২০২২–২৩ ওয়েস্ট ইন্ডিজ পুরুষ ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর
ওয়েস্ট ইন্ডিজ পুরুষ ক্রিকেট দল ২০২৩ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে দুটি টেস্ট, তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য দক্ষিণ আফ্রিকা সফর করে।[১][২] টেস্ট সিরিজটি ২০২১–২০২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের একটি অংশ হিসেবে খেলা হয়।[৩] ২০২২ সালের অক্টোবর মাসে সফরের সূচি ঘোষিত হয়।[৪]
২০২২–২৩ ওয়েস্ট ইন্ডিজ পুরুষ ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর | |||
---|---|---|---|
![]() |
![]() | ||
দক্ষিণ আফ্রিকা | ওয়েস্ট ইন্ডিজ | ||
তারিখ | ২৮ ফেব্রুয়ারি ২০২৩ – ২৮ মার্চ ২০২৩ | ||
অধিনায়ক |
তেম্বা বাভুমা (টেস্ট ও ওডিআই) এইডেন মার্করাম (টি২০আই) |
ক্রেইগ ব্র্যাথওয়েট (টেস্ট) শেই হোপ (ওডিআই) রভমান পাওয়েল (টি২০আই) | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ২–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | এইডেন মার্করাম (২৭৬) | জার্মেইন ব্ল্যাকউড (১২৬) | |
সর্বাধিক উইকেট | কাগিসো রাবাদা (১২) | আলজারি জোসেফ (১২) | |
সিরিজ সেরা খেলোয়াড় | এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা) | ||
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র | ||
সর্বাধিক রান | তেম্বা বাভুমা (১৪৪) | শেই হোপ (১৪৪) | |
সর্বাধিক উইকেট | জেরাল্ড কুটজে (৫) | আলজারি জোসেফ (৬) | |
সিরিজ সেরা খেলোয়াড় |
হাইনরিখ ক্লাসেন (দক্ষিণ আফ্রিকা) শেই হোপ (ওয়েস্ট ইন্ডিজ) | ||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ২–১ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | রেজা হেনড্রিকস (১৭২) | জনসন চার্লস (১৪৬) | |
সর্বাধিক উইকেট |
মার্কো ইয়ানসেন (৩) আনরিখ নর্টখে (৩) সিসান্দা মাগালা (৩) | আলজারি জোসেফ (৬) | |
সিরিজ সেরা খেলোয়াড় | জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ) |
টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকা ২–০ ব্যবধানে জয়ী হয়।[৫] ওডিআই সিরিজটি ১–১ সমতায় শেষ হয়।[৬] টি২০আই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ২–১ ব্যবধানে জয়লাভ করে।[৭]
দলীয় সদস্য
সম্পাদনাদ্বিতীয় টেস্ট ম্যাচ চলার সময় চোটের কারণে কেশব মহারাজ সিরিজের বাকি অংশ থেকে ছিটকে যান।[১৪] তাঁর বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকার ওডিআই দলে তাবরাইজ শামসিকে যোগ করা হয়।[১৫] ভিয়ান মুল্ডারও চোটের কারণে দক্ষিণ আফ্রিকার ওডিআই দল থেকে ছিটকে যান।[১৬] ওডিআই সিরিজ শুরুর আগে চোটের কারণে ওবেদ ম্যাককয় ওয়েস্ট ইন্ডিজের টি২০আই দল থেকে ছিটকে গেলে রস্টন চেজকে দলে যোগ করা হয়।[১৭]
প্রস্তুতিমূলক ম্যাচ
সম্পাদনা২১–২৩ ফেব্রুয়ারি ২০২৩
স্কোরকার্ড |
ব
|
দক্ষিণ আফ্রিকান আমন্ত্রণমূলক একাদশ
| |
৩১৭ (৮৯.৫ ওভার)
ভিহান লুবা ৭১ (১৩১) আকিম জর্ডান ৩/৩২ (১৯.৫ ওভার) | ||
- দক্ষিণ আফ্রিকান আমন্ত্রণমূলক একাদশ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
টেস্ট সিরিজ
সম্পাদনা১ম টেস্ট
সম্পাদনা২৮ ফেব্রুয়ারি–৪ মার্চ ২০২৩
স্কোরকার্ড |
ব
|
||
- দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- প্রথম দিনে আলোকস্বল্পতার কারণে ৮ ওভার খেলা সম্ভব হয়নি।
- জেরাল্ড কুটজে ও টনি ডি জর্জি (দক্ষিণ আফ্রিকা)-এর টেস্ট অভিষেক হয়।
- আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ) টেস্ট ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[১৮]
- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: দক্ষিণ আফ্রিকা ১২, ওয়েস্ট ইন্ডিজ ০।
২য় টেস্ট
সম্পাদনা৮–১২ মার্চ ২০২৩
স্কোরকার্ড |
ব
|
||
- দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: দক্ষিণ আফ্রিকা ১২, ওয়েস্ট ইন্ডিজ ০।
ওডিআই সিরিজ
সম্পাদনা১ম ওডিআই
সম্পাদনাব
|
||
- টস হয়নি।
- বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।
