২০১৬ কোপা আমেরিকা (English: Centennial Copa America)[] হল একটি পূর্বনির্ধারিত পুরুষদের আন্তর্জাতিক অ্যাসোসিয়েশন ফুটবল প্রতিযোগিতা, যা ৩ - ২৬ জুন যুক্তরাষ্ট্রের অনুষ্ঠিত হয়। এটি কনমেবল ও কোপা আমেরিকা এর যৌথভাবে আয়োজিত মহাদেশীয় প্রতিযোগিতা। ২০১৬ কোপা আমেরিকা দক্ষিণ আমেরিকার বাইরে অনুষ্ঠিত কোপা আমেরিকার প্রথম আসর, এর পূর্বের সকল আসর দক্ষিণ আমেরিকার মহাদেশের মধ্যে আয়োজিত হয়েছে।[] ১৯১৬ সাল থেকে প্রচলিত হওয়ার পর থেকে এটি হচ্ছে ৪৫ তম আসর। চিলি এই আসরে বিজয়ী হয়, আর্জেন্টিনা রার্নাস-আপ এবং উরুগুয়ে ৩য় স্থান অর্জন করে।

শতবর্ষী কোপা আমেরিকা
Copa América Centenario
Centennial Cup America (ইংরেজি)[]

Coupe Amerique Centennaire (ফ্রেঞ্চ)

Copa América Centenário (পর্তুগিজ)
বিবরণ
স্বাগতিক দেশমার্কিন যুক্তরাষ্ট্র
তারিখ৩–২৬ জুন ২০১৬
দল১৬ (২টি কনফেডারেশন থেকে)
মাঠ১০ (১০টি আয়োজক শহরে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়ন চিলি (২য় শিরোপা)
রানার-আপ আর্জেন্টিনা
তৃতীয় স্থান কলম্বিয়া
চতুর্থ স্থান মার্কিন যুক্তরাষ্ট্র
পরিসংখ্যান
ম্যাচ৩২
গোল সংখ্যা৯১ (ম্যাচ প্রতি ২.৮৪টি)
দর্শক সংখ্যা১৪,৮৩,৮৫৫ (ম্যাচ প্রতি ৪৬,৩৭০ জন)
শীর্ষ গোলদাতাচিলি এডুয়াড্রো ভার্গাস
(৬ গোল)
সেরা খেলোয়াড়চিলি আলেক্সিস সানচেজ
সেরা গোলরক্ষকচিলি ক্লাওডিও ভ্রাবো
ফেয়ার প্লে পুরস্কারআর্জেন্টিনা আর্জেন্টিনা

পরিকল্পনা

সম্পাদনা

ভেন্যু

সম্পাদনা
সিয়াটল, ওয়াশিংটন শিকাগো,ইলিয়নিস ফক্সবরো, ম্যাসাচুসেটস
(বস্টন অঞ্চল)
পূর্ব রাদারফোর্ড, নিউ জার্সি
(নিউ ইয়র্ক সিটি অঞ্চল)
CenturyLink Field Soldier Field Gillette Stadium MetLife Stadium
Capacity: 67,000 Capacity: 63,500 Capacity: 68,756 Capacity: 82,566
 
 
   
সান্তা ক্লারা, ক্যালিফোর্নিয়া
(সান ফ্রান্সিসকো বে অঞ্চল)
ফিলাডেলফিয়া,পেনসিলভানিয়া
লিভাই'স স্টেডিয়াম Lincoln Financial Field
Capacity: 68,500 Capacity: 69,176
চিত্র:Entering লিভাই'স স্টেডিয়াম.JPG  
Pasadena, ক্যালিফোর্নিয়া
(লস এঞ্জেলেস area)
গ্লেনডেল,আরিজোনা
(ফিনিক্স অঞ্চল)
হাউস্টন, টেক্সাস ওরল্যান্ডো ,ফ্লোরিডা
Rose Bowl University of Phoenix Stadium NRG Stadium Camping World Stadium
Capacity: 92,542 Capacity: 63,400 Capacity: 71,795 Capacity: 60,219
       

অংশগ্রহণকারী দল

সম্পাদনা
কনমেবল (১০টি দল) কনকাকাফ (৬টি দল)
 
এই টুর্নামেন্ট উপলক্ষ্যে ট্রফিটি বিশেষভাবে নির্মাণ করা হয়েছিল
পট ১ পট ২ পট ৩ পট ৪

