২০১৬ কোপা আমেরিকা
এই নিবন্ধটি মেয়াদোত্তীর্ণ।(জুলাই ২০১৮) |
২০১৬ কোপা আমেরিকা (English: Centennial Copa America)[২] হল একটি পূর্বনির্ধারিত পুরুষদের আন্তর্জাতিক অ্যাসোসিয়েশন ফুটবল প্রতিযোগিতা, যা ৩ - ২৬ জুন যুক্তরাষ্ট্রের অনুষ্ঠিত হয়। এটি কনমেবল ও কোপা আমেরিকা এর যৌথভাবে আয়োজিত মহাদেশীয় প্রতিযোগিতা। ২০১৬ কোপা আমেরিকা দক্ষিণ আমেরিকার বাইরে অনুষ্ঠিত কোপা আমেরিকার প্রথম আসর, এর পূর্বের সকল আসর দক্ষিণ আমেরিকার মহাদেশের মধ্যে আয়োজিত হয়েছে।[৩] ১৯১৬ সাল থেকে প্রচলিত হওয়ার পর থেকে এটি হচ্ছে ৪৫ তম আসর। চিলি এই আসরে বিজয়ী হয়, আর্জেন্টিনা রার্নাস-আপ এবং উরুগুয়ে ৩য় স্থান অর্জন করে।
Centennial Cup America (ইংরেজি)[১]
Coupe Amerique Centennaire (ফ্রেঞ্চ) | |
---|---|
বিবরণ | |
স্বাগতিক দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
তারিখ | ৩–২৬ জুন ২০১৬ |
দল | ১৬ (২টি কনফেডারেশন থেকে) |
মাঠ | ১০ (১০টি আয়োজক শহরে) |
চূড়ান্ত অবস্থান | |
চ্যাম্পিয়ন | চিলি (২য় শিরোপা) |
রানার-আপ | আর্জেন্টিনা |
তৃতীয় স্থান | কলম্বিয়া |
চতুর্থ স্থান | মার্কিন যুক্তরাষ্ট্র |
পরিসংখ্যান | |
ম্যাচ | ৩২ |
গোল সংখ্যা | ৯১ (ম্যাচ প্রতি ২.৮৪টি) |
দর্শক সংখ্যা | ১৪,৮৩,৮৫৫ (ম্যাচ প্রতি ৪৬,৩৭০ জন) |
শীর্ষ গোলদাতা | এডুয়াড্রো ভার্গাস (৬ গোল) |
সেরা খেলোয়াড় | আলেক্সিস সানচেজ |
সেরা গোলরক্ষক | ক্লাওডিও ভ্রাবো |
ফেয়ার প্লে পুরস্কার | আর্জেন্টিনা |
পরিকল্পনা
সম্পাদনাভেন্যু
সম্পাদনাসিয়াটল, ওয়াশিংটন | শিকাগো,ইলিয়নিস | ফক্সবরো, ম্যাসাচুসেটস (বস্টন অঞ্চল) |
পূর্ব রাদারফোর্ড, নিউ জার্সি (নিউ ইয়র্ক সিটি অঞ্চল) |
---|---|---|---|
CenturyLink Field | Soldier Field | Gillette Stadium | MetLife Stadium |
Capacity: 67,000 | Capacity: 63,500 | Capacity: 68,756 | Capacity: 82,566 |
সান্তা ক্লারা, ক্যালিফোর্নিয়া (সান ফ্রান্সিসকো বে অঞ্চল) |
ফিলাডেলফিয়া,পেনসিলভানিয়া | ||
লিভাই'স স্টেডিয়াম | Lincoln Financial Field | ||
Capacity: 68,500 | Capacity: 69,176 | ||
চিত্র:Entering লিভাই'স স্টেডিয়াম.JPG | |||
Pasadena, ক্যালিফোর্নিয়া (লস এঞ্জেলেস area) |
গ্লেনডেল,আরিজোনা (ফিনিক্স অঞ্চল) |
হাউস্টন, টেক্সাস | ওরল্যান্ডো ,ফ্লোরিডা |
Rose Bowl | University of Phoenix Stadium | NRG Stadium | Camping World Stadium |
Capacity: 92,542 | Capacity: 63,400 | Capacity: 71,795 | Capacity: 60,219 |
অংশগ্রহণকারী দল
সম্পাদনাকনমেবল (১০টি দল) | কনকাকাফ (৬টি দল) |
---|---|
|
|
ট্রফি
সম্পাদনাড্র
সম্পাদনাপট ১ | পট ২ | পট ৩ | পট ৪ |
---|---|---|---|
আর্জেন্টিনা (১) |
কোস্টা রিকা (৩৭) |
প্যারাগুয়ে (৪৬) |
প্রতিটি পট থেকে একটি করে দল অর্থাৎ মোট ৪টি করে দল একটি গ্রুপে স্থান পাবে:
পট ১ | এ১ | বি১ | সি১ | ডি১ |
পট ২ | এ২ | বি২ | সি২ | ডি২ |
পট ৩ | এ৩ | বি৩ | সি৩ | ডি৩ |
পট ৪ | এ৪ | বি৪ | সি৪ | ডি৪ |
গ্রুপ পর্ব
সম্পাদনাগ্রুপ এ
সম্পাদনাঅব | দল | খে | জ | ড্র | হা | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | মার্কিন যুক্তরাষ্ট্র (আ) | ৩ | ২ | ০ | ১ | ৫ | ২ | +৩ | ৬ | কোয়ার্টার-ফাইনাল |