২য় ওডিআই
সম্পাদনাব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- জেরাল্ড কুটজে, টনি দে জোর্জি, ত্রিস্টান স্টাবস ও রায়ান রিকেলটন (দক্ষিণ আফ্রিকা)-এর ওডিআই অভিষেক হয়।
৩য় ওডিআই
সম্পাদনাব
|
||
- দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
টি২০আই সিরিজ
সম্পাদনা১ম টি২০আই
সম্পাদনাব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১১ ওভারে খেলা হয়।
২য় টি২০আই
সম্পাদনাব
|
||
- দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ) ও কুইন্টন ডে কক (দক্ষিণ আফ্রিকা) টি২০আই ক্রিকেটে নিজেদের প্রথম শতরানের ইনিংস খেলেন।[১৯][২০]
৩য় টি২০আই
সম্পাদনাব
|
||
- দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[২১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "South Africa to host England and Netherlands for ODIs in early 2023"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০২২।
- ↑ "WEST INDIES TO VISIT SOUTH AFRICA FOR ALL-FORMAT SERIES – 21 FEBRUARY 21 TO 28 MARCH 2023"। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০২২।
- ↑ "Men's Future Tours Program" (পিডিএফ)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। ২৬ ডিসেম্বর ২০২২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২২।
- ↑ "SOUTH AFRICA MEN'S 2022-23 INTERNATIONAL FIXTURES ANNOUNCED"। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (ইংরেজি ভাষায়)। ৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০২২।
- ↑ "Rabada, Coetzee, Harmer wrap up 2-0 series win for South Africa"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২৩।
- ↑ "Klaasen masterclass sinks West Indies"। ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০২৩।
- ↑ "দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২৩।
- ↑ "Bavuma replaces Elgar as SA's Test captain, but relinquishes T20I job"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ "PROTEAS ODI AND T20I SQUADS ANNOUNCED FOR WEST INDIES SERIES"। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (ইংরেজি ভাষায়)। ৬ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৩।
- ↑ "Markram named SA's T20I captain, Bavuma dropped"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৩।
- ↑ "WI call up Alick Athanaze for Test tour of SA"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ "Gabriel, Chase included in WI squad for SA ODIs"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ "West Indies name squads for white-ball series in South Africa"। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ "Maharaj in danger of missing ODI World Cup with Achilles injury"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২৩।
- ↑ "#Proteas ODI SQUAD UPDATE 🚨"। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে।
- ↑ "Mulder out of West Indies ODIs, Parnell named replacement"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৩।
- ↑ "CHASE TO REPLACE MCCOY IN WEST INDIES T20I SQUAD VS SOUTH AFRICA"। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২৩।
- ↑ "Nortje, Joseph and the thrill of a nail-biting Test match"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০২৩।
- ↑ "Johnson Charles slams record T20I ton"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২৩।
- ↑ "South Africa smash record chase in first 500-run T20"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২৩।
- ↑ "Romario Shepherd fireworks, Alzarri Joseph five-for seal series for West Indies 2023"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২৩।