২০১৯ ইংল্যান্ড ক্রিকেট দলের আয়ারল্যান্ড সফর
ক্রিকেট প্রতিযোগিতা
আয়ারল্যান্ড ক্রিকেট দল একমাত্র একদিনের আন্তর্জাতিক খেলার জন্য ইংল্যান্ড সফর করে, যা মে ২০১৯-এ অনুষ্ঠিত হয়। [১] জুলাই, ২০১৯ সালে আয়ারল্যান্ড দলের ইংল্যান্ড গমনে একটিমাত্র চারদিনের টেস্ট খেলায় অংশগ্রহণের পূর্বে এ খেলাটি অনুষ্ঠিত হবে।[২][৩] সেপ্টেম্বর, ২০১৮ সালে এ খেলাটি আয়োজনের লক্ষ্যে মালাহাইডের দ্য ভিলেজকে নির্ধারিত মাঠ হিসেবে ঘোষণা করা হয়েছে। মূলতঃ ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্দেশ্যে প্রস্তুতি নেয়ার লক্ষ্যে ইংল্যান্ড দলে ওডিআইয়ে অংশ নিচ্ছে।[৪]
২০১৯ ইংল্যান্ড ক্রিকেট দলের আয়ারল্যান্ড সফর | |||
---|---|---|---|
আয়ারল্যান্ড | ইংল্যান্ড | ||
তারিখ | ৩ মে, ২০১৯ | ||
অধিনায়ক | উইলিয়াম পোর্টারফিল্ড | ইয়ন মর্গ্যান | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ১ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ১–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | পল স্টার্লিং (৩৩) | বেন ফোকস (৬১) | |
সর্বাধিক উইকেট | জোশ লিটল (৪) | লিয়াম প্লাঙ্কেট (৪) |
দলীয় সদস্য
সম্পাদনাওডিআই | |
---|---|
আয়ারল্যান্ড | ইংল্যান্ড |
একমাত্র ওডিআই
সম্পাদনাব
|
||
- ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ভিজা আউটফিল্ডের কারণে ম্যাচটি প্রতিপক্ষের পক্ষে ৪৫ ওভারে হ্রাস পায়।
- মার্ক অ্যাডায়ার, জোশ লিটল, লোর্কান টাকার (আয়ারল্যান্ড), জোফ্রা আর্চার, বেন ফোকস ও দাউদ মালান (ইংল্যান্ড) সব তার ওডিআই অভিষেক হয়।
- গ্যারি উইলসন (আয়ারল্যান্ড) তার ১০০তম ওডিআইতে খেলেছেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Confirmation of Lord's Test for Ireland and home One-Day International against England in 2019"। Cricket Ireland। ১৯ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৮।
- ↑ "England to play four-day Ireland Test before 2019 Ashes series"। BBC Sport। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৮।
- ↑ "Irish eyes are smiling after Lord's Test confirmation"। International Cricket Council। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৮।
- ↑ "Malahide will host Ireland v England ODI in May 2019"। BBC Sport। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৮।