  আর্জেন্টিনা (১)
  ব্রাজিল (৬)
  মেক্সিকো (২২)
  মার্কিন যুক্তরাষ্ট্র (৩২) (আয়োজক)

  চিলি (৩)
  কলম্বিয়া (৮)
  উরুগুয়ে (১১)
  ইকুয়েডর (১৩)

  কোস্টা রিকা (৩৭)
  জ্যামাইকা (৫৪)
  পানামা (৬৪)
  হাইতি (৭৭)

  প্যারাগুয়ে (৪৬)
  পেরু (৪৭)
  বলিভিয়া (৬৮)
  ভেনেজুয়েলা (৮৩)

প্রতিটি পট থেকে একটি করে দল অর্থাৎ মোট ৪টি করে দল একটি গ্রুপে স্থান পাবে:

পট ১ এ১ বি১ সি১ ডি১
পট ২ এ২ বি২ সি২ ডি২
পট ৩ এ৩ বি৩ সি৩ ডি৩
পট ৪ এ৪ বি৪ সি৪ ডি৪

গ্রুপ পর্ব

সম্পাদনা

গ্রুপ এ

সম্পাদনা
অব দল খে ড্র হা স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা
  মার্কিন যুক্তরাষ্ট্র (আ) +৩ কোয়ার্টার-ফাইনাল
  কলম্বিয়া +২
  কোস্টা রিকা -৩ বাতিল
  প্যারাগুয়ে -২
  • (আ) = আয়োজক

গ্রুপ বি

সম্পাদনা
অব দল খে ড্র হা স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা
  পেরু +২ কোয়ার্টার-ফাইনাল
  ইকুয়েডর +৪
  ব্রাজিল +৫ বাতিল
  হাইতি ১২ -১১

গ্রুপ সি

সম্পাদনা
অব দল খে ড্র হা স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা
  মেক্সিকো +৪ কোয়ার্টার-ফাইনাল
  ভেনেজুয়েলা +২
  উরুগুয়ে বাতিল
  জ্যামাইকা -৬

গ্রুপ ডি

সম্পাদনা
অব দল খে ড্র হা স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা
  আর্জেন্টিনা ১০ +৯ কোয়ার্টার-ফাইনাল
  চিলি +২
  পানামা ১০ -৬ বাতিল
  বলিভিয়া -৫

নকআউট পর্ব

সম্পাদনা

ব্র্যাকেট

সম্পাদনা
 
কোয়ার্টার-ফাইনালসেমি-ফাইনালফাইনাল
 
          
 
১৬ জুন – সিয়াটল
 
 
  মার্কিন যুক্তরাষ্ট্র2
 
২১ জুন – হাউস্টন
 
  ইকুয়েডর1
 
  মার্কিন যুক্তরাষ্ট্র0
 
১৮ জুন – ফক্সবরা
 
  আর্জেন্টিনা4
 
  আর্জেন্টিনা4
 
২৬ জুন – পূর্ব রাদারফোর্ড
 
  ভেনেজুয়েলা1
 
  আর্জেন্টিনা0 (2)
 
১৭ জুন – পূর্ব রাদারফোর্ড
 
  চিলি (পে.)0 (4)
 
  পেরু0 (2)
 
২২ জুন – শিকাগো
 
  কলম্বিয়া (পে.)0 (4)
 
  কলম্বিয়া0
 
১৮ জুন – সান্তা ক্লারা
 
  চিলি2 তৃতীয় স্থান
 
  মেক্সিকো0
 
২৫ জুন – গ্লেনডেল
 
  চিলি7
 
  মার্কিন যুক্তরাষ্ট্র0
 
 
  কলম্বিয়া1
 

ফাইনাল

সম্পাদনা
চিলি  ০–০ (অ.স.প.)  আর্জেন্টিনা
পেনাল্টি
৪–২

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "CONCACAF and CONMEBOL Announce Agreement to Bring Copa America 2016 to the United States"। CONCACAF.com। ২৮ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মে ২০১৪ 
  2. "2016 Centennial Copa America added to FIFA's international calendar, making top players available" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ অক্টোবর ২০১৫ তারিখে, MLS Soccer, 26 September 2014.
  3. "La Copa Centenario y su repercusión en la prensa internacional"conmebol.com 

বহিঃসংযোগ

সম্পাদনা