২০১৮ দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দলের ইংল্যান্ড সফর
দক্ষিণ আফ্রিকা জাতীয় মহিলা ক্রিকেট দল ২০১৮ সালের জুনে ইংল্যান্ড মহিলা ক্রিকেট দল-এর সাথে খেলতে ইংল্যান্ড সফর করে।[১] সফরসূচীতে অন্তর্ভুক্ত ছিল তিনটি মহিলাদের একদিনের আন্তর্জাতিক খেলা। যা ছিল ২০১৭–২০ আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার অংশ।[২] ২০১৭ মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ের পর এটি ছিল ইংল্যান্ডের প্রথম দেশের মাটিতে সিরিজ।[৩] উক্ত ডব্লিউওডিআই সিরিজের পর উভয় দল ২০১৮ ইংল্যান্ড মহিলা ত্রি-দেশীয় সিরিজ খেলে, তৃতীয় দল হিসাবে যোগ দেয় নিউজিল্যান্ড জাতীয় মহিলা ক্রিকেট দল।[১] ইংল্যান্ড মহিলা দল ডব্লিউওডিআই সিরিজটিতে ২-১ এ জয়লাভ করে।[৪]
ইংল্যান্ড মহিলা | দক্ষিণ আফ্রিকা মহিলা | ||
তারিখ | ৯ – ১৫ জুন ২০১৮ | ||
অধিনায়ক | হিদার নাইট | ডেন ফন নাইকার্ক | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে ইংল্যান্ড মহিলা ২–১ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | তামসিন বিউমন্ট (২১২) | লিজেল লি (২১১) | |
সর্বাধিক উইকেট | ক্যাথারিন ব্রন্ট (৬) | আয়াবঙ্গা খাকা (৭) | |
সিরিজ সেরা খেলোয়াড় | তামসিন বিউমন্ট (ইংল্যান্ড) |
দলীয় সদস্য
সম্পাদনাইংল্যান্ড[৫] | দক্ষিণ আফ্রিকা[৬] |
---|---|
ক্যাথরিন ক্রসকে সিরিজের শেষ ও ফাইনাল খেলার জন্য ইংল্যান্ড স্কোয়াডে ডাকা হয়েছিল।[৭]
ডব্লিউওডিআই সিরিজ
সম্পাদনা১ম ডব্লিউওডিআই
সম্পাদনাব
|
||
- ইংল্যান্ড মহিলা দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- স্টেসি লাকাই (দক্ষিণ আফ্রিকা) তার মহিলাদের ওডিআই অভিষেক হয়।
- ২০০৩ এর পর ইংল্যান্ডে এটা ছিল দক্ষিণ আফ্রিকার প্রথম জয়।[৮]
- পয়েন্ট: দক্ষিণ আফ্রিকা মহিলা ২, ইংল্যান্ড মহিলা ০।
২য় ডব্লিউওডিআই
সম্পাদনাব
|
||
- দক্ষিণ আফ্রিকা মহিলা দল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- এটি ছিল প্রথম মহিলা আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ যেখানে খেলোয়াড়গণ তিনটি সেঞ্চুরী পায়।[৯]
- পয়েন্ট: দক্ষিণ আফ্রিকা মহিলা ০, ইংল্যান্ড মহিলা ২।
৩য় ডব্লিউওডিআই
সম্পাদনাব
|
||
- দক্ষিণ আফ্রিকা মহিলা দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- নাতালি সিভার (ইংল্যান্ড) তার ৫০তম মহিলা ওডিআই খেলে।[১০]
- পয়েন্ট: দক্ষিণ আফ্রিকা মহিলা ০, ইংল্যান্ড মহিলা ২।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "England women to host South Africa, New Zealand in 2018"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৭।
- ↑ "England confirm 2018 fixtures"। England and Wales Cricket Board। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৭।
- ↑ "England take on South Africa in first series at home since World Cup triumph"। International Cricket Council। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৮।
- ↑ "England v South Africa: Hosts secure series win with emphatic Canterbury victory"। BBC Sport। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৮।
- ↑ "Alex Hartley dropped; Sarah Taylor and ক্যাথারিন ব্রন্ট return for England"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৮।
- ↑ "South Africa drop Trisha Chetty for limited-ওভার tour of England"। International Cricket Council। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৮।
- ↑ "England Add Kate Cross To Final ODI Squad"। Cricket World। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০১৮।
- ↑ "Proteas women go 1-0 up in England"। Cricket South Africa। ১২ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৮।
- ↑ "England beat South Africa to level women's ODI series – as it happened"। The Guardian। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৮।
- ↑ "Sciver Set For Landmark England Appearance"। Surrey County Cricket Club (Kia Oval)। ১৫ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৮।