২ | কলম্বিয়া | ৩ | ২ | ০ | ১ | ৬ | ৪ | +২ | ৬ | |
৩ | কোস্টা রিকা | ৩ | ১ | ১ | ১ | ৩ | ৬ | -৩ | ৪ | বাতিল |
৪ | প্যারাগুয়ে | ৩ | ১ | ২ | ১ | ১ | ৩ | -২ | ১ |
- (আ) = আয়োজক
গ্রুপ বি
সম্পাদনাঅব | দল | খে | জ | ড্র | হা | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | পেরু | ৩ | ২ | ১ | ০ | ৪ | ২ | +২ | ৭ | কোয়ার্টার-ফাইনাল |
২ | ইকুয়েডর | ৩ | ১ | ২ | ০ | ৬ | ২ | +৪ | ৫ | |
৩ | ব্রাজিল | ৩ | ১ | ১ | ১ | ৭ | ২ | +৫ | ৪ | বাতিল |
৪ | হাইতি | ৩ | ০ | ০ | ৩ | ১ | ১২ | -১১ | ০ |
গ্রুপ সি
সম্পাদনাঅব | দল | খে | জ | ড্র | হা | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | মেক্সিকো | ৩ | ২ | ১ | ০ | ৬ | ২ | +৪ | ৭ | কোয়ার্টার-ফাইনাল |
২ | ভেনেজুয়েলা | ৩ | ২ | ১ | ০ | ৩ | ১ | +২ | ৭ | |
৩ | উরুগুয়ে | ৩ | ১ | ০ | ২ | ৪ | ৪ | ০ | ৩ | বাতিল |
৪ | জ্যামাইকা | ৩ | ০ | ০ | ৩ | ০ | ৬ | -৬ | ০ |
গ্রুপ ডি
সম্পাদনাঅব | দল | খে | জ | ড্র | হা | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | আর্জেন্টিনা | ৩ | ৩ | ০ | ০ | ১০ | ১ | +৯ | ৯ | কোয়ার্টার-ফাইনাল |
২ | চিলি | ৩ | ২ | ০ | ১ | ৭ | ৫ | +২ | ৬ | |
৩ | পানামা | ৩ | ১ | ০ | ২ | ৪ | ১০ | -৬ | ৩ | বাতিল |
৪ | বলিভিয়া | ৩ | ০ | ০ | ৩ | ২ | ৭ | -৫ | ০ |
নকআউট পর্ব
সম্পাদনাব্র্যাকেট
সম্পাদনাকোয়ার্টার-ফাইনাল | সেমি-ফাইনাল | ফাইনাল | ||||||||
১৬ জুন – সিয়াটল | ||||||||||
মার্কিন যুক্তরাষ্ট্র | 2 | |||||||||
২১ জুন – হাউস্টন | ||||||||||
ইকুয়েডর | 1 | |||||||||
মার্কিন যুক্তরাষ্ট্র | 0 | |||||||||
১৮ জুন – ফক্সবরা | ||||||||||
আর্জেন্টিনা | 4 | |||||||||
আর্জেন্টিনা | 4 | |||||||||
২৬ জুন – পূর্ব রাদারফোর্ড | ||||||||||
ভেনেজুয়েলা | 1 | |||||||||
আর্জেন্টিনা | 0 (2) | |||||||||
১৭ জুন – পূর্ব রাদারফোর্ড | ||||||||||
চিলি (পে.) | 0 (4) | |||||||||
পেরু | 0 (2) | |||||||||
২২ জুন – শিকাগো | ||||||||||
কলম্বিয়া (পে.) | 0 (4) | |||||||||
কলম্বিয়া | 0 | |||||||||
১৮ জুন – সান্তা ক্লারা | ||||||||||
চিলি | 2 | তৃতীয় স্থান | ||||||||
মেক্সিকো | 0 | |||||||||
২৫ জুন – গ্লেনডেল | ||||||||||
চিলি | 7 | |||||||||
মার্কিন যুক্তরাষ্ট্র | 0 | |||||||||
কলম্বিয়া | 1 | |||||||||
ফাইনাল
সম্পাদনাচিলি | ০–০ (অ.স.প.) | আর্জেন্টিনা |
---|---|---|
পেনাল্টি | ||
৪–২ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "CONCACAF and CONMEBOL Announce Agreement to Bring Copa America 2016 to the United States"। CONCACAF.com। ২৮ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মে ২০১৪।
- ↑ "2016 Centennial Copa America added to FIFA's international calendar, making top players available" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ অক্টোবর ২০১৫ তারিখে, MLS Soccer, 26 September 2014.
- ↑ "La Copa Centenario y su repercusión en la prensa internacional"। conmebol.com।
বহিঃসংযোগ
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |