আন্দ্রি স্টেইন
আন্দ্রি স্টেইন (ইংরেজি: Andrie Steyn; জন্ম: ২৩ নভেম্বর, ১৯৯৬) নাটাল প্রদেশের ডারবানে জন্মগ্রহণকারী প্রথিতযশা দক্ষিণ আফ্রিকান প্রমিলা আন্তর্জাতিক ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। ঘরোয়া ক্রিকেটে নর্দার্নস মহিলা দলের প্রতিনিধিত্ব করছেন। এছাড়াও দক্ষিণ আফ্রিকার নর্থ ওম্যান, অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে খেলেছেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যানের দায়িত্ব পালন করছেন। এছাড়াও ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শীতা দেখিয়েছেন।
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | আন্দ্রি স্টেইন | |||||||||||||||||||||
জন্ম | ডারবান, নাটাল, দক্ষিণ আফ্রিকা | ২৩ নভেম্বর ১৯৯৬|||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডানহাতি মিডিয়াম | |||||||||||||||||||||
ভূমিকা | ব্যাটসম্যান | |||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | ||||||||||||||||||||||
বছর | দল | |||||||||||||||||||||
২০১০-বর্তমান | নর্দার্নস ওম্যান্স | |||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো, ৫ জুলাই ২০১৭ |
খেলোয়াড়ী জীবন
সম্পাদনা৫ জুলাই, ২০১৭ তারিখ পর্যন্ত তিনি বিশটি একদিনের আন্তর্জাতিক ও পাঁচটি টুয়েন্টি২০ আন্তর্জাতিকে দক্ষিণ আফ্রিকা দলের পক্ষে অংশগ্রহণ করেছেন।[১] ২০১৭ সালের সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে দূর্দান্ত ক্রীড়াশৈলী প্রদর্শন করেন। পচেফস্ট্রুমের পুক ওভালে অনুষ্ঠিত খেলায় তিনি ১১৭ রান তুলে দলকে জয়লাভে প্রভূতঃ সহায়তা করেন।
২০১৭ সালের মহিলা ক্রিকেট বিশ্বকাপকে ঘিরে ২৩ মে, ২০১৭ তারিখে ডেন ফন নাইকার্ককে অধিনায়ক মনোনীত করে দক্ষিণ আফ্রিকার দলের সদস্যদের তালিকা প্রকাশ করা হয়।[২] এতে তিনিও অন্যতম সদস্য মনোনীত হন।
আন্তর্জাতিক শতকসমূহ
সম্পাদনাআন্দ্রি স্টেইনের একদিনের আন্তর্জাতিকে শতকসমূহ | |||||||
---|---|---|---|---|---|---|---|
# | রান | খেলা | প্রতিপক্ষ | শহর/দেশ | মাঠ | সাল | ফলাফল |
১ | ১১৭ | ১৯ | আয়ারল্যান্ড | পচেফস্ট্রুম, দক্ষিণ আফ্রিকা | পুক ওভাল | ২০১৭ | জয় |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Player Profile: Andrie Steyn"। Cricinfo। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-১০।
- ↑ "ICC Women's World Cup / South Africa Women Squad"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৭।
আরও দেখুন
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- ইএসপিএনক্রিকইনফোতে আন্দ্রি স্টেইন (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে আন্দ্রি স্টেইন (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)