২০১৮-১৯ শ্রীলঙ্কা ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর

আন্তর্জাতিক ক্রিকেট সফর

শ্রীলঙ্কা ক্রিকেট দল দুইটি টেস্ট ক্রিকেট খেলার জন্য অস্ট্রেলিয়া সফর করে, যা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ২০১৯-এ অনুষ্ঠিত হয়।

২০১৮-১৯ শ্রীলঙ্কা ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর
 
  অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা
তারিখ ১৭ জানুয়ারি – ৫ ফেব্রুয়ারি ২০১৯
অধিনায়ক টিম পেইন দিনেশ চান্ডিমাল
টেস্ট সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ২–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান ট্রাভিস হেড (৩০৪) নিরোশন ডিকওয়েলা (১৪০)
সর্বাধিক উইকেট প্যাট কামিন্স (১৪) সুরঙ্গা লকমল (৫)
সিরিজ সেরা খেলোয়াড় প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)

দলীয় সদস্য সম্পাদনা

টেস্ট
  অস্ট্রেলিয়া   শ্রীলঙ্কা

প্রস্তুতিমূলক খেলা সম্পাদনা

তিনদিনের ম্যাচ: ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ বনাম শ্রীলঙ্কা সম্পাদনা

১৭–১৯ জানুয়ারি ২০১৯ (দিন/রাত)
৫/৩১৬ঘো (৭৫ ওভার)
কার্টিস প্যাটারসন ১৫৭* (২১২)
দুষ্মন্ত চামিরা ৩/৫৭ (16 ওভার)
৫/১৭৬ঘো (৭৫ ওভার)
দিমুথ করুনারত্নে ৪৪ (৯২)
মারনাস লাবুশেন ২/২৭ (৯ ওভার)
৩/২২৪ঘো (৫৯ ওভার)
কার্টিস প্যাটারসন ১০২* ১৩৬)
কসুন রজিতা ১/৯ (৩ ওভার)
৬/১৩১ (৫১ ওভার)
লাহিরু থিরিমানে ৪৬* (১২১)
জন হল্যান্ড ৪/২৮ (১৫ ওভার)
খেলা ড্র
বেলেরিভ ওভাল, হোবার্ট
আম্পায়ার: জেরার্ড আবুড (অস্ট্রেলিয়া) ও সাইমন ফ্রাই (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: কার্টিস প্যাটারসন (ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ)
  • ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

টেস্ট সিরিজ সম্পাদনা

১ম টেস্ট সম্পাদনা

২৪–২৮ জানুয়ারি ২০১৯ (দিন/রাত)
১৪৪ (৫৬.৪ ওভার)
নিরোশন ডিকওয়েলা ৬৪ (৭৮)
প্যাট কামিন্স ৪/৩৯ (১৪.৪ ওভার)
৩২৩ (১০৬.২ ওভার)
ট্রাভিস হেড ৮৪ (১৮৭)
সুরঙ্গা লকমল ৫/৭৫ (২৭ ওভার)
১৩৯ (৫০.৫ ওভার)
লাহিরু থিরিমানে ৩২ (৯৮)
প্যাট কামিন্স ৬/২৩ (১৫ ওভার)
অস্ট্রেলিয়া একটি ইনিংস এবং ৪০ রানে দ্বারা জয়ী
গাব্বা, ব্রিসবেন
আম্পায়ার: মারাইজ ইরাসমাস (দক্ষিণ আফ্রিকা) ও রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড)
ম্যাচসেরা: প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)

২য় টেস্ট সম্পাদনা

১–৫ ফেব্রুয়ারি ২০১৯
৫/৫৩৪ঘো (১৩২ ওভার)
জো বার্নস ১৮০ (২৬০)
বিশ্ব ফার্নান্দো ৩/১২৬ (৩০ ওভার)
২১৫ (৬৮.৩ ওভার)
দিমুথ করুনারত্নে ৫৯ (৯৫)
মিচেল স্টার্ক ৫/৫৪ (১৩.৩ ওভার)
৩/১৯৬ঘো (৪৭ ওভার)
উসমান খাওয়াজা ১০১* (১৩৬)
কসুন রজিতা ২/৬৪ (১৩ ওভার)
১৪৯ (৫১ ওভার)
কুশল মেন্ডিস ৪২ (৬৯)
মিচেল স্টার্ক ৫/৪৬ (১৮ ওভার)
অস্ট্রেলিয়া ৩৬৬ রানে জয়ী
ম্যানুকা ওভাল, ক্যানবেরা
আম্পায়ার: মাইকেল গফ (ইংল্যান্ড) ও রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড)
ম্যাচসেরা: মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • চামিকা করুণারত্নে (শ্রীলঙ্কা) তার টেস্ট অভিষেক হয়।
  • এই ভেন্যুতে এটিই প্রথম টেস্ট খেলা।
  • ট্রাভিস হেডকার্টিস প্যাটারসন (অস্ট্রেলিয়া) দুজনই টেস্টে প্রথম সেঞ্চুরি করেছিলেন।
  • এর মধ্যে ৩০৮ রানের জুটি জো বার্নস আর ট্রাভিস হেড ছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে সর্বোচ্চ অস্ট্রেলিয়ার জুটি। টেস্টে এটি শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ ৪র্থ উইকেট জুটি ছিল।

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা