২০১৮-১৯ শ্রীলঙ্কা ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর
আন্তর্জাতিক ক্রিকেট সফর
শ্রীলঙ্কা ক্রিকেট দল দুইটি টেস্ট ক্রিকেট খেলার জন্য অস্ট্রেলিয়া সফর করে, যা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ২০১৯-এ অনুষ্ঠিত হয়।
২০১৮-১৯ শ্রীলঙ্কা ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর | |||
---|---|---|---|
অস্ট্রেলিয়া | শ্রীলঙ্কা | ||
তারিখ | ১৭ জানুয়ারি – ৫ ফেব্রুয়ারি ২০১৯ | ||
অধিনায়ক | টিম পেইন | দিনেশ চান্ডিমাল | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ২–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | ট্রাভিস হেড (৩০৪) | নিরোশন ডিকওয়েলা (১৪০) | |
সর্বাধিক উইকেট | প্যাট কামিন্স (১৪) | সুরঙ্গা লকমল (৫) | |
সিরিজ সেরা খেলোয়াড় | প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া) |
দলীয় সদস্য
সম্পাদনাপ্রস্তুতিমূলক খেলা
সম্পাদনাতিনদিনের ম্যাচ: ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ বনাম শ্রীলঙ্কা
সম্পাদনাটেস্ট সিরিজ
সম্পাদনা১ম টেস্ট
সম্পাদনা২৪–২৮ জানুয়ারি ২০১৯ (দিন/রাত)
|
ব
|
||
- শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- কার্টিস প্যাটারসন ও ঝাই রিচার্ডসন (অস্ট্রেলিয়া) উভয়ই তার টেস্ট অভিষেক হয়।
- মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) তার ৫০তম টেস্টে খেলেছেন এবং টেস্টে ২০০তম উইকেট নিয়েছেন।
২য় টেস্ট
সম্পাদনা১–৫ ফেব্রুয়ারি ২০১৯
|
ব
|
||
- অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- চামিকা করুণারত্নে (শ্রীলঙ্কা) তার টেস্ট অভিষেক হয়।
- এই ভেন্যুতে এটিই প্রথম টেস্ট খেলা।
- ট্রাভিস হেড ও কার্টিস প্যাটারসন (অস্ট্রেলিয়া) দুজনই টেস্টে প্রথম সেঞ্চুরি করেছিলেন।
- এর মধ্যে ৩০৮ রানের জুটি জো বার্নস আর ট্রাভিস হেড ছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে সর্বোচ্চ অস্ট্রেলিয়ার জুটি। টেস্টে এটি শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ ৪র্থ উইকেট জুটি ছিল।
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা
ক্রিকেট প্রতিযোগিতা বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |