগানিস্তান)
  • আফগানিস্তান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি প্রথম ইনিংসে ৪৩ ওভারে খেলা হয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
  • মোহাম্মদ সলিম (আফগানিস্তান)-এর ওডিআই অভিষেক হয়।

২য় ওডিআই

সম্পাদনা
৮ জুলাই ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
আফগানিস্তান  
৩৩১/৯ (৫০ ওভার)
  বাংলাদেশ
১৮৯ (৪৩.২ ওভার)
  • বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় ওডিআই

সম্পাদনা
১১ জুলাই ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
আফগানিস্তান  
১২৬ (৪৫.২ ওভার)
  বাংলাদেশ
১২৯/৩ (২৩.৩ ওভার)
বাংলাদেশ ৭ উইকেটে জয়ী
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
আম্পায়ার: আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা) ও মাসুদুর রহমান (বাংলাদেশ)
ম্যাচ সেরা খেলোয়াড়: শরিফুল ইসলাম (বাংলাদেশ)
  • আফগানিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আবদুর রহমান রহমানি ও জিয়া-উর-রহমান আকবর (আফগানিস্তান)-এর ওডিআই অভিষেক হয়।

টি২০আই সিরিজ

সম্পাদনা

১ম টি২০আই

সম্পাদনা
১৪ জুলাই ২০২৩
১৮:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
আফগানিস্তান  
১৫৪/৭ (২০ ওভার)
  বাংলাদেশ
১৫৭/৮ (১৯.৫ ওভার)
তাওহীদ হৃদয় ৪৭* (৩২)
করিম জানাত ৩/১৫ (১.৫ ওভার)
  • বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • করিম জানাত (আফগানিস্তান) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম হ্যাটট্রিক লাভ করেন।[২৬]

২য় টি২০আই

সম্পাদনা
১৬ জুলাই ২০২৩
১৮:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
আফগানিস্তান  
১১৬/৭ (১৭ ওভার)
  বাংলাদেশ
১১৯/৪ (১৬.১ ওভার)
  • বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৭ ওভারে খেলা হয়।
  • বৃষ্টির কারণে বাংলাদেশের লক্ষ্য ১৭ ওভারে ১১৯ নির্ধারণ করা হয়।
  • ওয়াফাদার মোমন্দ (আফগানিস্তান)-এর টি২০আই অভিষেক হয়।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Schedule announced for Afghanistan's tour of Bangladesh"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২৩ 
  2. "The Bangladesh Cricket Board (BCB) announces the itinerary for Afghanistan's Tour of Bangladesh 2023"বাংলাদেশ ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২৩ 
  3. "Afghanistan's one-off Test against Bangladesh to be played from June 14"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২৩ 
  4. "Bangladesh's FTP announced"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২২ 
  5. "Bangladesh scrap one Test against Afghanistan"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ মে ২০২৩ 
  6. "বাংলাদেশ সফরের মধ্যে ভারতে খেলতে যাবে আফগানিস্তান"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১১ মে ২০২৩ 
  7. "Bangladesh steer to record Test win over Afghanistan"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০২৩ 
  8. "Shoriful: Needed to find my rhythm, bowl better spells"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৩ 
  9. "আফগানদের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি–টোয়েন্টি সিরিজ জয়"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২৩ 
  10. "Afghanistan's Tour of Bangladesh 2023 – BCB announces squad for one-off Test"বাংলাদেশ ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২৩ 
  11. "Mohammad Naim, Afif Hossain back in Bangladesh squad for Afghanistan ODIs"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০২৩ 
  12. "Afif, Ebadot back in Bangladesh's T20I squad for Afghanistan series"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২৩ 
  13. "রশিদকে ছাড়াই আসছে আফগানিস্তান"প্রথম আলো। সংগ্রহের তারিখ ৭ জুন ২০২৩ 
  14. "Rashid Khan back in Afghanistan squad for Bangladesh ODIs; Noor Ahmad misses out"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২৩ 
  15. "Rashid Khan, Mohammad Shahzad back in Afghanistan squad for Bangladesh T20Is"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২৩ 
  16. "ACB Name Squad for One-Off Test against Bangladesh"আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জুন ২০২৩ 
  17. "আফগানিস্তান টেস্টে খেলা হচ্ছে না তামিমের"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২৩ 
  18. "তামিমের জায়গায় ওয়ানডে দলে রনি তালুকদার"সমকাল। ৭ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২৩ 
  19. "Litton to lead Bangladesh in last two ODIs against Afghanistan"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২৩ 
  20. "Naveen-ul-Haq ruled out of Bangladesh T20Is"বিডিক্রিকটাইম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২৩ 
  21. "Nijat Masood replaces injured Naveen-ul-Haq for Bangladesh T20Is"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২৩ 
  22. "Ebadot Hossain ruled out due to a knee injury"বাংলাদেশ ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২৩ 
  23. "ট্রটের মজাকে সত্যি বানিয়ে বাংলাদেশের অবিশ্বাস্য ব্যাটিং ধস"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২৩ 
  24. "Bangladesh vs Afghanistan one-off Test: Debutant Nijat Masood picks up five-wicket haul on debut"ইন্ডিয়া টুডে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২৩ 
  25. "Taskin Ahmed grabs four as Bangladesh annihilate Afghanistan in their biggest Test win"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০২৩ 
  26. "শেষ ওভারে বাংলাদেশের নাটকীয় জয়"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা